IBM Recruitment: খনি মন্ত্রালয়ে শুরু হল কর্মী নিয়োগ, মাসিক বেতন ৫৬ হাজার

By

IBM Recruitment

IBM Recruitment: চাকরি প্রার্থীদের জন্য আবারো একটি সু-সংবাদ, ভারতীয় খনি মন্ত্রালয় এর মধ্যে ৩ টি শূন্যপদে করবে নিয়োগ। পশ্চিমবঙ্গের জন্য জেলা থেকে বেকার প্রার্থীরা এই শূন্যপদ গুলির জন্য আবেদন করতে পারবে। আগ্রহী প্রার্থীরা বিগয়পত সংক্রান্ত আরও তথ্য জানতে আজকের প্রতিবেদনটি পড়ুন।

পদের নাম: Senior Administrative Officer
শূন্যপদের সংখ্যা: ৩ টি
যোগ্যতা: প্রার্থীদের যেকোন স্বীকৃিত কলেজ থেকে বেচালর ডিগ্রি সম্পন্ন করতে হবে।
বয়সসীমা: শূন্যপদ গুলির জন্য ঊর্ধ্বতম বয়স হল ৫৬ বছর অর্থাৎ প্রার্থীর ৫৬ বছর বয়স এর নিন্মে হলেই শূন্যপদ গুলিতে আবেদন করতে পারবে।

আরও পড়ুন:  CSL Recruitment: সপ্তম শ্রেণী পাশে কাজের সুযোগ, মাসিক স্যালারি 20 হাজার টাকা

আবেদন পদ্ধতি

শূন্যপদ গুলির জন্য আবেদন প্রক্রিয়া হবে সম্পূর্ণ অফলাইন এর মাধ্যমে, নির্দিষ্ট একটি আবেদন ফর্ম পূর্ণ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

ঠিকানা হল – Indian Bureau of Mines, Indira Bhavan, Civil Lines, Nagpur – 440001

এই ঠিকানার মধ্যে নিজের আবেদন ফর্ম পূর্ণ করে প্রায় ৬০ দিনের মধ্যেই এই ঠিকানার মধ্যে পাঠিয়ে দিতে হবে।

IBM Recruitment – নিয়োগ পদ্ধতি

শূন্যপদ গুলির জন্য বিস্তারিত তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়নি, তবে প্রার্থীদের নিয়োগ পদ্ধতি কিরকম হবে তা পরবর্তী সময়ে জানা যাবে।

আরও পড়ুন:  মাধ্যমিক পাশে Northern Railway এর মধ্যে Group D পোস্টের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন এর শেষ তারিখ ১৬ই মে

মাসিক বেতন

অন্যান্য চাকরির থেকে শূন্যপদের সংখ্যা কম হলেও এর মাসিক বেতন এর পরিমাণ অনেক বড়ো, নিয়োগ হওয়ার পর প্রথম থেকেই প্রার্থীরা মাসিক বেতন হিসাবে ৫৬,১০০ টাকা পাবে, এরপর ধাপে ধাপে সেই মাসিক বেতন বেড়ে ১,৭৭,৫০০ টাকা হবে।

আবেদন এর তারিখ

শূন্যপদ গুলির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল ০২/০৫/২০২৪ তারিখে, এই তারিখ অনুযায়ী আগামী ৬০ দিনের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে, নির্দিষ্ট ঠিকানায় আবেদন ফর্মটি পাঠিয়ে দিতে হবে।

Official Notification


Leave a Comment