মাধ্যমিক পরীক্ষা 2023 |
সুপ্রিয় ছাত্র-ছাত্রীবৃন্দ
ছাত্র-ছাত্রীদের কাছে যদি বিগত 4 বছরে পরীক্ষায় আসন্ন প্রশ্নপত্রের পিডিএফ থাকে তবে কোন বিষয় নিয়ে ছাত্র-ছাত্রীদের অধ্যায়ন ও পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য খুব সুবিধা জনক হয়ে থাকে। সেই উদ্দেশ্যে ছাত্র-ছাত্রীদের খুব সহজে পশ্চিমবঙ্গ বোর্ডের মাধ্যমিক এর সমস্ত বিষয় এর বিগত 4 বছরের প্রশ্নপত্রের পিডিএফ এখানে সংগ্রহ করে দেওয়া হয়েছে। যেগুলো খুব সহজে ছাত্রছাত্রীরা ডাউনলোড করে অধ্যায়ন শুরু করতে পারবে।
গত 4 বছরের পশ্চিমবঙ্গ বোর্ড (WBBSE) MADHYAMIK পরীক্ষার প্রশ্নপত্র এর PDF ডাউনলোড করুন (প্রশ্নপত্র 2017, 2018, 2019,2020, এর সালের) । WBBSE-এর বিগত বছরের প্রশ্নপত্র গুলি তাদের জন্য, যারা মাধ্যমিক (দশম শ্রেণীর) পরীক্ষার 2024 -এর জন্য প্রস্তুতি নিচ্ছেন।
পশ্চিমবঙ্গ বোর্ড (WBBSE) MADHYAMIK পরীক্ষার প্রশ্নপত্র শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নপত্রগুলো অধ্যয়নের পর পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
তাছাড়া পরীক্ষায় মাঝে মাঝে প্রশ্ন কমন হয়ে থাকে। বছর ভিত্তিক প্রশ্নপত্র দেখার পরে, ছাত্র – ছাত্রীরা মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন পত্রের একটি ধারণা নিতে পারবে।
পশ্চিমবঙ্গ বোর্ড (WBBSE) MADHYAMIK পরীক্ষার বিগত বছরের প্রশ্নপত্র
পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষার আগের বছরের প্রশ্নপত্র WBBSE মাধ্যমিক বোর্ড পরীক্ষা 2024-এর প্রস্তুতিতে বিশেষ ভাবে সাহায্য করবে ৷ যে সমস্ত ছাত্রছাত্রীরা দশম শ্রেণীতে পড়ছে বা 2024 এ মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের অবশ্যই আগের বছরের এবং বিগত 4 বছর এর প্রশ্নপত্রগুলি অনুশীলন করতে হবে ৷ পশ্চিমবঙ্গ ক্লাস 10 এর বিগত বছরের প্রশ্নপত্র অনুশীলন করে, শিক্ষার্থীরা পরীক্ষার প্যাটার্ন এবং বোর্ড পরীক্ষার জন্য সঠিক ভাবে প্রস্তুতি নিতে পারবে এবং নিজের পড়াশুনার ক্ষেত্রে খামতি ধরতে পারবে। যে সমস্ত শিক্ষার্থীরা WB দশম শ্রেণীর বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য বিগত 4 বছরের প্রশ্নপত্র ডাউনলোড করার জন্য শিক্ষার্থীদের ডাউনলোড লিঙ্ক দেওয়া হয়েছে।
সংশোধিত পাঠ্যক্রম ডাউনলোড করা ছাড়াও, শিক্ষার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গ এর Board Exam (দশম শ্রেণীর) এর আরো ভালো প্রস্তুতির জন্য বিগত বছরের প্রশ্নপত্রগুলিও সংগ্রহ করলে তাদের পক্ষে সুবিধাজনক হবে। শিক্ষার্থীদের পুরো সিলেবাস শেষ করার পরই বিগত বছরের প্রশ্নপত্র অনুশীলন করতে হবে। বিগত বছরের প্রশ্নপত্রের অনুশীলন শিক্ষার্থীদের পরীক্ষার প্যাটার্ন এবং বোর্ড পরীক্ষার মধ্যে কি কি অসুবিধা বা সমস্যা হয় সেটা বুঝতে সাহায্য করবে। নিম্নলিখিত নিবন্ধে, আমরা শিক্ষার্থীদের পশ্চিমবঙ্গ Board এর দশম শ্রেণীর বা মাধ্যমিক পরীক্ষার বিগত বছরের প্রশ্নপত্র সরবরাহ করেছি।
এখানে 2021 সালের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হয়নি, কারণ সেবছর lockdown থাকার কারণে মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হয়নি।
Name of the Board | West Bengal Board Of Secondary Education |
Exam Conduct By | WBBSE |
Name of the State | West Bengal |
Class | Madhyamik / Class 10 |
Academic Year | 2022 – 2023 |
Official Website | wbbse.org |