দামোদর ভ্যালি কর্পোরেশনে (DVC) একাধিক শূন্যপদে নিয়োগ 2024, DVC Job Recruitment 2024

By

DVC Job Recruitment 2024

DVC Job Recruitment 2024: রাজ্যের সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে খুশির খবর। রাজ্যে DVC নতুন করে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে। আগ্ৰহী প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন। দামোদর ভ্যালি কর্পোরেশনে আবেদন করার জন্য আবেদন পদ্ধতি, মাসিক বেতন, শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, ইত্যাদি বিষয় উল্লেখ করা হয়েছে আজকের পোস্টে।

মোট শূন্যপদ :- 2 টি
মাসিক বেতন:- এই পদে 56,100 থেকে 1,77,500 টাকা পর্যন্ত মাসিক পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।

পদের নাম: আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা এখানে নতুন করে Mine Survey, JE Gr.II(Electrical), JE Gr.II(Mechanical), JE Gr.II(C&I), JE Gr.II(Civil), JE Gr.II(Comm), Executive Trainee(Soil Conservation) এই সমস্ত পদে আবেদন করতে পারবেন।

আরও পড়ুন:  ব্যাঙ্কে অষ্টম পাশে একাধিক শূন্যপদে নিয়োগ, শুরু থেকেই মাসিক বেতন ১৬ হাজার টাকা

DVC Job Recruitment 2024 – যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা: আগ্ৰহী চাকরি প্রার্থীদের আবেদন করার জন্য যে কোন স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করতে হবে। DVC তে একটি সুবর্ণ সুযোগ রয়েছে মাধ্যমিক পাশে আবেদন করার জন্য।

বয়স সীমা: যোগ্য ও আগ্ৰহী চাকরিপ্রার্থীদের আবেদন করার জন্য নূন্যতম বয়স 18 থেকে 28 বছরের মধ্যে হতে হবে।

DVC Job Recruitment 2024 – আবেদন পদ্ধতি

যোগ্য চাকরি প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে অফিসিয়াল পোর্টাল এর মাধ্যমে। সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইট (www.dvc.gov.in) ভিজিট করে চাকরিপ্রার্থীকে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আবেদন পত্রটি কমপ্লিট করে নিতে হবে। এরপর লগইন করে বাকি সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি পূরণ করে নিতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে সাবমিট করতে হবে।

আবেদন ফি: আগ্ৰহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করার জন্য আবেদন ফি হিসাবে রাখা হয়েছে 300 টাকা। এই অর্থ আবেদন প্রক্রিয়ার একদম শেষে অনলাইন পেমেন্ট অপশন এর মধ্যে পে করে দিতে হবে।

আরও পড়ুন:  ভারতীয় রেলে Loco Pilot পদে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে করুন আবেদন

DVC Job Recruitment – আবেদনের সময়সীমা

ইতিমধ্যেি শূন্যপদ গুলির জন্য 5 ই জুন থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগামী 4 ঠা জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা শূন্যপদ গুলির জন্য আবেদন করতে পারবে।

DVC Recruitment – নিয়োগ পদ্ধতি

আবেদন প্রার্থীদের প্রথমে কম্পিউটার ভিত্তিক টেস্ট নেওয়া হবে তারপর তাদের প্রয়োজনীয় ডকুমেন্টস যাচাই করে শূন্যপদ গুলির জন্য নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ তথ্য: দামোদর ভ্যালি কর্পোরেশন এর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে আমরা এই তথ্যগুলি তুলে ধরেছি। আমরা কোন রকম চাকরি দিয়ে থাকি না শুধুমাত্র চাকরির, জেনারেল নলেজ, কারেন্ট affairs ইত্যাদি খবরগুলি এই ওয়েবসাইটের মাধ্যমে সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আপনারা অনুগ্রহ করে আবেদন করার পূর্বে অফিসিয়াল নোটিশ ফলো করবেন।

আরও পড়ুন:  ৯৮,০৮৩ টি শূন্যপদে পোস্ট অফিসে কর্মী নিয়োগ, নূন্যতম যোগ্যতা মাধ্যমিক পাশ

Official Notification – Read Now

Leave a Comment