শস্যাবর্তন পদ্ধতি কাকে বলে ? এই পদ্ধতির বৈশিষ্ট্য গুলি লিখো।

By

শস্যাবর্তন পদ্ধতি : কৃষিজমির স্বাভাবিক উর্বরতা বজায় রেখে প্রয়োজন মতো ভিন্ন সময়ে ভিন্ন ফসল উৎপাদন করার ক্ষেত্রে ব্যবহৃত পদ্ধতিকে শস্যাবর্তন বলে। একফসলি, দ্বিফসলি ও বহুফসলি শস্যাবর্তন পদ্ধতির প্রয়োগ ভিন্ন ভিন্ন প্রকৃতির হয়ে থাকে। যেমন : একফসলি শস্যাবর্তন এর ক্ষেত্রে বছরে মাত্র একটি ফসলই জমিতে চাষ করা হয়ে থাকে। আবার বহুফসলি শস্যাবর্তন এর ক্ষেত্রে বছরে বিভিন্ন সময়ের ভিত্তিতে প্রায় 3 এর অধিক ফসল জমিতে চাষ করা হয়ে থাকে। 

শস্যাবর্তন পদ্ধতির বৈশিষ্ট্য : শস্যাবর্তন পদ্ধতির বৈশিষ্ট্য গুলি নিচে আলোচনা করা হল –

(i) বিভিন্ন ধরনের শস্য চাষ : একই অঞ্চলে বিভিন্ন ফসল উৎপাদনের মাধ্যমে শস্য সমন্বয় গড়ে তোলা হয়। যেমন – উত্তর ও পূর্ব ভারতে শস্য সমন্বয় অঞ্চল। 

(ii) একাধিক শস্যের প্রাধান্য : শস্য সমন্বয় অঞ্চলে একাধিক ফসল উৎপাদনের ক্ষেত্রে একটি বা দুটি ফসল অনেক ক্ষেত্রে প্রধান্য পায়। যেমন – উত্তরপ্রদেশ ও বিহারে আখ, গম উৎপাদন বেশি হয়। 

(iii) সারবছর ধরে ফসল উৎপাদন : এই পদ্ধতির প্রয়োগের ফলে কোন অঞ্চলে বা দেশে সারবছর ধরে বিভিন্ন ফসল উৎপাদন করা হয়। যেমন – নিন্ম গাঙ্গেয় সমভূমি অঞ্চলের কৃষিকাজ। 
আরও পড়ুন:  পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ আলোচনা করো।

Leave a Comment