Summer Holiday 2024: এপ্রিল মাস থেকেই স্কুলগুলিতে শুরু হচ্ছে ছুটি, গরমের ছুটির বিজ্ঞপ্তিতে জানিয়ে দিল স্কুল শিক্ষা পর্ষদ

Photo of author

Follow G-News

Summer Holiday 2024

অন্যদের শেয়ার করুন

Summer Holiday 2024: চলতি বছরে খুব শীঘ্রই শুরু হচ্ছে রাজ্য জুড়ে গরমের ছুটি, এমনটাই জানিয়ে দিল রাজ্যের স্কুল শিক্ষা পর্ষদ। চলতি বছরে সবে মাত্র মার্চ মাস শেষ হয়ে এপ্রিল মাস পড়েছে, ইতিমধ্যেই কিছু কিছু স্থানে গরমের হার বৃদ্ধি পেয়েছে। কিছু কিছু স্থানে তো তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি এর কাছাকাছি পৌছেছে। এই তাপমাত্রাকে দেখে স্কুল শিক্ষা পর্ষদ গরমের ছুটির ঘোষণা করল। কবে থেকে শুরু হচ্ছে গরমের ছুটি এই প্রতিবেদনে জানুন।

চলতি বছরে ছাত্রছাত্রীরা গরমের ছুটির (Summer Holiday) পার্শ্ববর্তী আরও কিছু দিনের ছুটি পাবে। এই বছরএই রয়েছে লোকসভা ভোট, রাজ্য জুড়ে ৭ দফায় শুরু হচ্ছে ভোট এপ্রিল মাসের ১৯ তারিখ থেকে। এই লোকসভা ভোটের কারণেও ছাত্র-ছাত্রীর স্কুলের ছুটি পাবে। এমনকি ইতিমধ্যেই কিছু কিছু স্কুলে কেন্দ্রীয় ফোর্স চলে আশায় বন্ধের ঘোষণা করা হয়েছে।

চলতি বছরের প্রথম দফায় লোকসভা ভোট এপ্রিল এর ১৯ তারিখ কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলাগুলির মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে, সেই কারণেই পর্ষদ জানিয়েছে এই এলাকা গুলিতে স্কুল ১৬ থেকে ২০ এপ্রিল পর্যন্ত পাঁচ দিনের বন্ধ থাকছে স্কুল। আবার ২৪ তারিখ থেকে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলাগুলিতে ভোট সংঘটিত হওয়ার কারণে স্কুল বন্ধ থাকছে ২৭ এপ্রিল (শনিবার) পর্যন্ত। এভাবেই রাজ্যের স্কুল গুলি ভোটের কারণে বিক্ষিপ্ত ভাবে বন্ধ থাকবে কিছু দিন।

Summer Holiday – রাজ্যের স্কুল গুলিতে গরমের ছুটি

চলতি বছরে লোকসভা ভোটের বন্ধ গুলির সাথে সামঞ্জস্য রাখতে গিয়ে এবছর বন্ধের সময় সীমা এগিয়ে এসেছে আগের বছর গুলির থেকে। পর্যায়ক্রমে লোকসভা ভোটের বন্ধগুলির পরেই শুরু হবে, রাজ্য জুড়ে গরমের ছুটি(Summer Holiday)। রাজ্য জুড়ে স্কুল গুলিতে গরমের ছুটি শুরু হবে মে মাসের ৬ তারিখ থেকে এবং ২২ দিনের ছুটির পর ২শরা জুন, গরমের ছুটি সম্পূর্ণ ভাবে সমাপ্ত হবে।

আরও পড়ুন: ৯৮,০৮৩ টি শূন্যপদে পোস্ট অফিসে কর্মী নিয়োগ, নূন্যতম যোগ্যতা মাধ্যমিক পাশ

পর্ষদ আবার এটাও জানিয়েছে, গরমের ছুটির আগেই প্রতিটি স্কুলের মধ্যে ফাস্ট সামমেটিভ পরীক্ষা নিতে হবে। তবে এখনো উচ্চ স্তরে পঠনপাঠন শুরু হয়নি। উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ পেলেই নিয়মিত ভাবে শুরু হবে রাজ্যের স্কুল গুলিতে উচ্চ স্তরের পঠন-পাঠন।

যাইহোক, চলতি বছরে রাজ্যের স্কুল গুলিতে ফাস্ট সামমেটিভ পরীক্ষা শেষ হলেই ৬ মে থেকে শুরু হচ্ছে গরমের ছুটি। যদিও আগের বছরের তুলনায় এবছর গরমের ছুটি ৩ দিন এগিয়ে এসেছে। তবে ছাত্র-ছাত্রীরা প্রায় ১ মাসের গরমের ছুটি (Summer Holiday) করবে উপভোগ।

Leave a Comment