শ্রীলঙ্কার নারকেল উৎপাদনে অগ্রসতার কারণ আলোচনা করো।

By

পৃথিবীর নারকেল উৎপাদক দেশগুলির মধ্যে শ্রীলঙ্কা অন্যতম। নারকেল হল শ্রীলঙ্কার প্রধান অর্থকরী ফসল। নারকেল উৎপাদনের জন্য শ্রীলঙ্কার মধ্যে প্রয়োজনীয় পরিবেশ থাকার কারণে শ্রীলঙ্কা নারকেল চাষে উন্নতি লাভ করেছে। 

উন্নতির কারণ বা অনুকূল পরিবেশ : 

(i) ঐতিহাসিক প্রেক্ষাপট : শ্রীলঙ্কার নারকেল চাষের সূত্রপাত ঘটে ইউরোপীয়দের হাত ধরে। ইউরোপীয়রা এই দেশে উপনিবেশের কাজে ঘাটি স্থাপন করে এবং অনুকূল পরিবেশের অবস্থান দেখে নারকেল চাষ সূত্রপাত ঘটায়। উনবিংশ শতাব্দীর মাঝে মাঝে সময়টির মধ্যে শ্রীলঙ্কায় নারকেল চাষে ব্যপক প্রসার ঘটে। 

(ii) জলবায়ু : নারকেল চাষের জন্য বার্ষিক গড়ে 100 থেকে 150 সেমি বৃষ্টিপাত ও 21 থেকে 30 ডিগ্রি সেন্ট্রিগ্রেট উষ্ণতার প্রয়োজ হয়। শ্রীলঙ্কা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করার কারণে নারকেল চাষের প্রয়োজনীয় বৃষ্টিপাত এবং উষ্ণতা এখানে রয়েছে তাই নারকেল চাষে উন্নতি লাভ করেছে শ্রীলঙ্কা। 

(iii) মৃত্তিকা : নারকেল চাষে আদর্শ মৃত্তিকা হল লবনযুক্ত বেলেমটি। দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার বেশিরভাগ অংশই লবণাক্ত বেলেমাটির অবস্থান থাকায় নারকেল চাষে উন্নতি লাভ করেছে।

(iv) চাহিদা : নারকেলের চাহিদা অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাজারে ব্যপক হারে চাহিদা থাকায় এখানে বাণিজ্যিক উদ্দেশ্যে নারকেল চাষ হয়। 

(v) লবণাক্ত আবহাওয়া : লবণাক্ত আবহাওয়া নারকেল চাষের পক্ষে আদর্শ, আর যা শ্রীলঙ্কায় পাওয়া যায় বলে নারকেল চাষে উন্নতি লাভ করেছে। 

উপরিক্ত কারণগুলি ছাড়াও, উন্নত পরিবহন ব্যবস্থা, মুলধনের যোগান, ভূপ্রকৃতি, অন্যান্য ফসল চাষের প্রতিকূলতা, দক্ষ শ্রমিক, সরকারী সহযোগিতা প্রভৃতি কারণে শ্রীলঙ্কায় নারকেল চাষে উন্নতি লাভ করেছে। 
আরও পড়ুন:  সমুদ্রতরঙ্গের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলি চিত্রসহ আলোচনা করো।

Leave a Comment