RPF Recruitment 2024: চাকরি পার্থীদের জন্য খুশি হওয়ার খবর। RPF বিজ্ঞপ্তি করে জানিয়ে দিল, ৪,৬৬০ টি শূন্যপদে করছে নিয়োগ। যেসব চাকরিপার্থী রেলে চাকরি করতে চান তাদের জন্য এটি একটি অসাধরণ সুযোগ হতে পাড়ে। মাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় করতে পারবেন আবেদন। এবার Constable এবং SI এর যথেষ্ট সংখ্যক শূন্যপদে করবে নিয়োগ।
নোটিফিকেশন | RPF Recruitment Notification |
আবেদন শুরু | ১৫/০৪/২০২৪ |
আবেদন শেষ | ১৪/০৫/২০২৪ |
পদের নাম | Constable এবং SI |
মোট শূন্যপদ | ৪,৬৬০ টি |
অফিসিয়াল পোর্টাল | https://rpf.indianrailways.gov.in/ |
রেলওয়ে প্রোটেকশন ফোর্স Constable এবং SI পদের জন্য আবেদন শুরু হবে এপ্রিল মাসের ১৫ তারিখ থেকে এবং মে মাসে ১৪ তারিখ পর্যন্ত চলবে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন ফি জমা দিয়ে আবেদনকারীদের সম্পূর্ণ ভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
শূন্যপদের সংখ্যা
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) মোট ৪,৬৬০টি শূন্যপদ এর বিজ্ঞপ্তি জারি করেছে, যার মধ্যে ৪২০৮ টি শূন্যপদ কনস্টেবল এর জন্য নির্ধারিত এবং ৪৫২ টি শূন্যপদ SI পদের জন্য রাখা হয়েছে।
মাসিক বেতন
রেলওয়ে প্রোটেকশন ফোর্স দুটি পদের মাসিক বেতন এর মধ্যে রয়েছে তফাত, যেখানে কনস্টেবল পদের জন্য মাসিক বেতন শুরু হয় ২১,৭০০ টাকা থেকে, অন্যদিকে SI পদের জন্য নিন্মতম মাসিক বেতন শুরু হয় ৩৫,৪০০ টাকা থেকে।
RPF Recruitment 2024 – যোগ্যতা
RPF Constable এবং SI যথেষ্ট সংখ্যক শূন্যপদের জন্য আবেদন করতে, আবেদন কারীদের যোগ্যতার কিছু মানদন্ড সম্পন্ন করতে হবে।
- প্রার্থীকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে।
- RPF কনস্টেবল এর জন্য প্রার্থীদের অবশ্যই ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে এবং RPF SI-এর জন্য প্রার্থীদের ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। বয়স পরিমাপ করা হবে ১ লা জুলাই ২০২৪ তারিখ থেকে। সরকারী নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বিভাগের পার্থীদের বয়সসীমার ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হবে।
- RPF কনস্টেবল এর জন্য প্রার্থীদের অবশ্যই একটি স্বীকৃত বোর্ড এর তরফ থেকে ১০ তম শ্রেণী বা মাধ্যমিক পাস করতে হবে।
- RPF SI- পদের জন্য প্রার্থীদের যেকোনো স্ট্রীমে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি থাকতে হবে।
চাকরিপার্থীরা আবেদন এর যোগ্যতার মানদন্ড গুলি সম্পূর্ণ ভাবে পূরণ করলে, নিশ্চিন্ত ভাবে আবেদন করতে পারে।
আবেদন ফি
General Category এর চাকরিপার্থীদের জন্য আবেদন ফি ধার্য করা হয়েছে ৫০০ টাকা, যেখানে SC/ST/Ex-Servicemen/Female/EBC চাকরিপার্থীদের জন্য আবেদন ফি ধার্য করা হয়েছে ২৫০ টাকা। আবেদন ফি অনলাইন পেমেন্ট অপশন এর মধ্যমে দিতে হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করার জন্য কিছু পদক্ষেপ অবলম্বন করতে হবে।
- সর্বপ্রথম RPF এর অফিসিয়াল পোর্টাল এর মধ্যে যান।
- এখন RPF এর জন্য অনলাইন অ্যাপ্লাই এর অপশন এর মধ্যে ক্লিক করুন।
- এরপর আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে নিজেকে রেজিস্ট্রেশন করে নিন।
- এরপর লগ-ইন করে নিজের যাবতীয় তথ্য দিয়ে শূন্যপদ গুলির জন্য আবেদন ফর্মটি পূরণ করুন।
- সর্বশেষে আবেদন ফি জমা দিয়ে, আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করুন।
RPF Recruitment – গুরুত্বপূরণ ডকুমেন্ট
আবেদন করার জন্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট গুলি হল –
- স্ক্যান ফটো এবং সাইন
- স্কান মাধ্যমিক/১০ তম শ্রেণীর রেজাল্ট/সার্টিফিকেট
- জাতি শংসাপত্র
- আধার কার্ড
- জন্ম প্রমাণপত্র
- গ্রাজুয়েশন সার্টিফিকেট প্রভৃতি।
RPF এর নোটিফিকেশন সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখার এবং অফিসিয়াল পোর্টাল এর মধ্যে ভিজিট করার পরামর্শ প্রদান করা হল।