CSL Recruitment: সপ্তম শ্রেণী পাশে কাজের সুযোগ, মাসিক স্যালারি 20 হাজার টাকা

By

CSL Recruitment

CSL Recruitment: আপনি চাকরি খুঁজেছেন, যদি একজন বেকার প্রার্থী হিসাবে চাকরি খুঁজেছেন তবে আজকে আপনাদের জন্য আরও একটি সু-খবর দিব। বাংলার চাকরি প্রার্থীরা মাত্র 7 ম শ্রেণী পাশ যোগ্যতায় শিপইয়ার্ড লিমিটেড কোম্পানী এর মধ্যে চুক্তিভিত্তিক কাজ করার সুযোগ পেতে পারেন। শিপইয়ার্ড লিমিটেড কোম্পানী (CSL) এর অফিসিয়াল পোর্টাল এর Carrer সেকশন এর মধ্যে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে । General Worker (Canteen) পদে হবে একাধিক শূন্যপদে নিয়োগ। বিজ্ঞপ্তিটি নিয়ে আরও বিস্তারিত তথ্য জানার জন্য আজকের প্রতিবেদনটি পড়ুন।

পদের নাম: General Worker (Canteen)

যোগ্যতা: চাকরি প্রার্থীদের যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে নূন্যতম সপ্তম শ্রেণী পাশ সহ খাদ্য সার্ভিসেস এবং ক্যাটারিং সার্ভিসেস কাজের 2 বছরে ভোকেশনাল সার্টিফিকেট থাকলে এই পদের জন্য আবেদন করার যোগ্য হবে।

আরও পড়ুন:  অষ্টম শ্রেণী পাশে গ্রুপ ডি ও ক্লার্ক পদে কর্মী নিয়োগ, আবেদন শুরু হল | Job Recruitment 2024

মোট শূন্যপদ: 15 টি, যার মধ্যে UR – 7, OBC – 7, EWS -1 টি শূন্যপদে বিভক্ত।

বয়স: চাকরিপ্রার্থীদের এই পদে আবেদন করার জন্য তাদের সর্বোচ্চ বয়স হতে হবে 30 বছর বা তার কম। এটি 22শে মে 2024 তারিখ অনুযায়ী নির্ধারিত হবে।

আবেদন ফি: প্রার্থীদের আবেদন করার জন্য এককালীন আবেদন ফি হিসাবে জমা করতে হবে 200 টাকা এবং এটিকে জমা করতে হবে ক্রেডিট ককর্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিং এর মাধ্যমে। তবে SC/ST শ্রেণীর প্রার্থীদের এই আবেদন ফি পেমেন্ট করতে হবে না।

CSL Recruitment – আবেদন পদ্ধতি: যোগ্য ও আগ্ৰহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে জেনারেল ডিউটির অফিসিয়াল ওয়েবসাইটে (https://cochinshipyard.in/) ক্লিক করে কেরিয়ার অপশনটি থেকে বিকল্পটি বেছে নিয়ে আবেদন ফর্মটি নির্ভুল ভাবে ফিলাপ করে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড এবং ফি জমা করে আবেদন পত্রটি সাবমিট করে দিতে হবে, তবেই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ ভাবে সম্পন্ন হবে।

আরও পড়ুন:  Indian Army Recruitment 2024: ভারতীয় সেনায় মেডিক্যাল সার্ভিস পোস্টে 220 টি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি, বিস্তারিত জানুন

মাসিক স্যালারি: যোগ্য এবং নির্বাচিত প্রার্থীদের কাজের শুরুতেই 20,200 টাকা করে মাসিক বেতন দেওয়া হবে এবং পরে ধাপে ধাপে এই মাসিক বেতন বাড়বে।

image 9

CSL Recruitment – নিয়োগ পদ্ধতি: নিয়োগ পদ্ধতি হবে দুটি ধাপে, লিখিত ও ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে হবে যা হবে 100 নম্বরের মধ্যে, লিখিত পরীক্ষা 20 মার্কস (60 মিনিট সময়কাল) এবং ব্যবহারিক পরীক্ষা – 80 নম্বর, লিখিত ও ব্যবহারিক পরীক্ষা মিলে মোট 100 মার্কস এর হবে।

লিখিত ও ব্যবহারিক পরীক্ষার জন্য ন্যূনতম পাস মার্ক নিম্নরূপ হবে:

  • EWS প্রার্থীদের জন্য – মোট নম্বরের 50%,
  • ওবিসি প্রার্থীদের জন্য – মোট নম্বরের 45% শুধুমাত্র ওবিসি-র জন্য সংরক্ষিত শূন্যপদগুলির জন্য।
  • আবেদনপত্র যাচাইকরবে এবং যোগ্যতা পূরণের ভিত্তিতে প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হবে।
  • আবেদনকারীদের দ্বারা আপলোড করা শংসাপত্রের মাধ্যমে প্রার্থীকে নিশ্চিত করা হবে।
  • নিয়োগের জন্য মেরিট লিস্ট প্রস্তুত করা হবে মোট নম্বরের ভিত্তিতে।
আরও পড়ুন:  IGCAR Recruitment 2024: অ্যাটমিক এনার্জি বিভাগে একাধিক কর্মী নিয়োগ, শুরু হল আবেদন প্রক্রিয়া

আবেদন শুরুর তারিখ: 8ই মে, 2024
আবেদনের শেষ তারিখ: 22শে মে, 2024
Employment No – CSL/P&A/RECTT/CONTRACT/CSE/CANTEEN/2020/25

CSL Recruitment – গুরুত্বপূর্ণ লিংক

অফিসিয়াল পোর্টাল: https://cochinshipyard.in/
অফিসিয়াল বিজ্ঞপ্তি: এখনি পড়ুন

Leave a Comment