মৃত্তিকার উর্বরতা ও উৎপাদনশীলতার মধ্যে পার্থক্য নিন্মরূপ সুন্দর ভাবে আলোচনা করা হল –
বিষয় | মৃত্তিকার উর্বরতা | মৃত্তিকার উৎপাদনশীলতা |
সংজ্ঞা | উদ্ভিদের
প্রয়োজনীয় পুষ্টি মৌলগুলি(NPK)সুস্বম পরিমাণে সরবরাহ
করার ক্ষমতাকে মাটির উর্বরতা বলে। | কোন মাটির শস্য
উৎপাদনের ক্ষমতাকে মৃত্তিকার উৎপাদনশীলতা বলে। |
নির্ভরতা | মৃত্তিকার
উর্বরতা উৎপাদন শীলতার ওপর নির্ভরশীল নয়। | মৃত্তিকার উৎপাদনশীলতা উর্বরতার ওপর নির্ভরশীল হয়। |
প্রকৃতি | উর্বরতা মাটির
একটি সাধারণ ধর্ম। | সঠিক পরিচর্যার
মাধ্যমে মাটির উৎপাদনশীলতা অর্জিত হয়। |
নিয়ন্ত্রক | উদ্ভিদের
প্রয়োজনীয় পুষ্টি মৌল মৃত্তিকার উর্বরতাকে নিয়ন্ত্রণ করে। | উৎপাদন ও
অনুকূল ভৌগলিক পরিবেশ মৃত্তিকার উৎপাদনশীলতাকে নিয়ন্ত্রণ করে। |
হ্রাস বৃদ্ধি | ঋতু পরিবর্তনের
সাথে মৃত্তিকার উর্বরতা কম বেশি হয় না। | ঋতু পরিবর্তনের
সাথে শস্য উৎপাদনের হ্রাস বৃদ্ধি ঘটে। |
নিশ্চয়তা | সমস্থ ধরনের
উর্বর মাটিতে শস্য উৎপাদন করা যাবে, তার কোন নিশ্চয়তা নেই। | সমস্থ ধরনের
মাটিতেই উৎপাদনের নিশ্চয়তা রয়েছে। |