West Bengal Board Madhyamik Question Paper 2017 |

By

9
‘Madhyamik Previous Year 2017 Question Paper’

সুপ্রিয় ছাত্র-ছাত্রীবৃন্দ

আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ২০১৭ সালে সংঘটিত পরীক্ষার প্রশ্নপত্র। এখানে তুমি মাধ্যমিক এর প্রায় সমস্থ বিষয় এর ২০১৭ সালের পরীক্ষার প্রশ্নপত্র Download করতে পারবে। অতএব দেরি না করে এখনেই প্রশ্ন পত্রগুলি Download করে নাও। 

Previous Year Madhyamik Question & Paper : মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে বিগত বছরের প্রশ্ন-পত্র গুলি তাদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে বিশেষ ভাবে সাহায্য করবে। যেসব শিক্ষার্থী ২০২৪ সালে মাধ্যমিক পরীক্ষা দিবে, তাদের জন্য বিগত বছরের প্রশ্ন পত্রগুলি সমাধান করা খুবেই উপকার হবে। বিগত বছরের প্রশ্নপত্রগুলি সমাধান করলে শুধু আগামী পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি, মাধ্যমিক পরীক্ষায় কিরকম প্রশ্নপত্র হয় তার ধরণও বোঝা যায় এবং প্রশ্ন পত্রের কাঠামো সম্পর্কেও জানা যায়। 

Name of the BoardWest Bengal Board Of
Secondary Education
Exam Conduct ByWBBSE
Name of the StateWest Bengal
ClassMadhyamik / Class 10
Academic Year2022 – 2023
Official Websitewbbse.org
আরও পড়ুন:  West Bengal Board Madhyamik Question Paper 2020 |

West Bengal Board Madhyamik Previous Year 2017 Question Paper 

এখান থেকে আপনি মাধ্যমিক ২০১৭ সালের পরীক্ষার প্রশ্নপত্র সংগ্রহ করতে পারেন। মাধ্যমিক পরীক্ষার সমস্থ বিষয় এর পরীক্ষার প্রশ্ন পত্র আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন। অতএব আর সময় নষ্ট না করে তোমার প্রস্তুতি আরও সুদৃঢ় করতে এখনেই ২০১৭ সালের মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন পত্রগুলি সংগ্রহ করে নাও। 

মাধ্যমিক বাংলা ২০১৭ সালের
প্রশ্নপত্র
Download
মাধ্যমিক ইংরেজী ২০১৭ সালের
প্রশ্নপত্র
Download
মাধ্যমিক ভূগোল ২০১৭ সালের
প্রশ্নপত্র
Download
মাধ্যমিক ইতিহাস ২০২৭ সালের
প্রশ্নপত্র
Download
মাধ্যমিক জীবনবিজ্ঞান ২০১৭ সালের
প্রশ্নপত্র
Download
মাধ্যমিক ভৌতবিজ্ঞান ২০১৭ সালের
প্রশ্নপত্র
Download
মাধ্যমিক অংক ২০১৭ সালের
প্রশ্নপত্র
Download

Last 4 Years Madhyamik Question Paper PDF Free Download

এখান থেকে মাধ্যমিক বাংলা, ইংরেজী, ভূগোল, ইতিহাস, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, অংক বিষয় গুলি এর 2017 – 2020 সালে সংঘটিত পরীক্ষার প্রশ্নপত্র সংগ্রহ করার জন্য ইচ্ছুক তবে আপনি Download লেখাটির উপর ক্লিক করুন। লেখাটির ওপর ক্লিক করলে আপনার পছন্দ মতো সালের প্রশ্নপত্র ডাউনলোড হয়ে যাবে। 
মাধ্যমিক সব বিষয় ২০১৭ সালের প্রশ্নপত্রDownload
মাধ্যমিক সব বিষয় ২০১৮ সালের প্রশ্নপত্রDownload
মাধ্যমিক সব বিষয় ২০১৯ সালের প্রশ্নপত্রDownload
মাধ্যমিক সব বিষয় ২০২০ সালের প্রশ্নপত্রDownload
আরও পড়ুন:  উচ্চমাধ্যমিক পরীক্ষার সমস্থ বিষয়ের প্রশ্নপত্র 2023 PDF (WBCHSE) | WB HS Previous Year Question Paper 2023 PDF

প্রশ্ন পত্র গুলি সংগ্রহ করে যদি আপনি ভালো ভাবে অনুশীলন করেন তবে আপনার প্রস্তুতি আরও ভালো হয়ে উঠবে। একজন শিক্ষার্থী বিগত পরীক্ষার প্রশ্নপত্র গুলি দেখে পরীক্ষার প্রশ্ন পত্রের কাঠামো সম্পর্কে জানতে পারে এবং প্রশ্নের ধরণ সম্পর্কে জানতে পারে। অর্থাৎ, একজন শিক্ষার্থীর পক্ষে বিগত বছরে প্রশ্নপত্র সংগ্রহ করা পরীক্ষার প্রস্তুতি গ্রহণের জন্য উপকার সাধ্য হতে পারে। তাই পরীক্ষার প্রস্তুতি আরও দৃঢ় ভাবে নেওয়ার জন্য অবশ্যই বিগত বছরে প্রশ্নপত্র গুলি সংগ্রহ করে নাও। বিগত বছরের পরীক্ষার প্রশ্নপত্রের PDF গুলি সংগ্রহ করাতে উপরের লেখাটি বিস্তারিত পড়ো। 

মাধ্যমিক পরীক্ষা 2024 এর প্রস্তুতির কিছু টিপস : 

মাধ্যমিক বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করার সময় কিছু সূক্ষ্ম পদ্ধতি অনুসরণ করা প্রয়োজন। নিম্নলিখিত অংশে, দশম শ্রেনীর শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ কিছু টিপস আলোচনা করা হয়েছে। বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য শিক্ষার্থীদের অবশ্যই কিছু নির্দেশাবলী অনুসরণ করতে হবে।
  • শিক্ষার্থীকে মাধ্যমিক পরীক্ষার সংশোধিত সিলেবাস সম্পর্কে জানতে হবে এবং সংশোধিত সিলেবাস অনুযায়ী মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। 
  • শিক্ষার্থীদের অবশ্যই বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য একটি সময় সারণী তৈরি করতে হবে। 
  • সব বিষয়ের জন্য সমান সময় বরাদ্দ করতে হবে এবং সেই সময় অনুযায়ী পড়াশোনা দিনের পর দিন চালিয়ে যেতে হবে।
  • যে বিষয়ে শিক্ষার্থীরা একটু বেশি সমস্যায় পড়েন সেই বিষয়কে শিক্ষার্থীদের আপেক্ষিক ভবে বেশি সময় দিতে হবে।
  • পুরো সিলেবাস শেষ করার পরেই ছাত্রছাত্রীদের বিগত বছরের প্রশ্নপত্র গুলি অনুশীলন করতে হবে।
  • মোবাইল এর ব্যবহার কমাতে হবে এবং বোর্ডের পড়াশোনায় একটু বেশি সময় নিয়োগ করতে হবে। 
  • দশম শ্রেণীর বোর্ড পরীক্ষার সময় শারীরিক ও মানসিক দিক থেকে সুস্থ থাকতে হবে। 
আরও পড়ুন:  Last 10 Years Madhyamik Question Paper PDF Free Download | পশ্চিমবঙ্গ বোর্ড (WBBSE) এর MADHYAMIK পরীক্ষার বিগত 4 বছরের প্রশ্নপত্র এর PDF ডাউনলোড করুন।

1 thought on “West Bengal Board Madhyamik Question Paper 2017 |”

Leave a Comment