রেডিমেড পোশাক শিল্প কাকে বলে? ভারতে রেডিমেড পোশাক শিল্পের বন্টন আলোচনা করো।

By

রেডিমেড পোশাক শিল্প : ‘রেডিমেড’ শব্দটির অর্থ ‘পূর্বে প্রস্তুত’ এবং ‘Germents’ শব্দটির অর্থ হল বস্ত্র। অর্থাৎ, পূর্বে প্রস্তুতকরা বস্ত্র শিল্পকে রেডিমেড পোশাক শিল্প বলে। যখন কোন মানুষের দেহ আবরনের জন্য কাপড় বা বস্ত্রকে প্রয়োজন মতো কেটে হাত ও মেশিনের সাহায্যে নতুন রূপ প্রদান করা হয়, তাকে রেডিমেড পোশাক শিল্প বলে। 

ভারতে রেডিমেড পোশাক শিল্পের বন্টন : পৃথিবীর মধ্যে ভারত রেডিমেড পোশাক উৎপাদনের নিরখে দ্বিতীয় স্থান অধিকার করে। পৃথিবীর মোট রেডিমেড বস্ত্র উৎপাদনের 28 শতাংশ বস্ত্র ভারতে উৎপাদিত হয়। ভারতের মোট জনসংখ্যা 39.6 শতাংশ জনসংখ্যা প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে এই শিল্পের সাথে যুক্ত। প্রশ্ন অনুযায়ী এই শিল্পের বন্টন নিচে আলোচনা করা হল। 

(ক) পশ্চিমা অঞ্চল : ভারতে রেডিমেড পোশাক শিল্পকেন্দ্র ও উৎপাদনের নিরিখে এই অঞ্চলটি সর্বশ্রেষ্ট। এই অঞ্চলে ভারতের চলচ্চিত্র শিল্পের রাজধানী মুম্বাই অবস্থিত হওয়ায় আন্তর্জাতিক মানের বস্ত্র উৎপাদন করা হয়। মহারাষ্ট্রের মুম্বাই, থানে, পুনে, নাকপুর, নাসিক, এবং গুজরাটের আমেদাবাদ (ভারতের ম্যাঞ্চেস্টার), পোর বন্দর, সুরাট, ভাদোদরা প্রভৃতি অঞ্চলে এই শিল্প কেন্দ্র গড়ে উঠেছে। 

(খ) দক্ষিণ অঞ্চল : ভারতের দ্বিতীয় সর্বশ্রেষ্ট রেডিমেড পোশাক শিল্প অঞ্চল হল ভারতের দক্ষিণ অংশ। এই অঞ্চলে উন্নত মানের ও রপ্তানি ভিত্তিক রেডিমেড পোশাক তৈরি করা হয়। কোয়ম্বাটোর, মদুরাই, চেন্নাই এবং কেরেলা, কর্ণাটক রাজ্যে এই শিল্প কেন্দ্র গড়ে উঠেছে। 

(গ) উত্তরা অঞ্চল : এই অঞ্চলে উন্নতমানের ও দেশীয় চাহিদা সম্পন্ন বস্ত্র উৎপাদন করা হয়। উত্তরপ্রদেশের কানপুর, লখনৌউ, এলাহাবাদ, মুজাফরনগর, দিল্লির ওখলা, পাঞ্জাবের অমৃতসর, লুধিয়ানা, হরিয়ানার গুরগাও প্রভৃতি অঞ্চলে এই শিল্প কেন্দ্র গড়ে উঠেছে। 

(ঘ) পূর্বা অঞ্চল : এই অংশে প্রচুর পরিমাণে দেশীয় চাহিদা সম্পন্ন বস্ত্র উৎপাদিত হয়। এই অংশে জনঘনত্ব অধিক হওয়ায় রেডিমেড পোশাক শিল্পের অধিক অবস্থান লক্ষ্য করা যায়। পশ্চিমবঙ্গের কলকাতা, শোতপুর, হাওড়া, শ্যাকনগর, বিহার এর পাটনা, ওড়িশার কটক, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম প্রভৃতি অঞ্চলে এই শিল্প কেন্দ্র গড়ে উঠেছে। 
আরও পড়ুন:  শ্রীলঙ্কার নারকেল উৎপাদনে অগ্রসতার কারণ আলোচনা করো।

Leave a Comment