NHPC Recruitment 2024: কেন্দ্রীয় জলবিদ্যুৎ দপ্তরে শূন্যপদে চলছে কর্মী নিয়োগ, নূন্যতম মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করুন

Photo of author

Follow G-News

NHPC Recruitment 2024

অন্যদের শেয়ার করুন

আবারো ঘটলো মাধ্যমিক পাস করা চাকরিপ্রার্থীদের অপেক্ষার অবসান, সম্প্রতি NHPC জারি করল কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি। কেন্দ্রীয় সরকার অধীনস্থ এই জলবিদ্যুৎ সংস্থার মধ্যে একাধিক শূন্যপদে মাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় করা হবে কর্মী নিয়োগ। যেসমস্থ চাকরিপ্রার্থীর জলবিদ্যুৎ তপ্তরে চাকরি করতে ইচ্ছুক তারা এই শূন্যপদ গুলির জন্য আবেদন জানাতে পারে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে পুরুষ এবং মহিলা যোগ্য প্রার্থীরা শূন্যপদ গুলির জন্য আবেদন জানাতে পারবে। বিজ্ঞপ্তি সংক্রানন্ত আরও বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি পড়ুন।

পদের নাম – Apprenticeship
মোট শূন্যপদের সংখ্যা – ৬৪ টি
মাসিক বেতন – বিজ্ঞপ্তি অনুসারে জানা গেছে ১৯৬১ এর Apprenticeship আইন অনুযায়ী প্রতিমাসে প্রার্থীদের স্টাইপেন্ড দেওয়া হবে, তবে কত টাকা স্টাইপেন্ড দেওয়া হবে, তা সম্পর্কে স্পষ্ট ভাবে বলা নেই বিজ্ঞপ্তিতে।
আবেদন এর তারিখ – ১০ মে থেকে ৩০ মে ২০২৪ পর্যন্ত

যোগ্যতা

কেন্দ্রীয় সরকার অধীনস্থ জলবিদ্যুৎ সংস্থার মধ্যে নিয়োগ পেতে হলে কিছু নির্দিষ্ট যোগ্যতা সম্পূর্ণ করতে হবে।

  1. শিক্ষাগত যোগ্যতা – বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থা, শূন্যপদ গুলির জন্য আবেদন করতে হলে নূন্যতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাশ, তবে এর পার্শ্ববর্তী আবেদন প্রার্থীকে থাকতে হবে ITI পাশ। প্রার্থীদের অবশ্যই ২০১৯ থেকে ২০২৪ শিক্ষা বর্ষের মধ্যে যেকোন ট্রেডে ITI পাস হতে হবে।
  2. বয়সসীমা – শূন্যপদ গুলির জন্য আবেদন করতে প্রার্থীদের নূন্যতম বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ ২৫ বছর।

NHPC Recruitment – আবেদন পদ্ধতি

ন্যাশনাল হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়ার (NHPC) শূন্যপদ গুলির আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন মাধ্যমে হবে, তবে আবেদন ফর্মটি অফলাইন মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে। তবুও আবেদন জমা দেওয়ার জন্য প্রার্থীদের কিছু পদক্ষেপ অনুসরণ করতে হবে।

  • সবার প্রথমে অফিসিয়াল পোর্টাল (http://www.apprenticeshipindia.org/) এর মধ্যে গিয়ে নিজেকে নথিভুক্ত করে নিতে হবে।
  • এরপর বিজ্ঞপ্তি অনুযায়ী নিজের পোস্ট বেছে নিয়ে এবং নিজের সমস্থ তথ্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
  • এখন আবেদন ফর্মটি প্রয়োজনীয় ডকুমেন্ট এর মধ্যে নিজের সই সহ নির্দিশতঃ ঠিকানায় জমা দিতে হবে।

NHPC – আবেদন ফর্ম জমা দেওয়ার ঠিকানা

NHPC Recruitment 2024

আবেদন পত্রটি উপরিক্ত অংশে উল্লেখিত ঠিকানার মধ্যে নিজের ডকুমেন্ট এর মধ্যে নিজের সই সহ জমা দিতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট

  • মাধ্যমিক মার্কশীট এবং সার্টিফিকেট
  • ITI মার্কশীট এবং সার্টিফিকেট
  • আধার কার্ড
  • Caste সার্টিফিকেট
  • Pan কার্ড

আবেদন করার সময় এবং আবেদন পত্রটি জমা দেওয়ার সময় এই ডকুমেন্ট গুলির দরকার পড়বে।

NHPC Recruitment – নিয়োগ প্রক্রিয়া

ITI এর মধ্যে প্রাপ্ত নম্বর এর ওপর ভিত্তি করেই শূন্য পদ গুলির জন্য তৈরি হবে মেরিট লিস্ট, তবে যদি দুই প্রার্থীর মার্কস একই হয়ে যায় তবে যে প্রার্থীর বয়স বেশি হবে তাকে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরুর তারিখ১০/০৫/২০২৪
আবেদন শেষের তারিখ৩০/০৫/২০২৪
আবেদন পত্র জমা দেওয়ার তারিখ১০/০৬/২০২৪

এই নির্দিষ্ট সময়সীমার মধ্যেই ইচ্ছুক প্রার্থীদের আবেদন কার্য সমাপ্ত করে আবেদন পত্রটি জমা দিতে হবে।

অফিসিয়াল পোর্টালhttp://www.apprenticeshipindia.org/
অফিসিয়াল বিজ্ঞপ্তিদেখে নিন

Leave a Comment