সাম্যবাদী কবিতার প্রশ্ন ও উত্তর MCQ | সাম্যবাদী কবিতার MCQ (PDF) বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর

Photo of author

Follow G-News

সাম্যবাদী কবিতার MCQ

অন্যদের শেয়ার করুন

সাম্যবাদী কবিতার MCQ: একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য আবারও সেমিস্টার ভিত্তিক পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা কবিতা সাম্যবাদী এর বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর আজকের পোস্টে শেয়ার করলাম, যেগুলি তোমাদের সেমিস্টার পরীক্ষার প্রস্তুতি গ্রহণে বিশেষ ভাবে সাহায়তা করবে।

সময় নষ্ট না করে এখানে দেওয়া বহুবিকল্প প্রশ্ন উত্তর গুলি দেখে নাও এবং প্রয়োজনে সংগ্রহ করে নাও।

সাম্যবাদী কবিতার বহুবিকল্প প্রশ্ন উত্তর

১। ‘সাম্যবাদী’ কবিতার রচনাকার ___________ ?

উ: কাজী নজরুল ইসলাম।

২। সাম্যবাদী কবিতায় কবি কিসের গান গেয়েছেন?

  • সাম্যের গান ✔️
  • গ্রামের গান
  • সমাজের গান
  • অতীতের গান

৩। নজরুল ইসলাম এর মতে, এই হৃদয়ের চেয়ে বড়ো __________ নেই।

উ: মন্দির-কাবা নেই।

৪। আরব দুলাল কোথায় বসে আহ্বান শুনতেন?

উ: কন্দরে (হৃদয় মাঝে)

৫। কে মহাবেদনার ডাক শুনেছিল?

  • নজরুল ইসলাম
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • শাক্য মুনি ✔️ [শাক্য মুনি বলতে বুঝিয়েছে গৌতম বুদ্ধকে]
  • উপরের একটিও নয়

৬। পন্ডশ্রম শব্দের অর্থ _______।

উ: ব্যর্থ চেষ্টা।

৭। বিভিন্নযুগে অবতীর্ণ মহাপুরুষদের কি বলা হয়?

উ: যুগাবতার

৮। সাম্যবাদী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

  • গোরা
  • সাম্যবাদী ✔️
  • শান্তি
  • উপরের একটিও না

৯। সাম্যবাদী কবিতায় কবির কোন প্রত্যাশা ব্যক্ত হয়েছে?

উ: বৈষম্যহীন অশ্রান্তদায়িক মানব সমাজের গঠনের প্রত্যাশা ব্যক্ত হয়েছে।

সাম্যবাদী কবিতার MCQ প্রশ্ন উত্তর

১০। কোন গ্রন্থ থেকে সাম্যবাদী কবিতাটির সংকলন করা হয়েছে?

  • সাম্যবাদী গ্রন্থ
  • গোড়া গ্রন্থ
  • নজরুল রচনাবলী গ্রন্থের প্রথম খন্ড থেকে✔️

১১। সাম্যবাদী কাব্যটি কবে প্রকাশিত হয়?

  • ১৯২৫ খ্রিস্টাব্দে মে মাসে
  • ১৯২৫ খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে ✔️
  • ১৯২৬ খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে
  • ১৯২৬ খ্রিস্টাব্দে নভেম্বর মাসে

১২। কবিতা অনুসারে সকল প্রকারের শাস্ত্র কোথায় খুঁজে পাওয়া যাবে?

উ: মানুষের নিজ প্রাণে আথবা মানুষের নিজ অন্তরে বা হৃদয়ে।

১৩। সাম্যের কাছে এসে কি এক হয়ে যে?

  • মানুষ
  • মানুষের হৃদয়
  • সব বাধা-ব্যবধান ✔️
  • সবরকম মানুষ

১৪। কবিতায় কবির মতে মসজিদ, মন্দির, গির্জার অবস্থান ____________।

উ: মানুষের হৃদয়ে।

১৫। ত্রিপিটক কি?

উ: বৌদ্ধের ধর্মগ্রন্থ।

১৬। চার্বাক কে?

উ: চার্বাক একজন বস্তুবাদী দার্শনিক এবং মুনি।

১৭। কন্দরে শব্দের অর্থ _________।

  • নদী উপত্যকা
  • পর্বত উপত্যকা
  • পর্বত
  • পর্বতের গুহায়✔️

১৮। পারস্যের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থের ভাষার নাম কি?

উ: জেন্দা।

১৯। কবি কি ধরনের সঙ্গীত পরিবেশন করতে আগ্রহী ছিলেন।

  • টপ্পা
  • ভাটিয়ালী
  • লোকসংগীত
  • মানবিক মেলবন্ধনের সংগীত ✔️

২০। __________ দোহাই দিয়ে মানুষ পরস্পরকে দূরে ঠেলে দিচ্ছে।

উ: ধর্ম-বর্ণ-গোষ্ঠীর দোহাই দিয়ে।

সাম্যবাদী কবিতার MCQ/বহুনির্বাচনীয় প্রশ্ন উত্তর

২১। কবিতায় দেউল বলতে কি বুঝিয়েছে?

উ: মন্দির বা দেবালয়।

২২। নীলাচল কি?

উ: নিলবর্ণ যুক্ত পাহাড়।

২৩। কবিতায় কবির কোন দিক ফুটে উঠেছে?

উ: অসাস্ত্রদায়িকতা।

২৪। সাম্যবাদী কবিতায় কবি কয়টি ধর্ম বা গোষ্টির কথা তুলে ধরেছে?

  • ৫ টি ✔️
  • ৪ টি
  • ৩ টি
  • ২ টি

২৫। কবিতায় কয়টি পর্বতের কথা উল্লেখ করা হয়েছে?

উ: ১ টি।

২৬। সাম্যবাদী কবিতায় কোন বিপ্লবের উল্লেখ রয়েছে/

  • শিল্প বিপ্লব
  • দুগ্ধ বিপ্লব
  • রুশ বিপ্লব ✔️
  • উপরের একটিও নয়

২৭। সাম্যবাদী কবিতাটি সর্বপ্রথম কোন পত্রিকার মাধ্যমে প্রকাশিত হয়েছে?

  • আনন্দবাজার পত্রিকা
  • লাঙল পত্রিকায় ✔️
  • নব্যপরিচয় পত্রিকায়
  • উপরের একটিও নয়

২৮। ‘গাহি সাম্যের গান’ – এখানে সাম্যের গান বকতে কি বুঝিয়েছে?

  • সময়ের গান
  • সবার গান
  • মানুষের হৃদয়ের গান
  • সমতার গান ✔️

২৯। কবি সাম্যের গান গেয়েছেন কেন?

উ: মানুষের মধ্য থেকে ভেদ দূর করতে।

৩০। কবিতায় কাকে মৃত কংকালের সাথে তুলনা করা হয়েছে?

উ: পুঁথিকে।

৩১। _________ চেয়ে বড়ো মন্দির কাবা নেই?

উ: মানুষের হৃদয় এর চেয়ে।

শেষ কথা: এখানে শুধুমাত্র MCQ প্রশ্ন উত্তর শেয়ার করা হয়নি, এখানে সেমিস্টার পরীক্ষার প্রশ্নপত্রের কাঠামো অনুযায়ী সাম্যবাদী কবিতার MCQ প্রশ্ন উত্তর গুলি তোমাদের সামনে তুলে ধরা হয়েছে।


Leave a Comment