কৃষি দপ্তরে শূন্যপদে কর্মী নিয়োগ, মাসিক বেতন ৪৪,৯০০ টাকা | Agriculture Job Recruitment

By

Agriculture Job Recruitment

Agriculture Job Recruitment: ভারতীয় কৃষি দপ্তর থেকে বেরোল বিজ্ঞপ্তি, নতুন শূন্যপদে করছে নিয়োগ। চলতি বছরে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে হবে কৃষি দপ্তরের শূন্যপদে নিয়োগ। কৃষি দপ্তরে চাকরি করতে চায় এমন শিক্ষার্থীদের এটি একটি সুবর্ণ সুযোগ, কৃষি দপ্তরে নিয়োগ পার্থী হওয়ার। শূন্যপদের জন্য আবেদন প্রক্রিয়া চলে অনলাইন এর মাধ্যমে। বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও তথ্য জানুন আজকের এই প্রতিবেদনে।

পদের নাম

কৃষি দপ্তরের শূন্যপদের নাম Agriculture Engineer, এই পদেই করছে নিয়োগ কৃষি দপ্তর।

মাসিক বেতন

এই শূন্যপদের জন্য আপনি নিয়োগ হলেই পেতে পারেন প্রতি মাসে ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা পর্যন্ত মাসিক বেতন।

আরও পড়ুন:  Upcoming Govt Job: উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় এই ৫ টি চাকরিতে শীঘ্রই আবেদন শুরু হবে

শূন্যপদের সংখ্যা

বেতন এর পরিমানতো অনেক, শূন্যপদের সংখ্যা কত, চলুন দেখে নেওয়া যাক। শূন্যপদটির জন্য মাসিক বেতন অত্যাধিক হলে কি হবে এর শূন্যপদের সংখ্যা মাত্র ১ টি।

আবেদনের তারিখ

এই ১ টি শূন্যপদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এপ্রিল এর ১৩ তারিখ থেকে, তবে আবেদন প্রক্রিয়া চলবে ৬ মে পর্যন্ত।

আবেদনের যোগ্যতা

আবেদনএর জন্য শিক্ষাগত যোগ্যতা হল, কোন এক স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Agriculture নিয়ে ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি থাকতে হবে এবং বয়স গত যোগ্যতা হল, সর্বাধিক বয়স সীমা ৫৬ বছর পর্যন্ত হতে হবে।

আরও পড়ুন:  রেলে মাধ্যমিক পাশে ফিটার ও টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগ, ICF Recruitment 2024

পদের পোস্টিং

এই শূন্যপদটির জন্য ভারত জুড়ে যেকোন Agriculture ইন্সটিটিউট এর মধ্যে হতে পারে।

আবেদন পদ্ধতি

যোগ্য প্রার্থীদের অবশ্যই যথাযথ বিজ্ঞপ্তি অনুসারে অফিসিয়াল পোর্টাল এর মাধ্যমে আবেদন করতে হবে, বিজ্ঞাপন প্রকাশের 60 দিনের মধ্যে একটি বিস্তারিত CV এবং অন্যান্য প্রয়োজনীয় নথি দিয়ে অনলাইন মাধ্যমে আবেদন জানিয়ে দিতে হবে।

শূন্যপদটি সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ুন।

Leave a Comment