মুন্ডমাল শব্দ কাকে বলে? উদাহরণ সহ বুঝিয়ে দাও।

By

মুন্ডমাল শব্দ:  একাধিক শব্দে গঠিত একটি নাম বা কোন একটি ‘বড়ো‘ নাম দ্রুত ব্যাবহার করার সুবিধার জন্য যখন সেই বড়ো নামকে অনেক সময়  ছোটো করে ব্যাবহার করা হয়ে থাকে। এক্ষেত্রে, কোন একটি বড়ো শব্দে গঠিত একটি নামকে সক্ষেপে করার জন্য শব্দের প্রথম বর্ণ বা অক্ষরগুলিকে নিয়ে যে একটি ছোটো নতুন শব্দ গঠিত করা হয় তাকে মুন্ডমাল শব্দ বলে। অর্থাৎ, মুন্ডমাল শব্দটির সংজ্ঞা সক্ষেপে বলতে গেলে বলা যায় যে, কোন একটি বড়ো নামকে Short রূপে উপস্থাপন করাই হলো মুন্ডমাল শব্দ। 

যেমন –  The United Nations Educational, Scientific and Cultural Organization এই বড়ো নামটির সংক্ষিপ্ত রূপ হলো – UNESCO । 

আরও পড়ুন:  বাংলা সিনেমায় সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো।

শুধু এই সব নামের ক্ষেত্রে মুন্ডমাল শব্দের প্রয়োগ অধিক পরিমাণে লক্ষ্য করা গেলেও, আরো অন্যান্য ক্ষেত্রও এই মুন্ডমাল শব্দের ব্যাবহার লক্ষ করা যায়। যেমন –  

কলকাতা বিশ্ববিদ্যালয় = ক.বি. 

উচ্চমাধ্যমিক = উ.মা. 

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ = প.ব.ম.শি.প. 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ = আই.পি.ল. 

Very Important Person = VIP

District Magistrate = DM

British Broad Casting = BBC

ল.সা.গু. , গ.সা.গু. , ইত্যাদি। 

আবার, এই মুন্ডমাল শব্দের ব্যাবহার বিভিন্ন পাঠ্যক্রম ও ডিগ্রি (B.A. , B.COM. , B.S.C. , M.A. ইত্যাদি), পরীক্ষা (J.E.E, S.S.C ইত্যাদি), সংস্থা বা প্রতিষ্ঠান (UNESCO, NASA ইত্যাদি) এর ক্ষেত্রে লক্ষ্য করা যায়।

আরও পড়ুন:  রূপমূল কাকে বলে ? উদাহরণসহ 'স্বাধীন' ও ‘পরাধীন' রূপমূলের পরিচয় দাও।

Leave a Comment