স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ব ও থার্স্টোনের বহু উপাদান তত্ত্বের মধ্যে পার্থক্য :
স্পিয়ারম্যান তার দ্বি-উপাদান তত্বে দুটি উপাদানের
কথা বলেছেন। যথা – সাধারণ মানসিক উপাদান(g) ও
বিশেষ মানসিক উপাদান (s)। অপরদিকে মনোবিদ
থার্স্টোন সাতটি
মৌলিক উপাদানের কথা তার বহু উপাদান তত্বে বলেছেন।উভয় তত্ব
দুটি প্রাচীন তত্বের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠ। উভয় তত্ব
দুটির মধ্যে কিছু সাদৃশ্য বা মিল থাকলেও কিছু বৈসাদৃশ্য বা পার্থক্য লক্ষ্য করা যায়। স্পিয়ারম্যানের
দ্বি-উপাদান তত্ব ও মনোবিদ থার্স্টোনের বহু
উপাদান তত্ব এর পার্থক্য নিন্মরূপ আলোচনা করা হল।
বিষয় | দ্বি-উপাদান তত্ব | দলগত উপাদান তত্ব |
১) প্রবক্তা | দ্বি-উপাদান তত্বের প্রবক্তা | দলগত উপাদান তত্বের প্রবক্তা |
২) তত্ব প্রকাশের সাল | ১৯০৪ খ্রিস্টাব্দে দ্বি-উপাদান | ১৯২৪ খ্রিস্টাব্দে দলগত |
৩) মানসিক উপাদানের সংখ্যা | এই তত্বে দুটি মানসিক উপাদানের | এই তত্বে সাতটি মৌলিক উপাদানের |
৪) উপাদানের নাম | এই তত্বের দুটি উপাদানের | এই তত্বের সাতটি উপাদানের |
৫) জন্মগত ও অর্জিত মানসিক | এই তত্বে জন্মগত ও অর্জিত | এই তত্বের সাতটি উপদানই |
৬) সর্বজনীন | এই তত্বে সাধারণ মানসিক | এই তত্বে কর্মসম্পাদনের |
৭) অন্য নামে পরিচিত | স্পিয়ারম্যানের দ্বি-উপাদান | মনোবিদ থার্স্টোনের বহু উপাদান |
৮) কর্মসম্পাদন | কোন কাজ করতে হলে এই তত্বে | এই তত্বের উপাদানগুলি বৌদ্ধিক |
৯) প্রাচীন তত্বের ভিত্তি | দ্বি-উপাদান তত্বটি রাজতন্ত্রবাদের | বহু-উপাদান তত্বটি সমাজতন্ত্রবাদের |
১০) প্রয়োগ বা উপযোগীতা | এই তত্বটি সকলের উপযোগী। | এই তত্বটি বয়স্কদের জন্য |