Swasthya Sathi Hospital List in West Bengal: দেখে নিন স্বাস্থ্য সাথী কার্ড সুবিধা যুক্ত হাসপাতাল এর তালিকা

Photo of author

Follow G-News

Swasthya Sathi Hospital List 2024

অন্যদের শেয়ার করুন

Swasthya Sathi Hospital List in West Bengal: ভারতের মধ্যে এখন স্বাস্থ্য হয়ে উঠেছে একটি জটিল ব্যপার, এমনকি রীতিমতো মানুষ জন বিভিন্ন নতুন নতুন অসুখে জড়িয়ে পড়ছে। যার ফলে কিছু কিছু ক্ষেত্রে মধ্যবিত্ত পরিবার এর পক্ষে চিকিৎসা খরচ তোলা সম্ভব হয়ে উঠে না। পশ্চিমবঙ্গ সরকার এর স্বাস্থ্য সাথী কার্ড এই ব্যক্তিদের জন্য বর্ডান স্বরূপ। স্বাস্থ্য সাথী প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকার এর তরফ থেকে ২০১৬ সালে শুরু করা হয়েছিল। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার এর এই স্কিম এর মাধ্যমে প্রায় ২.৪ কোটি পরিবার এর স্বাস্থ্য সাহায়তা প্রদান করা সম্ভব হয়েছে। চলুন আজকের প্রতিবেদনটির মধ্যে দেখে নিন কিভাবে আপনি আপনার জেলা অনুযায়ী সুবিধা যুক্ত হাসপাতাল এর তালিকা দেখতে পারবেন।

স্বাস্থ্য সাথী কার্ড কি?

স্বাস্থ্য সাথী কার্ড হল মধ্যবিত্ত এবং নিন্মবিত্ত পরিবারদের স্বাস্থ্য সুরক্ষার জন্য অনুদান প্রদান করা। এর মাধ্যমেই বহু দিন ধরে অসুখে ভুক্ত পরিবার স্বীকৃত হাসপাতাল থেকে নিজেদের চিকিৎসা কোন অর্থের খরচ ছাড়াই করতে পারবে। এই প্রকল্পের কারণেই প্রায় ২ কোটি পরিবারকে চিকিৎসা করার জন্য অনুদান দেওয়া হয়েছে।

Swasthya Sathi Card – এর উদ্যেশ্য

স্বাস্থ্য সাথির দৃষ্টিভঙ্গি হল স্বাস্থ্য কভারেজ প্রসারিত করা এবং পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার দিকে কাজ করা। মিশনটি হল স্বাস্থ্যসেবা ব্যয়ের আর্থিক বোঝা হ্রাস করা, বিশেষত যারা অন্যথায় বেসরকারী হাসপাতালের আশ্রয় নিতে পারে না, তাদের জন্য যথেষ্ট ব্যয় বহন করতে পারে।

স্বাস্থ্য সাথী কার্ড এর সুবিধা

  1. স্বাস্থ্য কভারেজ : তৃতীয় পর্যায়ের যত্নের জন্য প্রতি বছর পরিবার প্রতি 5 লক্ষ টাকা পর্যন্ত ব্যয় করা হয়।
  2. অন্তর্ভুক্তি : পরিবারের আকারের কোনও সীমা নেই, এবং উভয় স্বামী/স্ত্রীর পিতামাতাকে অন্তর্ভুক্ত করা হয়।
  3. ব্যবহারের সহজতা : স্মার্ট কার্ড ভিত্তিক অপারেশন সহ কাগজবিহীন, নগদহীন ব্যবস্থা।
  4. পূর্ব-বিদ্যমান শর্তাবলী : সমস্ত শর্ত স্কিমের শুরু থেকে আচ্ছাদিত করা হয়।
  5. রাষ্ট্রীয় অর্থায়নে : পুরো খরচ রাজ্য সরকার বহন করে।

Swasthya Sathi Card হাসপাতাল এর সহজলব্ধতা

স্বাস্থ্য সাথী স্বাস্থ্যসেবা অ্যাক্সেসযোগ্যতার উন্নতিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তালিকাভুক্ত হাসপাতালগুলির নেটওয়ার্কের মাধ্যমে, এই প্রকল্পটি নিশ্চিত করে যে সুবিধাভোগীরা অর্থের ব্যয়ের চাপ ছাড়াই মানসম্পন্ন চিকিৎসা পেতে পারেন। এই প্রকল্পের অফিসিয়াল পোর্টালটির মাধ্যমে হাসপাতাল তালিকাভুক্তকরণ থেকে শুরু করে প্রতিদান দাবি করা, দক্ষতা এবং স্বচ্ছতা নিশ্চিত করা পর্যন্ত পরিষেবা সরবরাহের সমস্ত দিক পরিচালনা করে।

Swasthya Sathi Card Hospital List

স্বাস্থ্য সাথী কার্ড হাসপাতাল এর তালিকা দেখার জন্য আপনাকে কিছু ধাপে ধাপে পদক্ষেপ অনুসর করতে হবে। ধাপে ধাপে পদক্ষেপ গুলি হল –

  • সর্বপ্রথম আপনাকে অফিসিয়াল পোর্টাল (https://swasthyasathi.gov.in/) এর মধ্যে যেতে হবে।
  • এরপর আপনাকে Hospital Information সেকশন এর মধ্যে ক্লিক করে যেতে হবে।
  • এখন Active Hospital List এর মধ্যে ক্লিক করতে হবে।
  • এখন নিজের জেলা এবং বিভাগ এর নাম বাছাই করে নিতে হবে।
  • এরপর Submit বতনে ক্লিক করলেই আপনি সম্পূর্ণ লিস্ট দেখতে পারবেন।

আপনি উপরিক্ত পদক্ষেপ গুলি অনুসরন করে স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা যুক্ত হাসপাতাল এর তালিকা দেখতে পারবেন।

Leave a Comment