সংস্কৃত প্রবন্ধ রচনা (উচ্চ মাধ্যমিক)

By

উচ্চমাধ্যমিক সংস্কৃত — যে কোনো বিষয়ে সংস্কৃতে নিবন্ধ রচনা করো সম্পুর্ণ সাজেশন (টেস্ট + ফাইনাল)

%E0%A6%8F%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%B6%20%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A3%E0%A7%80
আজকে আমি তোমাদের জন্য এরমধ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর জন্য এবং যাদের সংস্কৃত বিষয়টি রয়েছে তাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পোস্ট করেছি। ২০১৫ থেকে ২০১৯ সালে আসা সমস্ত সংস্কৃতে নিবন্ধ রচনা আজকের এই পোস্টে দেওয়া রইল। WBCHSE ২০১৫ থেকে ২০১৯ সাল প্রর্যন্ত আসা সমস্ত নিবন্ধ রচনা এই পোস্টের মাধ্যমে উত্তর সহ উপলব্ধ করে দেওয়া হল।  এই পোস্টটি তোমাদের টেস্ট + ফাইনাল পরীক্ষার জন্য অনেক সাহায্য কারী হবে। 

 

নিন্মে থাকা যে কোনো একটি বিষয়ে সংস্কৃতে নিবন্ধ রচনা করো:

(a) পরিবেশদূষণম্— 

 

উত্তর: অস্মাকং পারিপার্শ্বিকং বৃক্ষলতাপ্রাণিনঃ সর্বংনীত্বা অস্মাকং পরিবেশঃ। অধুনা কিঞ্চিৎ প্রাকৃতিক কারনাৎ, প্রধানতয়া মানবসৃষ্ট কারণাৎ চ পরিবেশং প্রত্যহং দূষিতো ভবতি। আধুনিকতায়াঃ পরিনামরূপেণ বায়ুঃ, জলম্, ভূমিঃ, শব্দঃ, সর্বে দূষিতা জাতাঃ আধুনিক জীবনস্য অভিশাপরূপেণ পরিবেশ দূষণম্ আগতম্। ধূমেন দূষিতেন বায়ুনা হৃদয়ব্যাধিঃ জায়তে, বর্জ্য পদার্থেন দৃষিতেন জলেন চর্মরোগঃ জায়তে, এবম্ অত্যুচ্চৈঃ শব্দ করণেন উন্মত্ততা বধিরতা চ উৎপদ্যেতে। এতদর্থম্ পরিবেশস্য ভারসাম্যরক্ষার্থং বনসৃজনং, বৃক্ষরোপণং, জলসংস্কারঃ, নদী সংস্কারঃ বিশেষ মনোযোগেন কর্তব্যাঃ।

 

আরও পড়ুন : বনগতা গুহা বড়ো প্রশ্ন ও উত্তর সাজেশন 

 

(b) শারদোৎসবঃ- 

 

উত্তর:  বঙ্গদেশে শারদোৎসবঃ অস্মাকম্ উৎসবানাং মধ্যে স্মরণীয়ঃ শ্রেষ্ঠঃ উৎসবঃ। শরৎকালে অয়মুৎসবঃ অনুষ্ঠিতম্ ভবতি। প্রধানতয়া দুর্গাপূজায়াঃ এর শরৎকালে সম্পন্নত্বাৎ দুর্গাপুজাং নীত্বা যঃ উৎসবঃ সঃ শারদোৎসবঃ উচ্যতে। অত উৎসবে সিংহবাহিনী মহিষমর্দিনী দুর্গা মণ্ডপে মণ্ডপে পূজ্যতে। তম্ উৎসবম উপলক্ষ্য অখিলাঃ বঙ্গবাসিনঃ নবীনং বস্ত্রাদিকং পরিধায় একত্রী ভূয় ভ্রমিত্বা খাদিত্বা চ পরস্পরং মিলনানন্দং অনুভবন্তি। দেবীং নিকষা সর্বে ‘রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিশো জহি’ ইতি প্রার্থয়ন্তে। সপ্তমী অষ্টমী-নবমী ইতি দিনত্রয়ং দূর্গা পূজা ভরতি। দশম্যাং তিথৌ দুর্গা প্রতিমাঃ বিসর্জয়ন্তি । দশম্যাং তিযৌ মানবাঃ গুরুজনান্ প্রণমত্তি, কনিষ্ঠেভ্যঃ স্নেহাশীর্বাদং যচ্ছন্তি।

 

(c) মম প্রিয়ঃ কবিঃ —

 

আরও পড়ুন:  ইন্দ্রবর্মা ও কনকলেখার কথোপকথন সংক্ষেপে বর্ণনা করো। | উচ্চ মাধ্যমিক সংস্কৃত বাসন্তিকস্বপ্নম নাটক থেকে প্রশ্ন উত্তর | WBCHSE

উত্তর:  মম প্রিয়ঃ কবিঃ মহাকবিঃ কালিদাসঃ। কালিদাসং বিনা সংস্কৃত সাহিত্যং শূনামিব ভাতি। পরন্তু তথ্য আবির্ভাবকালঃ অজ্ঞাতঃ। কেচন্ পণ্ডিত মন্যতে খ্রিষ্টীয়ে পঞ্চমে শতকে দ্বিতীয় চন্দ্রগুপ্তস্য নবরত্মসভায়াম্ স আসীৎ শ্রেষ্ঠঃ রত্নঃ। তেন ত্রীণি রূপকাণিরচিতানি। তানি যথা অভিজ্ঞান শকুন্তলম্, বিক্রমোর্বশীয়ম্, তথাচমালবিকাগ্নিমিত্রম। কুমারসম্ভবম্ তথা চ রঘুবংশম্ তস্য বিরচিতে দ্বে মহাকাব্যে। অপূবং গীতিকাব্যং মেঘদূতম্’ মন্দাক্রান্তা-ছন্দসা তেন বিরচিতম্। কালিদাসস্য প্রতিভা অতুলনীয়া। উপমা-অলংকার প্রয়োগে কালিদাসস্য শ্রেষ্ঠত্বং সর্বজনবিদিতম্। মহাকবিঃ কালিদাসঃ প্রকৃতি-প্রেমিকঃ। অদ্যাপি রসিকাঃ কালিদাস পাঠেন মুগ্ধাভবন্তি চ। 

 

(d) মম আদর্শঃ পুরুষঃ — 

 

উত্তর:  মম আদর্শঃ পুরুষঃ স্বামী বিবেকানন্দঃ। তস্য দৃঢ়চরিত্রম্ বজ্রদীপ্তা বাণী মাম্ আকৰ্ষতি। সঃ ১৮৬৩তমে ঈশ্বরীয়াব্দে উত্তর কলিকাতায়াম্ দত্ত বংশে জন্ম অলভত্। সঃ সনাতন হিন্দু ধর্মস্য বাণীং বিশ্বে প্রসার্য অস্মাকং ভারতবর্ষং বিশ্ববন্দিতম্ অকরোৎ। তেন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা তস্য কর্মবীরত্বং ঘোষয়তি। বয়ম্ ভারতীয়াঃ তস্য আদর্শে দীক্ষিতাঃ ভরামঃ। বেদান্ত-যোগদর্শনয়োঃ শিক্ষা তেন বহুধা বিবৃতা। দুর্বলচিত্তানাং মনঃসু তেজঃ সঞ্চারেণ স আসীৎ প্রাণপুরুষঃ। মনোগতং দৌর্বল্যং বিহায় সদা কর্ম করণায় স উপদিষ্টবান্। অতঃ জগতঃ যুবকানাং স আদর্শস্বরূপঃ আদর্শ পুরুষঃ এব। ১৯০২-তমে ঈশ্বরীয়াব্দে অসৌ দ্যুলোকং প্রস্থিতবান্। তস্য বাণী সর্বত্র ভারতবর্ষস্য জনানাং হৃদয়ে ধ্বনিতা ভবতি ভবিষ্যন্তি

 

(e) রামায়ণম্— 

 

উত্তর:  রামায়ণং বাল্মীকিমুনিনা বিরচিতম্ এবং মহাকাব্যম্। এতৎ ভারতবর্ষস্য আদিকাব্যম্। তত্র কাব্যে সপ্তকান্ডানি সত্তি। যথা বালকান্ডম্, অযোধ্যাকান্ডম্, অরণ্যকাল্ডম্, কিষ্কিন্ধ্যাকান্ডম্, সুন্দরকাল্ডম্, যুদ্ধকাল্ডম, উত্তরকান্ডঙ্কেতি। রামায়ণে ২৪,০০০ শ্লোকানি সত্তি। রামায়ণে রামসীতয়োঃ প্রেম সমুজ্জ্বলং চিত্রিতম্। মহাকবিঃ কালিদাসঃ, ভবভূতিঃ, ভাসঃ প্রমুখাঃ মহন্তঃ পন্ডিতাঃ রামায়ণম্ আশ্রিত্য বহুনি কাব্যানি রচয়ন্তি স্ম। রামায়ণস্য রামচন্দ্রঃ একঃ পতিগতপ্রাণ পতিস্বরূপঃ, পিতৃভক্তঃ প্রজানুরাগী শাসকশ্চেতি। আদর্শ ভ্রাতারূপেণ লক্ষ্মণঃ, ভরতঃ, সতীসাধ্বী, পতিগতপ্রাণা সীতা ভারতত্মায়াঃ মূর্তঃ প্রতীকঃ। রামায়ণী কথা ভারতবাসিনাং চিত্তে চিরং তিষ্ঠতি স্থাস্যতি চ।

 

(f) অন্তর্জার্লিম্— 

 

উত্তর:  আঙ্গলভাষয়া যৎ Internet ইত্যুচাতে তাদের সংস্কৃতভাষয়া ‘অন্তর্জালম্’ ইত্যুচাতে। বিস্ময়করম্ ইদম্ বস্তু বর্তমানে জগতি একঃ আবশ্যিকঃ বিষয়ঃ। অন্তর্জালব্যবস্থা অস্মাকং জীবন-পরিচালনায়, কর্মপরিচালনায় চ প্রভূতরূপেণ সহায়তাং করেছি। সমগ্রং বিশ্বম্ সপদি এর অস্মান্ নিকষা আয়াতি অনেন ব্যবস্থামাধ্যমেন। শিক্ষাব্যবস্থাতঃ আরভ্য কর্মজীবনেষু অন্তর্জালং বিপ্লবং সাধিতবান্। তথ্যানাং আদানপ্রদানং, তথ্য সংগ্রহঃ অধুনা অন্তর্জালমাধ্যমেন অনায়াস লব্ধাঃ। সর্বকার্যব্যবস্থা অধুনা অন্তর্জালেন ভবতি এর । বহুজনহিতায় বহুজনসুখায় যদ্যপি ইয়ং ব্যবস্থা চলতি, তথাপি যথার্থ প্রয়োগাভাবাৎ ক্বচিৎ ক্বচিৎ অন্তর্জাল দ্বারা বহুবিধা অনর্থা অপি জায়ন্তে ইতি সত্যম্। অস্মিন্ বিষয়ে অত্যাসক্তিঃ সমাজে কুপ্রভাবং জনয়তি। বিশেষতঃ তরুণসমাজস্য অত্যাসক্তিঃ অস্মিন্ বিষয়ে বহুধা অনর্থং জনয়তি।

আরও পড়ুন:  আর্যাবর্তের বর্ণনা দাও।

 

(g) মম গ্রামঃ —

 

উত্তর:  মম গ্রামঃ বৃন্দাবনপুরঃ ইত্যাখ্যঃ। গ্রামং নিক্ষা নদী প্রবহতি। গ্রামঃ বৃক্ষশোভিতঃ ভবতি। গ্রামস্য মধ্যে একঃ বিপণিকেন্দ্রঃ, বিদ্যালয়ঃ, চিকিৎসাকেন্দ্রঃ সন্তি। সর্বে গ্রামবাসিনঃ মিত্রতা ভাবাপন্নাঃ ভূত্বা তিষ্ঠন্তি। গ্রামবাসিনাং মধ্যে অধিকতরাঃ কর্মকাঃ কোহপি বা বহিঃ জীবিকাসংগ্রহায় যাতি। সর্বে জনাঃ বিপদি মিলিতরূপেন সমাধানং কুর্বন্তি। পরস্পরং প্রতি বিশ্বাস ভাজনম্, মেলনস্য ভাবঃ এর অস্য গ্রামস্য শান্তিপূর্ণ বাতাবরণস্য মূলম্। গ্রামে দুর্গোৎসবঃ, বসন্তোৎসবঃ, কর্ষনোৎসবঃ ভবস্তি। গ্রাম-মধ্যে অধিকাংশাঃ জনাঃ শিক্ষিতাঃ। মম গভীরঃ স্নেহঃ মম প্রিয়গ্রামং প্রতি বর্ততে।

 

(h) মম দেশঃ —

 

উত্তর:  মম দেশঃ ভারতবর্ষ। তস্য উত্তরপ্রান্তে তুষারাবৃতঃ হিমালয়ঃ ইতি অতীব উন্নতঃ পর্বতঃ, মধ্যভাগে চ বর্তাতে বিন্ধ্যপর্বতঃ, পশ্চিমে চ বিরাজতে সহ্যাদ্রিঃ। দক্ষিণপ্রান্তে পশ্চিমে পূর্বাংশে চ ভারত ভূমিঃ সাগরেঃ পরিবেষ্টিতা। ভারতবর্ষস্য সংস্কৃতিঃ সুপ্রাচীনাঃ। কালে কালে বিবিধা মানবাঃ অত্র সমাগতাঃ। বিশালে ভারতবর্ষে বিরাজতে বহুনাং ধর্মানাং, জাতীনাং, সর্বাসাম, মতানাং চ সমাবেশঃ। প্রকৃতিঃ অপি অত্র বৈচিত্র্যশালিনী। পর্বতসাগর বনানী-মরু-সমতলানাম্ অপূর্ব বৈচিত্র্যং বিদ্যতে। যদ্যপি বৈচিত্র্যম্ বৈপরীত্যং চ বহুতরম্, তথাপি ভারতবাসিনাং মনসি ঐক্যভাবনায়াঃ অভাবঃ নাস্তি। বৈচিত্র্যনোং মধ্যে ঐক্যম্ ভারতবর্ষস্য ধর্মঃ। অতঃ আসমুদ্র হিমাচলং ভারতবর্ষম্ পৃথিব্যাঃ মানদণ্ডঃ ইতি তিষ্ঠতি।

 

(i) মম জীবনে স্মরণীয়ং দিনম্—

 

উত্তর: রক্তদান শিবিরে রক্তদানং মম জীবনে স্মরণীয়ং দিনমেকম্। মম নিবাসঃ কলিকাতায়াম্। তত্র একস্য প্রতিষ্ঠানস্য সদস্যাঃ ১৫ অগষ্টে ২০১৯ সনে রক্তদানশিবিরমায়োজিতবন্তঃ। অহম্ অতীব উৎসুকঃ। সামাজিক কর্মে রক্তদানম্ এবং জীবনদানং কর্ম। মানব শরীরে নানাবিধে সময়েষু রক্তস্য প্রয়োজনং ভবতি। কিন্তু রক্তদানসময়ে অহম্ অতীব মনসি দুর্বলঃ ভবামি। কিন্তু গৃহং আগত্য মম পরিবার জনাদ অহং রক্তদানস্য বিষয়ং বিস্তারেণ শৃণোমি। এতদ শ্রুত্বা মম অন্তরস্য ভয়ং দূরীভূতম্ ভবতি । অহম্ অতীব প্রীতঃ, উৎফুল্লঃ।

আরও পড়ুন:  বনগতা গুহা' গদ্যাংশটির সারসংক্ষেপ নিজের ভাষায় লেখো।

 

(j)  স্বামী বিবেকানন্দঃ –

 

উত্তর:  আধুনিক ভারতবর্ষস্য শ্রেষ্ঠঃ সন্তানঃ আসীৎ স্বামী বিবেকানন্দঃ । সচ বঙ্গপ্রদেশস্য কলিকাতায়াম্ ১৮৬৩ খ্রিষ্টাব্দস্য ১২ জানুয়ারি দিবসে জন্মগ্রহণম্ অকরোৎ। বালো তস্য নাম আসীৎ নরেন্দ্রনাথঃ। তস্য পিতুঃ নাম আসীৎ বিশ্বনাথদত্তঃ, মাতা চ ভুবনেশ্বরী দেবী। তস্য গুরুঃ আসীৎ পরমহংসঃ শ্রীরামকৃষ্ণঃ। সন্ন্যাস- গ্রহণাদন্তরং সঃ স্বামি বিবেকানন্দ ইতি নান্না সমগ্রবিশ্বে পরিচিতঃ অভবৎ। বিবেকানন্দঃ আসীৎ বেলুড়মঠস্য, রামকৃষ্ণ মিশনস্য চ প্রতিষ্ঠাতা । আমেরিকা দেশে অনুষ্ঠিতে ধর্মসম্মেলনে স সনাতন হিন্দুধর্মস্য প্রতিনিধিত্বং কৃতবান্। স্বামী বিবেকানন্দঃ সর্বদা শিক্ষাপ্রসারণায়, ধর্মস্য কুসংস্কার মুক্ত করণায় সচেষ্টঃ আসীৎ। সঃ যুবজনস্য আদর্শ স্বরূপঃ। অস্য কর্ম-বীরস্য সিংহসদৃশস্য ১৯০২ খ্রিষ্টাব্দে জীবনাবসানম্ অভবৎ।

 

(k) সংস্কৃতভাষা – 

 

উত্তর: সংস্কৃতভাষা ভারতবর্ষস্য প্রাচীনতমা ভাষা। ইয়ং ভাষা অতীব মধুরা সুললিতা চ। ভারতীয় সংস্কৃতেমূলম্ ইয়ং ভাষা। ভারতবর্ষস্য প্রাচীনতমাঃ গ্রন্থাঃ বেদাঃ সংস্কৃত ভাষয়া রচিতম্। রামায়ণম্ সংস্কৃতভাষয়া রচিতম্। মহাভারতম্ চ সংস্কৃতভাষয়া রচিতম্। মহাকবি কালিদাসঃ সংস্কৃতভাষয়া মহাকাব্যানি নানাবিধানি কাব্যানি চ রচিতানি। সংস্কৃতভাষা ভারতীয় ভাষানাং জননীস্বরূপা। বিশ্বসাহিত্যস্য ভাণ্ডারে সংস্কৃত ভাষায়াঃ ঐতিহ্যম্ বর্ততে। সংস্কৃতভাষাম্ হি অস্মাকম্ অবশ্যমেব পাঠ্যম।

 

(l) মহাভারতম্ —

 

উত্তর: মহর্ষিঃ কৃষ্ণদ্বৈপায়নঃ ব্যাসদেবঃ মহাকাব্যং মহাভারতম্ রচয়তি স্ম। অষ্টাদশপর্বৈঃ রচিতম্ মহাভারতম্। গ্রন্থমিদং লক্ষশ্লোক সমান্বিতম্। অতঃ ইদং গ্রন্থঃ ‘শত সাহস্রী সংহিতা’ ইতি খ্যাতম্। মহাভারতে কৌরবানাং পাণ্ডবানং মধ্যে অনুষ্ঠিতং কুরুক্ষেত্রযুদ্ধং প্রধানবিষয়ম্। মহাভারতস্য অপরম্ আলোচ্য বিষয়ম্ হি ‘সৃষ্টিতত্ত্বম্’ ইতি। মহাভারতস্য অপরঃ উল্লেখযোগ্যঃ অংশবিশেষঃ হি ‘শ্রীমদ্ভগবদ্গীতা’ ইতি। কুরুক্ষেত্রে অর্জুনঃ বিপক্ষ দলে আত্মীয়ান্ দৃষ্ট্বা গান্ডীবং ত্যক্তবান্। তদা সখা শ্রীকৃষ্ণঃ অর্জুনীয় উপদেশং যচ্ছতি স্ম। শ্রীকৃষ্ণস্যঃ উপদেশসমূহাঃ ‘গীতা’ ইতি নান্না পরিচিতঃ। মহাভারতস্য শেষাংশে ‘হরিবংশ’ ইতি অংশবিশেষ বর্ততে।

1 thought on “সংস্কৃত প্রবন্ধ রচনা (উচ্চ মাধ্যমিক)”

  1. কেউ যদি আমার মেসেজটা দেখছো
    মমদিনও চর্চা এ রচনাটা আমার একান্ত প্রয়োজন কেউ যদি আমার কমেন্টটা দেখে থাকে প্লিজ আমার মেলে পাঠিয়ে দিন।
    abhijitgoswami461@gmail.com

    Reply

Leave a Comment