NCB Recruitment 2024: নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো এর মধ্যে SI পদে কর্মী নিয়োগ, আবেদন প্রক্রিয়া শুরু হল

Photo of author

Follow G-News

NCB Recruitment 2024

অন্যদের শেয়ার করুন

NCB Recruitment: নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো এর তরফ থেকে SI পদে নিয়োগ করার বিজ্ঞপ্তি সম্প্রতি অফিসিয়াল পোর্টাল দ্বারা জারি করা হয়েছে। যেসব চাকরি প্রার্থী এই পদের জন্য যোগ্যতা পূরণ করবে, সেই প্রার্থীরা চাকরির জন্য পশ্চিমবঙ্গের যেকোন স্থান থেকে আবেদন করতে পারবে। শূন্যপদ এবং যোগ্যতা এর বিস্তারিত তথ্য জানার জন্য আজকের প্রতিবেদনটি পড়ুন।

NCB SI Recruitment 2024:

যেসব প্রার্থীরা যোগ্যতার মানদদন্ড পূরণ করবে, তার পশ্চিমবঙ্গের যেকোন স্থান থেকে শূন্যপদ গুলির জন্য আবেদন করতে পারবে। আবেদন ফর্মটি পূরণ করতে সম্পূর্ণ অফলাইন মাধ্যমে এবং নির্দিষ্ট ঠিকানায় ডাক-পোস্ট এর মাধ্যমে ফিলাপ করা ফর্মটি জমা দিতে হবে। ফর্মটি জমা দেওয়ার সময় কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট এর দরকার পড়বে।

পদের নামSI
শূন্যপদ14 টি
আবেদন এর তারিখবিজ্ঞপ্তি প্রকাশের 60 দিনের মধ্যে
বয়স সীমা56 বছর এর নিচে
মাসিক বেতন9 থেকে 38 হাজার পর্যন্ত
অফিসিয়াল পোর্টালhttps://narcoticsindia.nic.in/

সাধারণ এই 14 টি শূন্যপদ এর জন্য আবেদন করার ফর্মটি ডাউনলোড করতে আবেদনকারীদের অফিসিয়াল পোর্টাল এর মধ্যে ভিজিট করতে হবে।

NCB Recruitment– আবেদন ফর্ম

এই শূন্যপদ গুলিতে আবেদন করার জন্য আবেদন ফর্মটি অফিসিয়াল পোর্টাল থেকে সংগ্রহ করার পর নিজের সঠিক তথ্য দিয়ে ফিলাপ করে নিতে হবে, এবং নিজের প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি এর জেরক্স কপি ফর্মটির সাথে যুক্ত করে ডাক-পোস্ট এর মাধ্যমে জমা দিতে হবে।

NCB SI – শূন্যপদের সংখ্যা

নারকটিক্স কন্ট্রোল ব্যুরো এর নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট শূন্যপদের সংখ্যা হল 14 টি, এই 14 টি শূন্যপদের জন্য আবেদন করতে প্রার্থীদের কিছু নূন্যতম যোগ্যতার মানদন্ড পূরণ করতে হবে।

যোগ্যতা

শূন্যপদ গুলির মধ্যে আবেদন করার যোগ্যতা হল –

  • শিক্ষাগত যোগ্যতা হিসাবে প্রার্থীদের গ্রাজুয়েশন পাশ করা থাকতে হবে।
  • 2 বছর এর এক্সপিরিয়েন্স থাকতে হবে।
  • 56 বছর বয়স এর নিচে প্রার্থীদের বয়স হতে হবে।

এছাড়াও শূন্যপদ গুলির জন্য অতিরিক্ত যোগ্যতার মানদন্ড গুলি দেখার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ার পরামর্শ দেওয়া হল।

NCB Recruitment – আবেদন পদ্ধতি

শূন্যপদ গুলির জন্য প্রার্থীদের সম্পূর্ণ অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে, আবেদন করতে যেসব পদক্ষেপ অনুসরন করতে হবে –

  • সর্বপ্রথম নিজের যোগ্যতা অফিসিয়াল বিজ্ঞপ্তি পরে যাচাই করে নিতে হবে।
  • যোগ্যতার মানদন্ড গুলি পূরণ করলে, ফর্মটি অফিসিয়াল পোর্টাল থেকে ডাউনলোড করে নিতে হবে।
  • এখন ফর্মটি নির্ভুল ভাবে ফিলাপ করে নিতে হবে।
  • এখন আপনার নিজের সই সহ প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি ফিলাপ করা ফর্মটির সাথে যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
image 35

NCB SI – মাসিক বেতন

SI শূন্যপদ গুলির জন্য মাসিক বেতন হিসাবে ₹9,300 থেকে ₹38,400 টাকা দেওয়া হবে, তবে এই মাসিক বেতন পরবর্তী সময়ে ₹42,000 পর্যন্ত বর্ধিত হতে পারে। মাসিক বেতন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানার জন্য অফিসিয়াল পোর্টাল ভিজিট করুন।

NCB Recruitment – আবেদন এর শেষ তারিখ

শূন্যপদ গুলির অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হয়েছে 17 ই মে,2024। আর শূন্যপদ গুলির মধ্যে আবেদন করার সময়সীমা হল অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের 60 দিনের মধ্যে। অতএব এখন পর্যন্ত আবেদন করার জন্য সময় রয়েছে, তাই ইচ্ছুক এবং আগ্রহী প্রার্থীরা এই শূন্যপদ গুলির জন্য আবেদন করতে পারেন।

Leave a Comment