ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার MCQ | একাদশ শ্রেণী বাংলা সেমিস্টার ১ প্রশ্ন উত্তর

Photo of author

Follow G-News

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার MCQ

অন্যদের শেয়ার করুন

স্বাগত ছাত্র-ছাত্রীবৃন্দ আজকে আমি তোমাদের সাথে একাদশ শ্রেণীর বাংলা বিষয় এর প্রথম সেমিস্টারের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির থেকে কিছু MCQ প্রশ্ন উত্তর শেয়ার করলাম। এই প্রশ্ন উত্তর গুলি প্রথম সেমিস্টার এর পরীক্ষার প্রস্তুতির জন্য বেশ গুরুত্বপূর্ণ হবে।

আজকে তোমাদের সাথে কবিতাটি থেকে প্রায় ৩০ টির মতো প্রশ্ন উত্তর শেয়ার করে নিলাম। এই প্রশ্ন উত্তর গুলি পড়লেই কবিতাটি থেকে আশা যেকোন প্রশ্নের উত্তর করা সম্ভব হবে, তাই আর দেরি না করে শীঘ্রই প্রশ্ন উত্তর গুলি দেখে নাও, প্রয়োজনে সংগ্রহ করে নাও।

১। ঈশ্বরচন্দ্র কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তর: চতুর্দশপদী কবিতাবলী কাব্যগ্রন্থ থেকে।

২। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন প্রকৃতির কবিতা?
উত্তর: সনেট মূলক কবিতা।

৩। সনেট বলতে কি বোঝায়?
উত্তর: সাধারনত ১৪ পঙক্তির কবিতাকেই সনেট বলে।

৬। করুণার সিন্ধু কথাটির অর্থ কি?
উত্তর: দয়ার সাগর।

৭। দিনের বন্ধু কাকে বলা হয়েছে?
উত্তর: বিদ্যাসাগরকে।

৮। ঈশ্বরচন্দ্রকে ‘দিনের বন্ধু’ বলা হয়েছে কেন?
উত্তর: দরিদ্র ও অসহায়দের পাশে দাড়িয়েছিল তাই।

৯। গিরিশ কথাটির অর্থ কি?
উত্তর: পর্বতশ্রেষ্ট।

১০। হেমাদ্রি কথাটির অর্থ কি?
উত্তর: সোনার পর্বত।

১১। ‘দানে’ শব্দটির গদ্য রূপ কি?
উত্তর: দান করে।

১২। ‘দীন’ এর বিশেষণ পদ কি?
উত্তর: দৈন্য বা দৈন্যতা।

১৩। বন্ধুর বিপরীতার্থক শব্দ কি?
উত্তর: শত্রু।

১৪। ‘সাগর’ এর একটি প্রতিশব্দ লেখ।
উত্তর: পারাবার।

১৫। কবিতাটির মধ্যে কাকে হিমালয় পর্বতের সাথে তুলনা করা হয়েছে?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে।

১৬। ‘আদর’ শব্দটির পদ পরিবর্তন করো।
উত্তর: আদৃত।

১৭। ‘যোগায়’ শব্দটির গদ্য রূপ কি?
উত্তর: যোগান দেয়।

১৮। ‘পরিমল’ শব্দটির বুৎপত্তিগত অর্থ কি?
উত্তর: সুগন্ধ।

১৯। ‘বিমলা কিঙ্করী‘ বলতে কাকে বোঝানো হয়েছে?
উত্তর: নদীকে।

২০। ‘বিমলা কিঙ্করী‘ এর উত্স কোথায়?
উত্তর: হিমালয়ে।

২১। ‘সুখ-সদনে’ কথাটির অর্থ কি?
উত্তর: সুখময় গৃহ।

২২। কুল এর সমউচ্চারিত শব্দটি লেখ?
উত্তর: তীরভূমি।

২৩। সিন্ধু শব্দটির অর্থ কি?
উত্তর: সাগর।

২৪। ‘করুণা’ এর বিপরীতার্থক শব্দ লেখ?
উত্তর: নিষ্ঠুরতা।

২৯। ‘মহাপর্বত’ সমস নির্ণয় করো।
উত্তর: কর্মধারায় সমাস।

৩০। ‘দশ দিশ’ কথাটির অর্থ কি?
উত্তর: দশ দিক।

Leave a Comment