NextGen Edu Scholarship 2024-25: বেসরকারি স্কলারশিপে মাধ্যমিক পাশে ১৫ হাজার টাকা! বিস্তারিত দেখে নিন

By

NextGen Edu Scholarship 2024-25

NextGen Edu Scholarship 2024-25: এওয়াই (EY) গ্লোবাল ডেলিভারি সার্ভিসেস এবং বাডি4স্টাডি যৌথভাবে চালু করেছে একটি বেসরকারি শিক্ষাবৃত্তি প্রোগ্রাম। এই প্রোগ্রামটির মাধ্যমে ভারতের বিভিন্ন স্কুলের একাদশ শ্রেণীতে অধ্যয়নরত মেধাবী এবং অর্থনৈতিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের সহায়তা প্রদান করা হবে। এই স্কলারশিপে সারা দেশ জুড়ে ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে।

আজকের পোস্টটির মাধ্যমে এই স্কলারশিপ এর যোগ্যতা, আবেদন পদ্ধতি, শিক্ষাবৃত্তির পরিমাণ নিয়ে আলোচনা করা হয়েছে, সম্পূর্ণ বিষদে জানার জন্য সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

বিষয়তথ্য
প্রোগ্রামের নামNextGen Edu Scholarship 2024-25
আয়োজকEY গ্লোবাল ডেলিভারি সার্ভিসেস এবং Buddy4Study
উদ্দেশ্যমেধাবী এবং অর্থনৈতিকভাবে দুর্বল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা।
যোগ্যতাএকাদশ শ্রেণীর ছাত্র/ছাত্রী এবং মাধ্যমিক পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।
বৃত্তির পরিমাণ১৫,০০০ টাকা
আবেদনের শেষ তারিখ২৬ জুন, ২০২৪

যোগ্যতা – NextGen Edu Scholarship Eligibility

আবেদন করতে হলে শিক্ষার্থীদের নিম্নলিখিত শর্তগুলি/যোগ্যতা গুলি পূরণ করতে হবে:

  • শ্রেণী: আবেদনকারীদের অবশ্যই একাদশ শ্রেণীতে ভারতের যেকোন প্রাইভেট বা সরকারি স্কুলে অধ্যয়নরত হতে হবে।
  • শিক্ষাগত যোগ্যতা:মাধ্যমিক বা দশম শ্রেণীতে অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে।
  • পারিবারিক আয়: পরিবারের মোট বাৎসরিক আয় ৩ লাখ টাকার কম হলে মাধ্যমিক পাশ ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে।
আরও পড়ুন:  Madhyamik Pass Scholarship 2024: মাধ্যমিক পাশে সেরা কয়েকটি স্কলারশিপ, যোগ্যতা সহ বিস্তারিত জানুন

তবে এর একটি সীমাবদ্ধতা রয়েছে, বাডি4স্টাডি এবং EY গ্লোবাল ডেলিভারি সার্ভিসেসের কর্মচারীদের সন্তানরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে না।

স্কলারশিপের বৃত্তির পরিমাণ (Amount)

NextGen Scholarship এর অধীনে শিক্ষার্থীরা ১৫,০০০ টাকার বৃত্তি পাবে। এই অর্থ শিক্ষার্থীরা শিক্ষাগত খরচের জন্য ব্যবহার করতে পারবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট (Documents)

  • মাধ্যমিক/দশম শ্রেণীর মার্কশিট
  • সরকারী ঠিকানা প্রমাণ (আধার কার্ড)
  • পারিবারিক আয়ের প্রমাণ (ইনকাম সার্টিফিকেট)
  • ভর্তি প্রমাণ (স্কুল/কলেজ আইডি কার্ড, একাডেমিক ফি রিসিপ্ট)
  • ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ
  • রঙিন ফটোগ্রাফ

কিভাবে আবেদন করবেন? (Application Process)

  • বাডি4স্টাডি এর ওয়েবসাইট এর মধ্যে যেতে হবে এবং নিজেকে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
  • এরপর আপনার রেজিস্টার্ড আইডি দিয়ে Buddy4Study-তে লগইন করুন এবং ‘Application Form Page’-এ যেতে হবে।
  • আপনার যদি নাম রেজিস্টার না করা থাকে, তবে ইমেল/মোবাইল/জিমেইল অ্যাকাউন্ট দিয়ে রেজিস্টার করে ফেলতে হবে।
  • এখন আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম পেজে রিডিরেক্ট করবে।
  • এরপর Start Application অপশনে ক্লিক করে ফর্ম ফিলাপ শুরু করতে হবে।
  • আবেদন ফর্মটি ফিলাপ হয়ে গেলে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।
  • এরপর Terms and Conditions গ্রহণ করে প্রিভিউ অপশন এর মধ্যে ক্লিক করতে হবে।
  • প্রিভিউ স্ক্রিনে আপনার সমস্ত তথ্য সঠিক দেখালে, সাবমিট অপশন এর মধ্যে ক্লিক করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
আরও পড়ুন:  Nabanna Scholarship 2024: শিক্ষার্থীদের 10,000 টাকা বৃত্তি, দেখে নিন অনলাইন আবেদন পদ্ধতি

আবেদন এর শেষ তারিখ (Application Last Date)

আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ ২৬ জুন, ২০২৪। এখন আবেদন প্রক্রিয়া একদম শেষ পর্যায়ে যারা আবেদন করতে আগ্রহী তারা স্কলারশিপটি সম্পর্কিত তথ্য গুলি পর্যালোচনা করে সঠিক সময় সীমার মধ্যে আবেদন করতে পারবে।

শিক্ষার্থীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ, যেসব শিক্ষার্থীর মধ্যমিকে ৬০ শতাংশ বা তার বেশি মার্কস রয়েছে তারা এই স্কলারশিপটির জন্য আবেদন জানতে পারে।

Leave a Comment