BECIL MTS Recruitment: আপনি কি চাকরি খুঁজছেন? যদি খুঁজে থাকেন তবে আজকে আপনার সামনে একটি খুশির খবর নিয়ে হাজির হয়েছি। ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (BECIL) সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, মোট 391 টি শূন্যপদে বিভিন্ন পোস্ট এর জন্য করবে কর্মী নিয়োগ।
BECIL বিজ্ঞপ্তিতে জানিয়েছে MTS, DEO, PCM, EMT, Driver, MLT, PCC, ET ইত্যাদি পোস্ট মিলে মোট 391 টি শূন্যপদ এর জন্য করা হবে নিয়োগ। শূন্যপদ গুলির জন্য আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেিই 9 জুন, 2024 থেকে শুরু হয়ে গেছে এবং আবেদন করার শেষ তারিখ হল 19 জুন, 2024।
BECIL Recruitment – পদের নাম ও শূন্যপদ
বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন পোস্ট মিলে মোট 391 টি শূন্যপদে করা হবে নিয়োগ, তবে MTS পোস্ট এর জন্যই রয়েছে আপেক্ষিক ভাবে বেশি শূন্যপদের সংখ্যা।
পোস্ট এর নাম | শূন্যপদের সংখ্যা |
Technical Assistant ENT | 2 |
Jr. Physiotherapist | 3 |
MTS | 145 |
DEO | 100 |
PCM | 10 |
EMT | 3 |
Driver | 2 |
MLT | 8 |
PCC | 7 |
Radiographer | 32 |
Others | 79 |
মোট শূন্যপদ | 391 |
BECIL MTS – শিক্ষাগত যোগ্যতা
শূন্যপদ গুলির জন্য নূন্যতম শিক্ষাগত যোগ্যতার মানদন্ড রাখা হয়েছে উচ্চমাধ্যমিক পাশ, তবে MTS পোস্টটির জন্য আবেদন করতে আগ্রহী প্রার্থীদের অবশ্যই Matriculation যেকোন স্বীকৃত বোর্ড এবং ইন্সটিটিউশন এর থেকে পাশ করতে হবে।
BECIL MTS – বয়স সীমা
শূন্যপদ গুলির জন্য আবেদন করতে চাকরি-প্রার্থীদের অবশ্যই 40 বছরে নিন্মে বয়স থাকতে হবে, তবে আবেদন করার জন্য যোগ্য বলে মনে করা হবে।
তবে শূন্যপদ গুলিতে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এবং বয়স সীমা ছাড়াও একজন ভারতীয় নাগরিক হওয়া অনেক জরুরী। আপনি বাকি পোস্ট গুলির শিক্ষাগত যোগ্যতা এবং বয়স সীমা সম্পর্কিত তথ্য জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি মনোযোগ দিয়ে পড়তে পারেন।
BECIL MTS – মাসিক বেতন
MTS শূন্যপদটির জন্য মাসিক পারিশ্রমিক হিসাবে 18,486 টাকা দেওয়া হবে, তবে এই মাসিক বেতন এর পরিমান বাকি পোস্ট গুলির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হতে পারে।
BECIL MTS Recruitment – আবেদন পদ্ধতি
শূন্যপদ গুলির জন্য আবেদন করতে কিছু নির্দিষ্ট পদক্ষেপ অনুসরন করতে হবে, আবেদন করার সঠিক পদ্ধতি নিন্মে আলোচনা করা হল –
- সর্বপ্রথম BECIL এর অফিসিয়াল ওয়েবসাইটে www.becil.com বা becilregistration.in এর মধ্যে ভিজিট করুন।
- এখন নিজেকে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করে ফেলুন।
- এরপর আপনার সমস্থ তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করুন।
- এখন প্রয়োজনীয় ডকুমেন্ট (যেমন – আপনার ছবি, স্বাক্ষর এবং প্রয়োজনীয় শংসাপত্র) স্ক্যান করা কপি আপলোড করুন।
- এখন অনলাইন পেমেন্ট অপশন এর মাধ্যমে আবেদন ফি জমা করুন। বিভাগ অনুসারে ফি পরিবর্তিত হয়ঃ
- জেনারেল/ওবিসি/মহিলা/প্রাক্তন সৈনিকঃ ₹ 885 (অতিরিক্ত পদের জন্য ₹ 590)
- এসসি/এসটি/ইডব্লিউএস/পিএইচঃ 531 টাকা (অতিরিক্ত পদের জন্য 354 টাকা)
- জমা দেওয়ার আগে আপনার আবেদন ফর্মটি সাবধানে একবার দেখে নিন। জমা দেওয়ার পরে, আপনার ভবিষ্যত প্রয়োজনের জন্য আবেদন ফর্মটি প্রিন্টআউট করে নিন।
আবেদন ফি
শূন্যপদ গুলির জন্য আবেদন করতে General/OBC/Women/Ex-Servicemen প্রার্থীর আবেদন ফি হিসাবে ₹885 পেমেন্ট করতে হবে এবং SC/ST/EWS/PH প্রার্থীদের ₹531 টাকা পেমেন্ট করতে হবে।
BECIL MTS Recruitment – নিয়োগ প্রক্রিয়া
নিয়োগ প্রক্রিয়া প্রতিটি পদের জন্য একটি নির্দিষ্ট নিয়ম এবং প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে হবে। তবে শূন্যপদ গুলির জন্য নিয়োগ প্রক্রিয়া প্রধানত skill tests, interviews এবং মেরিট লিস্ট এর মাধ্যমে হতে পারে, তবে নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত তথ্য E-mail মারফত সংস্থাটি জানিয়ে দিবে প্রার্থীদের।
অফফিকিয়াল বিজ্ঞপ্তি – এখনি পড়ুন
অফিসিয়াল পোর্টাল – https://www.becil.com/