AIIMS Recruitment 2024: স্টাফ নার্স পদে এইমস এর মধ্যে নিয়োগ, আবেদন শেষের তারিখ 8ই জুন

By

AIIMS Recruitment 2024

AIIMS Recruitment 2024: যেসমস্থ ছাত্র-ছাত্রীরা বা যুবক-যুবতীরা উচ্চমাধ্যমিক এর পর GNM এবং ANM করে রেখেছে, তাদের জন্য খুশির খবর, AIIMS স্টাফ নার্সিং শূন্যপদএর জন্য নিয়োগ করছে। আগ্রহী প্রার্থীরা এই শূন্যপদ গুলির জন্য ভারতের যেকোন রাজ্য থেকে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য জানতে আজকের পোস্টটি পড়ুন।

শূন্যপদের সংখ্যা: AIIMS এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী মোট শূন্যপদএর সংখ্যা হল 2 টি, এই দুই শূন্যপদের জন্য নিয়োগ করা হবে Department of Pediatrics এর অধীনে।

AIIMS Recruitment 2024

যোগ্যতা: এই দুই শূন্যপদ এর জন্য আবেদন করতে কিছু যোগ্যতা থাকা প্রয়োজন আবেদন করা প্রার্থীদের। যেমন –

  • শিক্ষাগত যোগ্যতা – ভারতের যেকোন রাজ্য থেকে স্বীকৃত নার্সিং কাউনসিল থেকে ANM এবং GNM কমপ্লিট করতে হবে প্রার্থীদের।
  • বয়সসীমা – প্রার্থীদের অবশ্যই 30 বছর এর নিচে হতে হবে, তবেই এই শূন্যপদ 2 টির জন্য আবেদন করতে পারবে।
আরও পড়ুন:  BPNL Recruitment 2024: মাধ্যমিক পাশে ভারতীয় পশুপালন নিগাম লিমিটেডে 5250 টি শূন্যপদে চাকরি সুযোগ

মাসিক বেতন: পারিশ্রমিক হিসাবে মাসিক বেতন কত দেওয়া হবে এটা নিয়ে স্পষ্ট কিছু বলা হয়নি বিজ্ঞপ্তিতে, তবে জানিয়েছে মাসিক বেতন ICMR নিয়ম অনুযায়ী দেওয়া হবে।

আবেদন পদ্ধতি: 2 টি শূন্যপদ এর জন্য আবেদন করতে হবে প্রার্থীদের অনলাইন মাধ্যমে, তবে আবেদন করতে হবে শুধুমাত্র নিজের CV আপলোড করার মাধ্যমে। প্রার্থীদের একটি নির্দিষ্ট E-mai ID এর মধ্যে নিজের CV পাঠিয়ে দিতে হবে, E-mail ID টি নিচে দেওয়া হল –

image 36

আবেদন ফি: যেহেতু CV E-mail মারফত পাঠানোর মাধ্যমে শূন্যপদ 2 টির জন্য আবেদন করতে হবে, তাই কোনরকম আবেদন ফি হিসাবে প্রার্থীদের অর্থ দিতে হবে না।

আরও পড়ুন:  NEEPCO Recruitment: বিদ্যুৎ দপ্তরে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ, বিস্তারিত দেখে নিন

নিয়োগ প্রক্রিয়া: শূন্যপদ গুলির জন্য কোনরকম পরীক্ষা না দিয়েই শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে করা হবে নিয়োগ, তাই আর অপেক্ষা না করে AIIMS এর মধ্যে কাজ করার সুযোগটি হাত ছাড়া না করতে শূন্যপদ গুলির জন্য আবেদন করতে পারেন।

মনে রাখবেন শূন্যপদ গুলির জন্য আবেদন করার আগে অফফিশিয়াল বিজ্ঞপ্তিটি পরে যাচাই করে নেবেন।

আবেদন শেষএর তারিখ – 08/06/2024
অফিসিয়াল বিজ্ঞপ্তি এখনি পড়ুন

Leave a Comment