পুঁইমাচা গল্পের বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর | WBCHSE HS 1st Semester Bengali MCQ

Photo of author

Follow G-News

HS 1st Sem - পুঁইমাচা গল্পের MCQ

অন্যদের শেয়ার করুন

পুঁইমাচা গল্পের MCQ প্রশ্ন উত্তর: এখনো পর্যন্ত মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোয়নি, কিন্তু ইতিমধ্যেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এর তরফ থেকে উচ্চমাধ্যমিক সেমিস্টার পদ্ধতির সমস্থ সিলেবাস প্রকাশ করা হয়েছে। বাংলা সিলেবাস অনুযায়ী পুঁইমাচা গল্প থেকে আজকে তোমাদের সাথে কিছু MCQ প্রশ্ন উত্তর শেয়ার করলাম, যেগুলো তোমাদের প্রথম সেমিস্টার এর প্রস্তুতি গ্রহণে বিশেষ ভাবে সহায়তা করবে।

১) পুঁইমাচা গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?

(ক) নিলদর্পণ পত্রিকায়
(খ) প্রবাসী পত্রিকায়
(গ) প্রতিদিন পত্রিকায়
(ঘ) কোনটিতেয় নয়

উত্তর: প্রবাসী পত্রিকায়।

২) পুঁইমাচা গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

(ক) গোড়া গ্রন্থ থেকে
(খ) মল্লার গ্রন্থ থেকে
(গ) মেঘমল্লার গল্পগ্রন্থ
(ঘ) মেঘের কাব্য গ্রন্থ থেকে

উত্তর: মেঘমল্লার গল্পগ্রন্থ

৩) পুঁইমাচা গল্পে কয়টি চরিত্র আছে?

(ক) ২ টি
(খ) ৩ টি
(গ) ৪ টি
(ঘ) ৫ টি

উত্তর: ৫ টি চরিত্র আছে, [সহায়হরি চাটুজ্জে (প্রধান চরিত্র), অন্নপূর্ণা (স্ত্রী), ক্ষেন্তি (বড় মেয়ে), রাধী (ছোট মেয়ে), পুঁটি (মেজ মেয়ে)]।

৪) পুঁইমাচা গল্পের কাহিনী শুরু হয় কোন ঋতুতে?

(ক) গ্রীষ্মকালে
(খ) বর্ষা কালে
(গ) শীতকালে
(ঘ) শরৎকালে

উত্তর: শীতকালে

৫) সহায়হরি একটা ঘটি চেয়েছিল কেন?
উত্তর: তারক খুড়ো গাছ কেটেছে রস আনতে।

৬) গল্পের শুরুতে সহায়হরি রস আনতে স্ত্রীর কাছে কি চেয়েছিল?

(ক) দড়ি
(খ) ঘড়ি
(গ) তরকারি
(ঘ) বাটি/ঘটি

উত্তর: বাটি/ঘটি

৭) স্ত্রী অন্নপূর্ণার মতে সহায়হরি কিভাবে দিন কাটাত?

(ক) ঘুমিয়ে
(খ) কাজ করে
(গ) বিছানায় শুয়ে
(ঘ) মাছ ধরে আর রস খেয়ে।

উত্তর: মাছ ধরে আর রস খেয়ে।

৮) “গ্রামে কি গুজব রঠেছে জানো” – কি গুজব রটেছিল?

(ক) সহায়হরিকে তাড়িয়ে দেবে
(খ) সহায়হরিকে গ্রামে ঢুকতে দিবে না
(গ) সহায়হরিকে একঘরে করে দেওয়া হবে।
(ঘ) একটিও নয়

উত্তর: সহায়হরিকে একঘরে করে দেওয়া হবে।

৯) “এসব কথা হয়েছে” – কি কথা হয়েছিল?/কোথায় কি কথা হয়েছিল?
উত্তর: চৌধুরীদের চণ্ডীমন্ডপে আলোচনা হয়েছিল সহায়হরিকে এক ঘরে করে দেওয়া হবে।

১০) “অত বড় মেয়ে যার ঘরে” – মেয়ের নাম কি?

(ক) পুটকি
(খ) ক্ষেন্তি
(গ) রিমি
(ঘ) অন্নপূর্ণা

উত্তর: ক্ষেন্তি।

১১) ক্ষেন্তির বয়স কত?

(ক) ১৫ বছর
(খ) ১৪ বছর
(গ) ১৬ বছর
(ঘ) ১৭ বছর

উত্তর: ১৫ বছর।

১২) পুঁই পাতায় জড়ানো দ্রব্যে কি ছিল?

(ক) পুটি মাছ
(খ) রুই মাছ
(গ) চিংড়ি মাছ
(ঘ) শাক

উত্তর: চিংড়ি মাছ।

১৩) ক্ষেন্তি চিংড়ি মাছ কোথা থেকে পেয়েছিল?

(ক) পুকুর থেকে
(খ) নদী থেকে
(গ) দোকান থেকে
(ঘ) গয়া বুড়ির কাছ থেকে।

উত্তর: গয়া বুড়ির কাছ থেকে।

১৪) ক্ষেন্তিকে পুঁইশাক কে দিয়েছিল?

(ক) গয়া বুড়ি
(খ) রায় কাকা
(গ) সহায়হরি
(ঘ) অন্নপূর্ণা

উত্তর: রায় কাকা।

১৫) গয়া বুড়ির কাছে সহায়হরির কত টাকা ধার ছিল?

(ক) ১ টাকা
(খ) ২ টাকা
(গ) ২ পয়সা
(ঘ) ১ পয়সা

উত্তর: দুটো পয়সা বাকি ছিল।

১৬) সহায়হরি কাকে অত্যন্ত ভয় করতো?

(ক) বড়ো মেয়েকে
(খ) গয়া বুড়িকে
(গ) স্ত্রী অন্নপূর্ণাকে
(ঘ) কাউকে নয়

উত্তর: স্ত্রী অন্নপূর্ণাকে

১৭) “মেয়ে মানুষের আবার অত নোলা কিসের” – কে বলেছে কথাটি?

(ক) গয়া বুড়ি
(খ) সহায়হরি
(গ) অন্নপূর্ণা
(ঘ) রায় কাকা

উত্তর: অন্নপূর্ণা।

১৮) “তার মনে বড় কষ্ট হইলো” – কার মনে কষ্ট হয়েছিল?

(ক) সহায়হরির
(খ) অন্নপূর্ণার
(গ) গয়া বুড়ির
(ঘ) ক্ষেন্তির

উত্তর: সহায়হরির মনে কষ্ট হয়েছিল।
(কারণ, তার মেয়েরা অনেক সাধ করে সামান্য তুচ্ছ পুঁইশাক এনেছিল কিন্তু স্ত্রী অন্নপূর্ণা টা ফেলে দিতে বলায় সে মনে কষ্ট পেয়েছিল।)

১৯) “অন্নপূর্ণার মনে পড়িল” – কি মনে পড়েছিল?
উত্তর: রান্না করতে করতে অন্নপূর্ণার মনে পড়েছিল গত রন্ধনের কথা, আগের দিনে বাড়িতে পুঁইশাক রান্নার সময় ক্ষেন্তি অনেক যত্ন করে খেয়েছিল।

২০) কিসের ওপর ক্ষেন্তির লোভ ছিল?

(ক) ভাতের ওপর
(খ) চিংড়ির ওপর
(গ) ম্যাচের ওপর
(ঘ) পুঁইশাকের ওপর

উত্তর: পুঁইশাকের ওপর।

২১) অন্নপূর্ণা চোখের জল লুকাতে কি করেছিল?
উত্তর: চোখ উঁচু করে চালের বাতায় গোঁজা ডালা থেকে শুকনো লংকা পাড়ার অভিনয় করেছিল।

২২) “সেদিন বৈকাল বেলা সহায়হরির ডাক পড়িল” – কোথায়?
উত্তর: কালীময় চৌধুরীর চণ্ডীমন্ডপে।

২৩) “হরির ছেলেটাকে ধরে মেয়ের বিয়ে দেয়” – কে?
উত্তর: কেষ্ট মুখুজ্যে।

২৪) মনিগায়ের শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে ক্ষেন্তির বিয়ে কে ঠিক করে দিয়েছিল?

(ক) রায় কাকা
(খ) কালীময় চৌধুরী
(গ) অন্নপূর্ণা
(ঘ) গয়া বুড়ি

উত্তর: কালীময় চৌধুরী।

২৫) শ্রীমন্ত মজুমদারের কয়টি ছেলে ছিল?

(ক) ২ টি
(খ) ৩ টি
(গ) ৪ টি
(ঘ) ৫ টি

উত্তর: দুইটি।


Leave a Comment