বিড়াল প্রবন্ধ MCQ প্রশ্ন উত্তর PDF | সেমিস্টার ১ বিড়াল প্রবন্ধের প্রশ্ন উত্তর

Photo of author

Follow G-News

বিড়াল প্রবন্ধ MCQ প্রশ্ন উত্তর PDF

অন্যদের শেয়ার করুন

বিড়াল প্রবন্ধ MCQ প্রশ্ন উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘বিড়াল’ একটি আকর্ষণীয় রম্যরচনা। প্রবন্ধটি ‘কমলাকান্তের দপ্তর’ গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। রূপকের মাধ্যমে লেখক আমাদের সমাজের দরিদ্র, বঞ্চিত ও শোষিত মানুষের প্রতি ধনী সমাজের প্রভাবের কথা তুলে ধরেছেন। সমাজে শৃঙ্খলা আনতে হলে মানুষকে যে বিচারবুদ্ধি নিয়ে চলতে হবে এবং বৈষম্য দূর করতে হলে যে মানুষকেই প্রধান ভূমিকা পালন করতে হবে তা লেখক সুস্পষ্টভাবে প্রবন্ধটিতে তুলে ধরেছেন।

আজকে আমরা তোমাদের সামনে ‘বিড়াল’ প্রবন্ধের কিছু MCQ প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করলাম, যেগুলি তোমাদের প্রথম সেমিস্টার এর প্রস্তুতিতে সহায়তা করবে।

বিড়াল প্রবন্ধ থেকে বেছে বেছে তোমাদের সাথে প্রায় ৩০ টার মতো বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর শেয়ার করলাম, যেগুলি তোমাদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণে বিশেষ ভাবে সহায়তা করবে। অতএব আর দেরি না করে ছটফট দেখে নাও প্রশ্ন উত্তর গুলি।

০১. ‘নিজ কর্ম-দোষে, হায়, মজাইলা এ কনক-লঙ্কা’- এই কর্ম-দোষ হলো-

ক. মেঘনাদের✔️

গ. বিভীষণের

খ. রাবণের

ঘ. সূর্পনখার

০২. ‘নিজ কর্ম-দোষে, হায়, মজ়াইলা এ কনক-লঙ্কা’- এই কর্ম-দোষ হলো-

ক. মেঘনাদের ✔️

খ. রাবণের

গ. বিভীষণের

ঘ. সূর্পনখার

০৩. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিচের কোন পত্রিকার সম্পাদক ছিলেন?

ক. বঙ্গদর্শন✔️

খ. সংবাদ প্রভাবক

গ. দিগদর্শন

ঘ. কল্লোল

০৪. নিচের কোনটি কপালকুণ্ডলা উপন্যাসের চরিত্র?

ক. নরকুমার✔️

গ. মহিম

খ. সুরেশ

ঘ. বিহারী

০৫. চোরকে ফাঁসি দেওয়ার পূর্বে বিচারকে কয়দিন উপবাস থাকতে বলেছে বিড়াল?

ক. সাত দিন

খ. তিন দিন✔️

গ. দুই দিন

ঘ. পাঁচ দিন

০৬. ‘বিড়াল’ রচনায় বিড়ালের কথোপকথনের মধ্য দিয়ে কী চেতনা প্রকাশ পেয়েছে?

ক. মানবিকতা

খ. পরোপকারী ধর্ম

গ. নৈতিকতা

ঘ. সমাজতান্ত্রিক চেতনা✔️

০৭. ‘বিড়াল’ রচনায় উল্লিখিত ওয়েলিংটন কে?

ক. রাজনীতিবিদ

খ. বীরযোদ্ধা✔️

গ. সভাসদ

ঘ. দার্শনিক

০৮. ‘লাঙ্গুল’ শব্দের অর্থ:

ক. লাঙ্গল

খ. বিড়াল

গ. লেজ✔️

ঘ. আঙ্গুল

০৯. ‘যুগন্ধর সাহিত্য স্রষ্টা’ বলা হয় কাকে?

ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়✔️

গ. প্রমথ চৌধুরী

ঘ. সৈয়দ মুজতবা আলী

১০. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কমলাকান্তের দপ্তর’ গ্রন্থটি কয়টি অংশে বিভক্ত?

ক. তিনটি✔️

খ. চারটি

গ. পাঁচটি

ঘ. ছয়টি

১১. ‘সবুজপত্র’ পত্রিকাটি, কোন ধরণের?

ক. দৈনিক

খ. সাপ্তাহিক

গ. পাক্ষিক

ঘ. মাসিক✔️

১২. ‘বিড়াল’ প্রবন্ধে কার কথা ভারি সোসিয়ালিস্টিক?

ক. কমলাকান্ত

খ. ডিউক

গ. মার্জার✔️

ঘ. ধনী ব্যক্তি

১৪. ‘বিড়াল’ প্রবন্ধে পতিত আত্মা কে?

ক. কমলাকান্ত

খ. মার্জার✔️

গ. ডিউক

ঘ. নমীরাম বাবু

১৬. ‘বিড়াল’ প্রবন্ধ অনুসারে কোন কথাটি অসামঞ্জস্যপূর্ণগ্ন –

ক. খেতে পেলে কেউ চোর হয় না

খ. ধনীরাই সবচেয়ে বড় চোর।✔️

গ. অনেকের চুরি করার প্রয়োজন হয় না।

ঘ. ধনীগণ চোর অপেক্ষা অধার্মিক।

১৭. ‘বিড়াল’ রচনায় কোন যুদ্ধের ইঙ্গিত রয়েছে?

ক. ওয়াটার লু’র যুদ্ধ✔️

গ. ইরাক যুদ্ধ

খ. মুক্তিযুদ্ধ

ঘ. পাক-ভারত যুদ্ধ

১৮. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?

ক. আলালের ঘরের দুলাল

গ. কেরী সাহেবের মুন্সি

খ. দুর্গেশনন্দিনী✔️

ঘ. বউ ঠাকুরানী হাট

১৯. ‘সরিষাভোর’ শব্দটি কোন রচনায় পাওয়া যায়?

ক. বিড়াল ✔️

খ. চাষার দুক্ষু

গ. অপরিচিতা

ঘ. সেই অস্ত্র

২০. বাংলা সাহিত্যে সাহিত্যসম্রাট উপাধিতে কে ভূষিত হন?

ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়✔️

গ. সৈয়দ মুজতবা আলী

ঘ. প্রমথ চৌধুরী

২১. আহার প্রস্তুত না হওয়ায় কমলাকান্ত হুঁকা হাতে কী ভেবেছিলেন?

ক. তিনি যদি নেপোলিয়ন হতেন✔️

খ. তিনি যদি সক্রেটিস হতেন

গ. তিনি যদি এরিস্টটল হতেন

ঘ. তিনি যদি বাল্মীকি হতেন

২২. ‘কেহ মরে বিল ছেঁচে, কেহ খায়, কই।’ -এই প্রবচনটি রয়েছে যে রচনায়:

ক. অপরিচিতা

খ. বিড়াল✔️

গ. চাষার দুক্ষু

ঘ. আহ্বান

২৩. বঙ্কিমচন্দ্রের পেশাগত পদরি কী ছিল?

ক. ডেপুটি কাউন্সিলর

গ. ডেপুটি রেজিস্ট্রার

খ. ডেপুটি কমিশনার

ঘ. ডেপুটি ম্যাজিস্ট্রেট✔️

২৪. ‘বিজ্ঞ লোকের মত এই যে, যখন বিচারে পরাস্ত হইবে, তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে।’ – পঙ্ক্তিটি কোন রচনার অন্তর্গত?

ক. চাষার দুক্ষু

খ. বিড়াল✔️

গ. আমার পথ

ঘ. জীবন ও বৃক্ষ

২৫. ‘মার্জার’ শব্দের অর্থ কী?

ক. মাছরাঙা

খ. বায়স

গ. মৌমাছি

ঘ. বিড়াল✔️

২৬. ‘বিড়াল’ মূলত কোন্ ভাষায় শব্দ?

ক. পর্তুগিজ

খ. মুন্ডা✔️

গ. সাঁওতাল

ঘ. মারমা

২৭. ‘সাম্য’ গ্রন্থের লেখক কে?

ক. কাজী নজরুল ইসলাম

খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়✔️

গ. কর্লি মার্কস

ঘ. প্রমথ চৌধুরী

২৮. ‘বিড়াল’ রচনায় বিড়ালের কথাগুলো কোন ধরনের?

ক. ধনতান্ত্রিক

খ. সমাজতান্ত্রিক✔️

গ. রাজতান্ত্রিক

২৯. বাংলা সাহিত্যের কে বাংলার স্কট?

ঘ. পশুতান্ত্রিক

ক. বঙ্কিমচন্দ্র✔️

গ. রামমোহন রায়

খ. প্রমথ চৌধুরী

ঘ. ঋষিকেশ শর্মা

৩০. ‘একটি পতিত আত্মাকে অন্ধকার হতে আলোকে আনিয়াছি’- তোমার পঠিত কোন রচনা থেকে নেওয়া হয়েছে?

ক. আমার পথ

খ. চাষার দুক্ষু

গ. বিড়াল✔️

ঘ. অপরিচিতা

৩১. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ইংরেজি উপন্যাস-

ক. Rajmohons Wife✔️

গ. Rammohons Wife

খ. Rajnarayon Wife

ঘ. কোনটিই নয়


Leave a Comment