মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক রেজাল্ট অনলাইনে কিভাবে দেখবে? কয়টা থেকে দেখা যাবে? জেনে নাও সব তথ্য

Photo of author

Follow G-News

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক রেজাল্ট

অন্যদের শেয়ার করুন

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক রেজাল্ট: এবার সব জল্পনা ও অল্পনার ঘটল অবসান। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এর তরফ থেকে প্রকাশ করা রেজাল্ট এর বিজ্ঞপ্তি। প্রকাশ করে জানিয়ে দেওয়া হল কবে দেওয়া হবে রেজাল্ট। চলতি বছরে রীতিমতো মাধ্যমিক পরীক্ষা ফ্রেব্রুয়ারী মাসে শুরু হয়েছিল এবং ১২ ফ্রেব্রুয়ারী সমাপ্তি হয়েছিল, তবে উচ্চমাধ্যমিক পরীক্ষা ১৬ তারিখ থেকে শুরু হয় এবং ২৯ ফ্রেব্রুয়ারী পর্যন্ত চলে।

আজকের প্রতিবেদন টির মাধ্যমে আমরা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক রেজাল্ট পরীক্ষা দেখার ওয়েবসাইট গুলি এখানে তুলে ধরেছি।

এবছর মাধ্যমিক পরীক্ষার মধ্যে ৯ লক্ষ্যের বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৭ লক্ষ্যের বেশি ছাত্রছাত্রী বসেছিল। পরীক্ষা শেষ হওয়ার পর সবাই ছিল রেজাল্ট এর অপেক্ষায়, এরই মধ্যে কিছু দিন ধরে চলছিল রেজাল্ট সমালোচনা। তবে শিক্ষা সংসদ অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট ভাবে জানিয়ে দিল মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক রেজাল্ট প্রকাশের এর তারিখ।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক রেজাল্ট প্রকাশের তারিখ

পর্ষদ অফিসিয়াল নোটিশ করে সমস্থ জল্পনা ও অল্পনা এর ঘটাল অবসান। মাধ্যমিক শিক্ষা সংসদ অফিসিয়াল বিজ্ঞপ্তি করে জানিয়েছে, মাধ্যমিক রেজাল্ট প্রকাশ হবে মে মাসের ২ তারিখ (০২/০৫/২০২৪), ৯ টার সময় প্রেস কনফ্রেনস করে রেজাল্ট প্রকাশ করা হবে, তবে সমস্থ ছাত্রছাত্রীরা অনলাইন মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখতে পারবে ৯:৪৫ থেকে।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদও ২৬ তারিখ অফিসিয়াল বিজ্ঞপ্তি করে জানিয়ে দিয়েছে উচ্চমাধ্যমিক রেজাল্ট প্রকাশের তারিখ। উচ্চমাধ্যমিক রেজাল্ট প্রকাশ হচ্ছে মাধ্যমিক রেজাল্ট প্রকাশের পর ঠিক ৬ দিন পর মে মাসের ৮ তারিখ (০৮/০৫/২০২৪), সেদিন রেজাল্ট অফিসিয়াল ভাবে ১:০০ সময় প্রেস কনফ্রেন্স করে প্রকাশ করা হবে, তবে রাজ্যের সমস্থ শিক্ষার্থীরা অনলাইন মাধ্যমে ৩:০০ p.m এর মধ্যে দেখতে পারবে।

মাধ্যমিক রেজাল্ট চেক ওয়েবসাইট 2024:

রেজাল্ট প্রকাশের তারিখ বেড়লো, এখন সবার মধ্যে একটাই প্রশ্ন, কিভাবে মাধ্যমিক রেজাল্ট দেখবো? মাধ্যমিক চেক ওয়েবসাইট কি? How to Check Madhyamik Result? এই প্রশ্ন গুলির সমাধান এখানেই দেওয়া হল। মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট সম্পর্কিত অফিসিয়াল বিজ্ঞপ্তিতেই রেজাল্ট দেখার ওয়েবসাইট গুলি উল্লেখ করা হয়েছে। তবে আমারা সেই ওয়েবসাইট গুলি এখানে উল্লেখ করে দিলাম –

  • www.wbbse.wb.gov.in
  • www.results.shiksha
  • timesofindia.indiatimes.com/education
  • www.indianexpress.com
  • https://www.tv9hindi.com
  • www.indiaresults.com
  • https://iresults.net
  • wb10.abplive.com
  • Bangla.hindustantimes.com
  • https://www.tv9bangla.com
  • wbresults.nic.in
  • www.jagranjosh.com
  • fastresult.in
  • http://www.indiatoday.in/education-today
image

এছাড়াও মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট উপরিক্ত পোর্টাল গুলি ছাড়াও কিছু মোবাইল App এর মাধ্যমে দেখা যাবে। সেই App গুলির নাম উপরে উল্লেখ করা হয়েছে।

উচ্চমাধ্যমিক রেজাল্ট চেক ২০২৪

উচ্চমাধ্যমিক রেজাল্ট দেখার জন্য শিক্ষার্থীদের কিছু ওয়েবসাইট এর মধ্যে ভিজিট করতে হবে, তবে ওয়েবসাইট সংক্রান্ত কোন রকম তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে প্রকাশ করেনি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তবে, বিগত বছর গুলিতে যেসব পোর্টাল এর মধ্যে রেজাল্ট দেখা যায়, সেগুলির মধ্যে কিছু এখানে উল্লেখ করা হল –

  • wbresults.nic.in
  • indiaresults.com
  • liveresults.jagranjosh.com/Result2021/jsp/wb/WB12.jsp
  • bengali.abplive.com
  • bengali.news18.com
  • anandabazar.com
  • aajkaal.in/hsresult
  • bangla.hindustantimes.com
  • indiatoday.in/education-today/results
  • fastresult.in

এই পোর্টাল গুলির মাধ্যমে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ কারী শিক্ষার্থীরা রেজাল্ট দেখতে পারবে। নির্দিষ্ট সময়ে এই ওয়েবসাইট গুলির মাধ্যমে উচ্চমাধ্যমিক রেজাল্ট অনলাইন মাধ্যমে দেখা সম্ভব হবে।


মাধ্যমিক রেজাল্ট চেক ওয়েবসাইট?

মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট চেক করা সংক্রান্ত সমস্থ ওয়েবসাইট এখানে দেওয়া হয়েছে। ভালো করে প্রতিবেদনটি পড়ুন।

মাধ্যমিক রেজাল্ট কবে?

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী মাধ্যমিক রেজাল্ট মে মাসের ২ তারিখ।

উচ্চমাধ্যমিক রেজাল্ট কবে?

মাধ্যমিক রেজাল্ট প্রকাশের ৬ দিন পর ০৮/০৫/২০২৪ তারিখে ।

ওয়েস্ট বেঙ্গল ক্লাস ১২ রেজাল্ট চেক?

রেজাল্ট প্রকাশের দিন নির্দিষ্ট সময় অনুযায়ী উল্লেখিত ওয়েবসাইট গুলির মাধ্যমে শিক্ষার্থীরা যাচাই করতে পারবে।


Leave a Comment