মৃত্তিকার উর্বরতা ও উৎপাদনশীলতার মধ্যে পার্থক্য লেখো।

By

মৃত্তিকার উর্বরতা ও উৎপাদনশীলতার মধ্যে পার্থক্য নিন্মরূপ সুন্দর ভাবে আলোচনা করা হল –

বিষয়

মৃত্তিকার উর্বরতা

মৃত্তিকার উৎপাদনশীলতা

সংজ্ঞা

উদ্ভিদের
প্রয়োজনীয় পুষ্টি মৌলগুলি(
NPK)সুস্বম পরিমাণে সরবরাহ
করার ক্ষমতাকে মাটির উর্বরতা বলে

কোন মাটির শস্য
উৎপাদনের ক্ষমতাকে মৃত্তিকার উৎপাদনশীলতা বলে

নির্ভরতা

মৃত্তিকার
উর্বরতা উৎপাদন শীলতার ওপর নির্ভরশীল নয়

মৃত্তিকার উৎপাদনশীলতা উর্বরতার ওপর নির্ভরশীল হয়

প্রকৃতি

উর্বরতা মাটির
একটি সাধারণ ধর্ম

সঠিক পরিচর্যার
মাধ্যমে মাটির উৎপাদনশীলতা অর্জিত হয়

নিয়ন্ত্রক

উদ্ভিদের
প্রয়োজনীয় পুষ্টি মৌল মৃত্তিকার উর্বরতাকে নিয়ন্ত্রণ করে

উৎপাদন ও
অনুকূল ভৌগলিক পরিবেশ মৃত্তিকার উৎপাদনশীলতাকে নিয়ন্ত্রণ করে

হ্রাস বৃদ্ধি

ঋতু পরিবর্তনের
সাথে মৃত্তিকার উর্বরতা কম বেশি হয় না

ঋতু পরিবর্তনের
সাথে শস্য উৎপাদনের হ্রাস বৃদ্ধি ঘটে

নিশ্চয়তা

সমস্থ ধরনের
উর্বর মাটিতে শস্য উৎপাদন করা যাবে, তার কোন নিশ্চয়তা নেই

সমস্থ ধরনের
মাটিতেই উৎপাদনের নিশ্চয়তা রয়েছে

আরও পড়ুন:  জনবিবর্তন মডেল বলতে কি বোঝ ? পৃথিবীর জনবিবর্তনের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো।

Leave a Comment