Eastern Railway Recruitment 2024: বেকার প্রার্থীদের জন্য আবারও সুখবর, ইস্টার্ন রেলওয়েতে একাধিক শূন্যপদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতীয় রেলের মধ্যে ম্যানেজার পদে কাজ করার সেরা সুযোগ। এখানে পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীরাও করতে পারবে আবেদন। যোগ্য প্রার্থীরা সম্পূর্ণ অনলাইন মাধ্যমে নিজেদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে।
আবেদন কবে থেকে শুরু হবে? আবেদন করতে কি কি লাগবে? মাসিক বেতন কত? সমস্থ কিছু জানুন আজকের প্রতিবেদনটির মধ্যে।
গুরুত্বপূর্ণ তারিখ:
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ০৬/০৫/২০২৪ |
আবেদন শুরুর তারিখ | ২৭/০৫/২০২৪ |
আবেদন শেষের তারিখ | ২৫/০৬/২০২৪ |
পদের নাম – Goods Train Manager (Traffic Department)
শূন্যপদের সংখ্যা – ১০৮টি
মাসিক বেতন – Pay Level 5
যোগ্যতা:
ইস্টার্ন রেলওয়ে এর মধ্যে মনেজার এর শূন্যপদে নিয়োগ প্রাপ্ত হতে গেলে কিছু নিন্মতম যোগ্যতার প্রয়োজন দরকার হবে। যেসব চাকরিপ্রার্থী এই শূন্যপদের জন্য আবেদন করবে তাদের অবশ্যই কোন এক বিশ্ববিদ্যালয় এর মধ্যে গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে।
নিন্মতম বয়স সীমা:
এই শূন্যপদ গুলিতে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের নিন্মতম বয়সসীমা হতে হবে ৪২ থেকে ৪৭ বছর। তবে General Category এর প্রার্থীদের হতে হবে ৪২ বছর, SC/ST প্রার্থীদের নিন্মতম বয়সসীমা হতে হবে ৪৭ বছর এবং OBC প্রার্থীদের বয়সসীমা ৪৫ বছর পর্যন্ত। অর্থাৎ এই বয়স গুলির নিচে যেকোন গ্রাজুয়েশন কমপ্লিট করা শিক্ষার্থী শূন্যপদ গুলির জন্য আবেদন জানতে পারবে।
Eastern Railway Recruitment – আবেদন এর তারিখ
ইস্টার্ন রেলওয়ে এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে মে মাসের ০৬,২০২৪ তারিখে, তবে এই ১০৮ টি শূন্যপদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে মে মাসের ২৭ [২৭/০৫/২০২৪] তারিখ থেকে এবং আবেদন প্রক্রিয়া চলবে জুন মাসের ২৫ তারিখ [২৫/০৬/২০২৪] পর্যন্ত।
প্রয়োজনীয় ডকুমেন্ট
আবেদন প্রক্রিয়ার সময় কিছু গুরুত্বপূর্ণ নথি আপলোড করতে হবে। যেগুলি হল –
- রঙিন ফটো
- নিজের সই
- জাতি শংসাপত্র
- জন্ম প্রমাণপত্র
এই ডকুমেন্ট গুলি আবেদন প্রক্রিয়া চলাকালীন অনলাইন মাধ্যমে আপলোড করতে হবে, তবে এর মধ্যে সমস্থ ডকুমেন্ট PDF আকারে আপলোড করতে হবে।
আবেদন পদ্ধতি
- আপনি যদি সমস্থ যোগ্যতা পূর্ণ করেন তবে অফিসিয়াল পোর্টাল www.rrcer.org এর মধ্যে ভিজিট করে আবেদন করতে পারেন।
- আবেদন প্রক্রিয়া শুরু পর আপনাকে আপনার সমস্থ তথ্য আবেদন ফর্মটির মধ্যে ফিল-আপ করতে হবে।
- এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট (আপনার ছবি, স্বাক্ষর, রেলওয়ে পরিচয়পত্র, জন্ম তারিখের প্রমাণ, শিক্ষাগত শংসাপত্র এবং জাতি শংসাপত্রের স্ক্যান করা কপি) আপলোড করতে হবে।
- এর পর আপনার আবেদন পত্র সাবমিট করতে হবে।
Eastern Railway Recruitment – নিয়োগ পদ্ধতি
নিয়োগ পদ্ধতির মধ্যে রয়েছে একক পর্যায়ের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBD) এবং তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষা। CBD পরীক্ষার মধ্যে 100টি প্রশ্নের জন্য 90 মিনিটের সময় দেওয়া হবে।
Eastern Railway Recruitment Notification | 👁️🗨️দেখে নাও |
অফিসিয়াল ওয়েবসাইট | www.rrcer.org |