WB Gram Panchayat Recruitment 2024: জুনেই শুরু আবেদন প্রক্রিয়া, ৬,৬৫২ টি শূন্যপদে কর্মী নিয়োগ

By

WB Gram Panchayat Recruitment 2024

WB Gram Panchayat Recruitment 2024 এর জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি হতে চলছে জুন মাসেই এবং এই মাসেই শুরু হতে পারে রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং আবেদন প্রক্রিয়া। ওয়ান টাইম রেজিস্ট্রেশন সম্পর্কে বিস্তারিত জানার জন্য আজকের প্রতিবেদনটি পড়ুন।

পঞ্চয়ত এবং রুরাল ডেভেলপমেন্ট বিভাগ থেকে সম্প্রতি ফ্রেব্রুয়ারী মাসে একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছিল শূন্যপদ গুলি সম্পর্কে। তবে সেই বিজ্ঞপ্তিতে কবে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং কবে নিয়োগ পরীক্ষা হবে টা নিয়ে বিস্তারিত তথ্য দেয়নি। তবে এটা স্পষ্ট জানিয়েছিল যে অফিসিয়াল পোর্টাল এর মাধ্যমে চাকরি-প্রার্থীরা করতে পারবে রেজিস্ট্রেশন।

আজকের প্রতিবেদনটির মাধ্যমে আমরা আপনাদের জনাব কবে আবেদন প্রক্রিয়া শুরু হতে চলছে এবং কবে গ্রাম পঞ্চয়ত নিয়োগ এর জন্য পরীক্ষা হবে। তবে আজকের পোস্টটির মধ্যে আপনি আবেদন এর যোগ্যতা, মাসিক বেতন, রেজিস্ট্রেশ প্রক্রিয়া ও আরও অন্যান্য তথ্য সম্পর্কে জানতে পারবেন।

WB Gram Panchayat Recruitment

এই নিয়োগ এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ক্লার্ক, এগজিকিউটিভ অ্যাসিস্টেন্ট, ইন্ঞ্জিনিয়ার, ডাটা এন্ট্রী অপারেটর এবং আরও অনেক পদ মিলে প্রায় ৬,৬৫২ টি শূন্যপদ এর মধ্যে করা হবে নিয়োগ। যার এই নিয়োগ এর পরীক্ষা উত্তীর্ণ করতে পারবে সেইসব প্রার্থী পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়ত, জেলা পরিষদ এবং পঞ্চায়ত সমিতি এর মধ্যে নিয়োগ প্রাপ্ত হবে।

image 4

মোট শূন্যপদ

ফ্রেব্রুয়ারী মাসে অফিসিয়াল পোর্টাল থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে ২০২৪ সালে WB গ্রাম পঞ্চায়েত নিয়োগ মোট ৬,৬৫২ টি শূন্যপদের মধ্যে করা হবে। তবে এই শূন্যপদ গুলি প্রতিটি জেলা ভেদে বিভক্ত থাকবে। জেলাভেদে শূন্যপদ নিচের মধ্যে দেখে নিন।

image 5
image 6

WB Gram Panchayat Recruitment – রেজিস্ট্রেশন

wb গ্রাম পঞ্চায়ত এর জন্য নিয়োগ প্রক্রিয়া এখন শুরু হয়নি তবে আগ্রহী চাকরি-প্রার্থীরা অফিসিয়াল রেজিস্ট্রেশন পোর্টাল এর মাধ্যমে করতে পারেন নিবন্ধন। Sign-Up করার জন্য নিচে লিংক দেওয়া রয়েছে, সেই লিংক এর মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেড়ে ফেলুন।

আরও পড়ুন:  AIIMS Recruitment 2024: স্টাফ নার্স পদে এইমস এর মধ্যে নিয়োগ, আবেদন শেষের তারিখ 8ই জুন

এখন পর্যন্ত আবেদন শুরু না হলেও কিছু রিপোর্ট জানাচ্ছে জুন মাসের মধ্যে শুরু হতে চলছে গ্রাম পঞ্চায়ত এর আবেদন প্রক্রিয়া।

রেজিস্ট্রেশন – https://wbprms.in/

WB Gram Panchayat Recruitment – আবেদন পদ্ধতি

আবেদন করতে চাকরি-প্রার্থীদের কিছু ধাপে ধাপে পদক্ষেপ অনুসরন করতে হবে। যেমন –

  • সর্বপ্রথম অফিসিয়াল পোর্টাল ভিজিট করতে হবে (prd.wb.gov.in)
  • এখন রেজিস্ট্রেশন অপশন এর মধ্যে যেতে হবে।
  • এরপর রেজিস্ট্রেশন এর ওপর ক্লিক করে, যাবতীয় সঠিক তথ্য পূরণ করে নিতে হবে।
  • এখন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বৈধ ইমেইল এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে।
  • এখন উল্লেখযোগ্য ফরম্যাট এর মধ্যে সমস্থ প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।
  • এখন আপনাকে আবেদন ফি হিসাবে কিছু অর্থ অনলাইন মাধ্যমে পেমেন্ট করে জমা অপশন এর ওপর ক্লিক করুন।
  • এখন আপনার ফর্মটি প্রিন্টআউট বের করে নিন।
আরও পড়ুন:  RPF Recruitment 2024: ৪,৬৬০ শূন্যপদে কনস্টেবলে ও SI পদে নিয়োগ, মাধ্যমিক পাশে করুন আবেদন

এই ধাপ গুলি অনুসরণ করে অফিসিয়াল পোর্টাল এর মাধ্যেমে আবেদন করতে পারবে চাকরি-প্রার্থীরা।

WB Gram Panchayat Recruitment – যোগ্যতা

প্রার্থীদের আবেদন করতে কিছু যোগ্যতার-মানদন্ড পূরণ করতে হবে, চকারী প্রার্থীদের অবশ্যই কোন এক স্বীকৃত ইন্সটিটিউশন থেকে কম্পিউটার বিজ্ঞান বা কম্পিউটার অ্যাপ্লিকেশন এর মধ্যে স্নাতক ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে।

এছাড়াও চাকরিপ্রার্থীদের আবেদন করার জন্য বয়স-সীমা হতে হবে ১৮ থেকে ৪ বছর বয়স এর মধ্যে।

গ্রাম পঞ্চায়ত নিয়োগ পদ্ধতি

গ্রাম পঞ্চায়ত এর মধ্যে নিয়োগ প্রক্রিয়া হবে বিভিন্ন ধাপে ধাপে। মূলত তিনটি ধাপ এর মধ্যে করা হবে নিয়োগ প্রক্রিয়া। যেমন – লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট এবং ইন্টারভিউ। এই তিনটি ধাপে একটি প্রার্থীকে পর্যালোচনা করে, শুধুমাত্র যোগ্যপ্রার্থীদের নিয়োগ করা হবে এই শূন্যপদ গুলির জন্য।

আরও পড়ুন:  জুন মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে, আবেদন জমা দেওয়ার তারিখ কত? দেখে নিন
গ্রাম পঞ্চায়ত নিয়োগতারিখ
বিজ্ঞপ্তি প্রকাশ এর তারিখ২৭/০২/২০২৪
আবেদন শুরুজুনে শুরু হতে পারে
আবেদন শেষজানিয়ে দেওয়া হবে

অফিসিয়াল বিজ্ঞপ্তি – এখনি পড়ুন
অফিসিয়াল পোর্টাল – https://prd.wb.gov.in/

শূন্যপদ গুলি সংক্রান্ত আরও তথ্য জানার জন্য আপনি একজন আগ্রহী প্রার্থী হিসাবে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পরে ফেলতে পারেন।

Leave a Comment