শিলিগুড়ি জেলা হাসপাতালে শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন এর শেষ তারিখ ২২ মে ২০২৪

By

Siliguri District Hospital Recruitment

কি চাকরি চাই, আজ চাকরি প্রার্থীদের জন্য আর একটি দারুন সুখবর নিয়ে হাজির হয়েছি, এবার শিলিগুড়ি জেলা হাসপাতাল এর হচ্ছে কর্মী নিয়োগ, কিছুদিন আগে বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছিল শিলিগুড়ি জেলা হাসপাতাল। যা চাকরি প্রার্থীদের জন্য সর্বশেষ সুযোগ প্রদান করে।

যেসব প্রার্থী Medical ফিল্ডে পড়াশোনা করে এখন বেকার বসে আছে তাদের জন্য শিলিগুড়ি জেলা হাসপাতাল এর মধ্যে চাকরি পাওয়ার সেরা সুযোগ। শূন্যপদে আবেদন করার যোগ্যতা কি, কিভাবে আবেদন করবেন সমস্থ কিছু আজকের প্রতিবেদনটির মাধ্যমে তুলে ধরা হল। আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে প্রতিবেদনটি মনোযোগ স্কয়ারে পড়তে পারেন।

আরও পড়ুন:  Indian Air Force Agniveervayu Recruitment 2024: অগ্নিবীর হিসাবে ভারতীয় বিমান বাহিনীতে চাকরির সুযোগ

পদের নাম: House Staff
শূন্যপদের সংখ্যা: ১৪ টি
যোগ্যতা: যোগ্যতা হিসাবে প্রার্থীকে MBBS আথবা ইন্টার্নশিপ করতে হবে এবং একটি স্বীকৃত কলেজ থেকে medical registration certificate থাকতে হবে।
বয়স সীমা: বয়স সংক্রান্ত কোনরকম তথ্য বুগয়পতিতে দেওয়া হয়নি।

আবেদন পদ্ধতি

বেশিরভাগ চাকরির আবেদন প্রক্রিয়া অনলাইন মাধ্যমে হলেও শিলিগুড়ি হাসপাতাল এর শূন্যপদ গুলির জন্য আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অফলাইন প্রক্রিয়ায় হবে। আগ্রহী প্রার্থীর আবেদন করতে আবেদন ফর্ম পূর্ণ করে প্যান কার্ড, MBBS মার্ক শীট, আধার কার্ড, Internship Completion Certificate, এবং Medical Council Registration Certificate এর মতো প্রয়োজনীয় ডকুমেন্ট গুলির সাথে Office of the Superintendent, Siliguri District Hospital, Darjeeling, PIN-734001 ঠিকানায় আবেদন ফর্মটি পাঠিয়ে দিতে হবে।

আরও পড়ুন:  ভারতীয় রেলে Loco Pilot পদে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে করুন আবেদন

নিয়োগ প্রক্রিয়া

প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া হবে দুটি ধাপে, প্রথম ধাপে ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীদের বাছাইকরণ অড়ক্রিয়া হবে, এরপর সর্বশেষে ডকুমেন্ট যাচাইকরণ এর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।

মাসিক বেতন

১৪ টি শূন্যপদের জন্য মাসিক বেতন কত দেওয়া হবে, এই সম্পর্কিত কোন তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়নি। তবে পরে জানিয়ে দেওয়া হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ – ১৪/০৫/২০২৪
আবেদন প্রক্রিয়া শেষের তারিখ – ২২/০৫/২০২৪

অফিসিয়াল পোর্টাল – https://darjeeling.gov.in/
অফিসিয়াল বিজ্ঞপ্তি – Read


Leave a Comment