মৃত্তিকা সৃষ্টির বিশেষ প্রক্রিয়া : প্রকৃতিতে কতগুলি বিশেষ ধরনের প্রক্রিয়া
আছে যেগুলি মৃত্তিকা গঠনের প্রাথমিক ও মৌলিক প্রক্রিয়ার মতো সব ধরনের পরিবেশে
সক্রিয় থাকে না।
সেইসমস্থ
প্রক্রিয়াগুলিকে বিশেষ বা নির্দিষ্ট প্রক্রিয়া বলে। পরিবেশ ভেদে প্রায় মোট ৬ টি বিশেষ
প্রক্রিয়া লক্ষ্য করা যায়। যেগুলি সম্পর্কে নিন্মরূপ আলোচনা করা হল –
(ক) ল্যাটেরাইজেশন : ক্রান্তীয় উষ্ণ ও আদ্র এবং উপক্রান্তীয় মৌসুমী জলবায়ু
অঞ্চলে যে বিশেষ প্রক্রিয়ায় মৃত্তিকার ওপরের স্তর থেকে সিলিকা অপসারিত হয়ে লোহা ও অ্যালুমিনিয়াম
সমৃদ্ধ লাল বর্ণের মৃত্তিকা সৃষ্টি হয়, তাকে ল্যাটেরাইজেশন বলে। এর ফলে ল্যাটেরাইট মৃত্তিকার সৃষ্টি
হয়।
(খ) পডসলাইজেশন : প্রধানত উচ্চ ও মধ্য অক্ষাংশে বা সরলবর্গীয়
অরণ্য অঞ্চলের অপেক্ষাকৃত শীতল জলবায়ু অঞ্চলের মৃত্তিকার থেকে বিভিন্ন ক্ষারকীয়
পদার্থ থেকে ধৌত প্রক্রিয়ায় অপসারিত হয় এবং মাটির উপরের স্তর সিলিকা সমৃদ্ধ হয় এবং
পরবর্তীতে উদ্ভিদের পাতা, কান্ড ও অন্যান্য জৈব পদার্থ পচে হিউমাস সৃষ্টির মাধ্যমে
যে ধুসর ছাই বর্ণের মৃত্তিকা সৃষ্টি হয় তাকে পডসলাইজেশন বলে। এই প্রক্রিয়ার ফলে পডসল মৃত্তিকার
সৃষ্টি লক্ষ্য করা যায়।
(গ)
সেলিলাইজেশন : শুষ্ক ও উষ্ণ মেরু বা মরুপ্রায় জলবায়ু অঞ্চলে যে বিশেষ প্রক্রিয়ার
মাধ্যমে মৃত্তিকার উপরিস্তরে ক্যালসিয়াম, ম্যাগ্নেসিয়াম, সোডিয়াম, ক্লোরাইড
প্রভৃতি লবণ সঞ্চিত হয় এবং বাষ্পিভবনের কারণে লবণের সঞ্চালন উপরের স্তরের মধ্যেই
সীমাবদ্ধ থাকে এবং মাটিকে লবণাক্ত করে তোলে, মৃত্তিকা সৃষ্টির এই বিশেষ
প্রক্রিয়াকে সেলিনাইজেশন বলে। এই প্রক্রিয়ার ফলে সোলানঞ্চক মৃত্তিকার সৃষ্টি হয়।
(ঘ)
অ্যালকালাইজেশন : মরু অঞ্চলে মাটির কাদা কণায় যে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে
ক্যালসিয়াম, ম্যাগ্নেসিয়াম, পটাশিয়াম প্রভৃতি আয়নের তুলনায় সোডিয়াম আয়ন অধিক
পরিমাণে সঞ্চিত হওয়ায় যে তীব্র ক্ষারধর্মী কালো সোলোনেচ মৃত্তিকার সৃষ্টি হয়।
(ঙ)
ক্যালসিফিকেশন : নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে মৃত্তিকা সৃষ্টির যে প্রক্রিয়ায়
মৃত্তিকা পরিলেখের কোন অংশের ক্যালসিয়াম কার্বনেট বা চুনের সঞ্চয় ঘটলে ক্ষারধর্মী
মৃত্তিকার সৃষ্টি হয়।
এই
প্রক্রিয়ায় চারনোজেম চেষ্ট নাট জাতীয় পেডোক্যাল মৃত্তিকার সৃষ্টি হয়।
প্রক্রিয়ার মাধ্যমে বাদামি নীল ও ধুসর বর্ণের চপ বিশিষ্ট গ্লেই মৃত্তিকার সৃষ্টি
হয়। মৃত্তিকা সৃষ্টির এই
প্রক্রিয়াকে গ্লেইজেশন বলে। এই প্রক্রিয়ার ফলে পিট বা বগ মৃত্তিকার সৃষ্টি হয়।