স্বাভাবিক ক্ষয়চক্র ও শুষ্কতার ক্ষয়চক্রের মধ্যে পার্থক্য লিখো।

By

স্বাভাবিক ও মরু ক্ষয়চক্রের মধ্যে পার্থক্য নিয়ে নিচে আলোচনা করা হল –

বিষয়

স্বাভাবিক ক্ষয়চক্র

শুষ্কতার ক্ষয়চক্র/মরু ক্ষয়চক্র

সংজ্ঞা

স্বাভাবিক ক্ষয়চক্রের মধ্যে
জলপ্রবাহের দ্বারা ভূপৃষ্টের ক্ষয়, বহন ও সঞ্চয় সর্বাধিক সংগঠিত হয়
তাই ডেভিস নদীর ক্ষয়চক্রকে স্বাভাবিক ক্ষয়চক্র বলে অভিহত করেছেন

মরু অঞ্চলের বায়ু, নদী,
আবহবিকার, পুঞ্জিত ক্ষয় প্রভৃতির মিলিত কার্যের ফলে যৌবন থেকে বার্ধক্য অবস্থা পর্যন্ত
যে ক্ষয়চক্র ঘটে, তাকে
L. C King শুষ্কতার ক্ষয়চক্র
বলে অভিহত করেছেন

জলবায়ু অঞ্চল

স্বাভাবিক ক্ষয়চক্র প্রাধান্য
লাভ করে আদ্র জলবায়ু অঞ্চলে

মরু ক্ষয়চক্র প্রাধান্য
পায় শুষ্ক জলবায়ু অঞ্চলে

নিয়ন্ত্রক

স্বাভাবিক ক্ষয়চক্রের নিয়ন্ত্রক
হিসাবে নদী বা প্রবাহমান জলধারা মুখ্য ভূমিকা পালন করে

মরু ক্ষয়চক্রের নিয়ন্ত্রক
হল বায়ুপ্রবাহ, আবহবিকার, পুঞ্জিত ক্ষয় প্রভৃতি

বন্ধুরতা

পরিণত পর্যায়ে ভূমির বন্ধুরতা
সর্বাধিক হয়

শুষ্কতার ক্ষয়চক্রে যৌবন
পর্যায়ে ভূমির বন্ধুরতা সর্বাধিক হয়

ক্ষয়েচক্রের শেষ
সীমা

সমুদ্রপৃষ্টকে স্বাভাবিক
ক্ষয়চক্রের শেষ সীমা ধরা হয়

বিভিন্ন মরুভূমির ক্ষয়চক্রের
তারতম্যের জন্য শেষ সীমা নির্ণয় করা কঠিন

ভূমিরুপ গঠনকারী
প্রক্রিয়া

এই ক্ষয় কার্য নদী দ্বারা সংগঠিত হয়

এই ক্ষয়চক্র বায়ু, জলধারা,
আবহবিকার, পুঞ্জিত ক্ষয় দ্বারা সংগঠিত হয়

ভূমিরুপ

স্বাভাবিক ক্ষয়চক্রে গিরিখাত,
ক্যানিয়ন, জলপ্রপাত, শৃঙ্খলিত শৈলশিরা, মন্থকূপ, প্লবণভূমি, সমপ্রায়ভূমি, মোনাডনক
প্রভৃতি ভূমিরুপ গড়ে ওঠে

মরু ক্ষয়চক্রে পলল শঙ্কু,
গিরিপথ, পেডিমেন্ট, পেডিপ্লেন প্রভৃতি ভূমিরুপ গঠিত হয়

আরও পড়ুন:  শ্রীলঙ্কার নারকেল চাষের বন্টন আলোচনা করো।

Leave a Comment