WBCHSE Semester Exam Pattern: প্রথম ও তৃতীয় সেমিস্টার এর প্রশ্নের ধরণ কেমন হবে? জানিয়ে দিল শিক্ষা সংসদ

Photo of author

Follow G-News

WBCHSE Semester Exam Pattern

অন্যদের শেয়ার করুন

WBCHSE Semester Exam Pattern: ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন (WBCHSE) তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরিচালনার জন্য একটি নতুন সেমিস্টার সিস্টেম শুরু করেছে। এই পরিবর্তনের লক্ষ্য হল মূল্যায়ন প্রক্রিয়াকে সহজীকরণ করা এবং ছাত্র ও শিক্ষাবিদদের জন্য একইভাবে আরও দক্ষ করে তোলা। সেমিস্টার সিস্টেম চালু করার আগেই সংসদ এর তরফ থেকে কিছু দিন আগেই প্রতিটা বিষয়ের সিলেবাস দিয়ে দেওয়া হয়েছিল, তবে দুই দিন আগেই অফিসিয়াল পোর্টাল এর মধ্যে অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ পরীক্ষার প্রশ্নপত্রের কাঠামো।

2025-26 শিক্ষাবর্ষ থেকে শুরু হচ্ছে সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, মোট চারটি সেমিস্টারের মাধ্যমে হবে এই বছর থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা। তবে তার মধ্যে সেমিস্টার ১ এবং ৩ হবে ছোটো প্রশ্নের ওপর। আর এই দুটি সেমিস্টার এর প্রশ্ন কাঠামো সম্পর্কে জানিয়ে দিল সংসদ।

নতুন পাঠ্যক্রম অনুযায়ী প্রথম সেমিস্টারে এবং দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষা হবে ছোট প্রশ্নের ওপর, এর মধ্যে যেগুলো বিষয় প্র্যাক্টিকাল ভিত্তিক সেগুলির পরীক্ষা হবে ৩৫ মার্কস এর মধ্যে আবার যেগুলি বিষয় প্রজেক্ট ভিত্তিক সেগুলি হবে ৪০ মার্কস এর ওপর।

WBCHSE Semester Exam Pattern –

বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যাচ্ছে পরীক্ষার প্রশ্ন পত্র তৈরি হবে তিনটি ধাপে, প্রথমে ৫০% এর মতো প্রশ্ন হবে সোজা প্রকৃতির, তারপর ৩০% প্রশ্ন হবে একটু কঠিন এবং শেষের ২০% প্রশ্ন হবে উপস্থিত বুদ্ধির পরীক্ষা। এভাবেই তৈরি করা হবে পরীক্ষার প্রশ্নপত্র এমনটাই বিজ্ঞপ্তিতে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

বিকল্পভিত্তিক প্রশ্ন গুলির মধ্যে থাকবে ৪টি করে অপশন, ওই অপশন গুলির মধ্য থেকেই শিক্ষার্থীদের নির্বাচন করে নিতে হবে সঠিক উত্তর। এছাড়াও পরীক্ষার প্রশ্নপত্র করা হবে বিভিন্ন টাইপ এর, যেগুলি নিন্মে উল্লেখ করা হল –

  • শুন্যস্তান পূরণ (Fill in the blanks)
  • কলাম ম্যাচিং (Column Matching)
  • দাবী-যুক্তি টাইপ (Assertion-Reasoning type)
  • ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন (Diagram based questions)
  • নির্ধারিত ক্রমানুসারে বাক্য পুনর্বিন্যাস (Rearrangement of Sentences on prescribed sequence)
  • সত্য এবং মিথ্যা টাইপের প্রশ্ন (True and False type questions)
  • কেস ভিত্তিক প্রশ্ন (Case based questions)
image
WBCHSE Semester Exam Pattern

WBCHSE সেমিস্টার পরীক্ষার প্যাটার্ন বার্ষিক পরীক্ষা পদ্ধতি থেকে একটি উল্লেখযোগ্য পরিবর্তন। পরীক্ষার প্রশ্নের ধরণ বা কাঠামো সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানার জন্য অফিসিয়াল পোর্টাল ভিজিট করার পরামর্শ দেওয়া হল।

অফিসিয়াল পোর্টালhttps://wbchse.wb.gov.in/
অফিসিয়াল নোটিফিকেশনClick Here

Leave a Comment