চারণ কবি ভারভারা রাও MCQ প্রশ্ন উত্তর |একাদশ শ্রেণী বাংলা

Photo of author

Follow G-News

চারণ কবি ভারভারা রাও MCQ

অন্যদের শেয়ার করুন

আজকে আমাদের তরফ থেকে নতুন সিলেবাস এর মধ্যে অন্তর্ভুক্ত একাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের জন্য ভারতীয় কবিতা ‘চারণ কবি’ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করা হল। এই প্রশ্ন গুলি তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণে বিশেষ ভাবে সহায়তা করবে।

আশা করছি তোমাদের প্রশ্ন উত্তর গুলি ভালো লাগবে। দেরি না করে এখন ঝটপট প্রশ্ন উত্তর গুলি দেখে নাও।

১। ‘চারণ কবি’ কবিতাটি কে লিখেছেন?
উ: ভারভারা রাও।

২। ‘চারণ কবি’ কবিতাটি কে বাংলা ভাষায় অনুবাদ করেছেন?
উ: শঙ্খ ঘোষ।

৩। ‘নিয়ম কানুন যখন সব’ – নিয়ম কানুন সব কি হয়েছে?

  • ভঙ্গ
  • লোপাট ✔️
  • চুরি
  • ছিনতাই

৪। “আর সময়ের ঢেউ-তোলা _________ দল”। (শূন্যস্থান পূরণ করো)

  • ঘন মেঘের
  • কালো মেঘের ✔️
  • নীল মেঘের
  • সাদা মেঘের

৫। “ফাঁস লাগাচ্ছে” – কোথায় ফাঁস লাগানো হচ্ছে?

  • গলায় ✔️
  • হাতে
  • পা
  • কোমরে

৬। “চুইয়ে পড়ছে না কেনো” – এখানে কি চুইয়ে পড়ছে না?

উ: রক্ত।

৭। ঘূর্ণিপাকে বিদ্যুৎ __________ হয়ে উঠেছে?

উ: বাজ।

৮। “জেলের গরাদ থেকে বেরিয়ে আসছে” – জেলের গরাদ থেকে কি বেরিয়ে আসছে?

  • কন্ঠের স্বর
  • লিপিকার স্বর ✔️
  • বেদনার স্বর
  • আনন্দের স্বর

৯। “বাতাসকে মুক্ত করে দেয়” – কি মুক্ত করে দেয়?

  • সুর ✔️
  • গান
  • ছন্দ
  • কবিতা

১০। “কয়েদ করে তাকে” – কাকে ‘কয়েদ’ করার কথা বলা হয়েছে?

  • ডাকাত
  • কবি ✔️
  • জনগণ
  • চোর

১১। ________ আরও শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস।

  • গর্দানে ✔️
  • কোমরে
  • হাতে
  • পায়ে

১২। ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য কোথায় মিলিয়ে যাচ্ছে?

  • মাটিতে ✔️
  • বলিতে
  • জলে
  • আকাশে

১৩। কবিতায় কাকে স্পর্ধা জানানোর কথা বলা হয়েছে?

  • মৃত্যুকে ✔️
  • শত্রুকে
  • জন্মকে
  • কোনটিই নয়

১৪। কবিতায় গান কি হয়ে উঠেছে?

  • যুদ্ধের শস্ত্র ✔️
  • যুদ্ধের কবিতা
  • যুদ্ধের বিমান
  • যুদ্ধের কামান

১৫। কবিতায় বৃষ্টি কেমন ভাবে হয়েছিল?

  • ঝিরঝিরে ✔️
  • ঝম ঝম করে
  • ফোটা ফোটা
  • ছিটে ফোটা

১৬। ভারভারা রাও এর পুরো নাম কি ?
উ: পেন্ডিওয়ালা ভারভারা রাও।

১৭। ভারভারা রাও কোন ভাষার সাহিত্যিক?
উ: তেলেগু।

১৮। কবি কোন সাহিত্য পত্রিকার সাথে যুক্ত ছিলেন?

  • সৃজন
  • সৃজনা ✔️
  • কল্পতরু
  • তেলেগু সাহিত্যম

১৯। শারীরিক অসুস্থতার কারণে কবি ভারভারা রাও কবে মৃত্যু বরণ করেছেন?

  • ২০২০ সালে
  • ২০২১ সালে
  • ২০২৪ সালে
  • ২০২২ সালে ✔️

২০। ভারভারা রাও কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯৩০ সালে
  • ১৯৪০ সালে ✔️
  • ১৯৪৪ সালে
  • ১৯৫০ সালে

Leave a Comment