মামফোর্ড কীত নগরের বয়স ভিত্তিক শ্রেণীবিভাগ করো।

By

মামফোর্ড কীত নগরের বয়স ভিত্তিক শ্রেণীবিভাগ : লুইস মামফোর্ড 1938 সালে পৌরবসতির
বিবর্তনের 6 টি পর্যায়ের কথা উল্লেখ করেছেন
এই ছয়টি পর্যায়ের মধ্যে প্রথম তিনটি গঠনাত্মক এবং পরের তিনটি
ধ্বংসাত্মক বা বিলুপ্তির ক্রমপর্যায় হিসাবে বিশ্লেষিত হয়
নিন্মে এই পর্যায় গুলি সম্পর্কে নিন্মে
আলোচনা করা হল

(ক) ইয়োপলিস
:
শহর বা নগর গঠনের আদি পর্ব হল ইয়োপলিস।
এই পর্যায়ে জনবসতি ও জনসংখ্যা কম থাকে। এই পর্যায়ে বসবাসকারী মানুষের অর্থনৈতিক
কাজকর্ম হল প্রাথমিক স্তরের কাজকর্ম, যেমন – কৃষিকাজ, বনসম্পদ সংগ্রহ, খনিজ সম্পদ উত্তোলন
প্রভৃতি।

আরও পড়ুন:  জীববৈচিত্র্য বিনাশের কারণ আলোচনা করো।

উদাহরণ : চিলকা উপহ্রদের তীরে
অবস্থিত বালুগাও মৎস সংগ্রহনকারী শহরে উন্নীত হয়েছে

(খ) পলিস বা নগর : এটি আধা
পৌরবসতি যা বাজারকে কেন্দ্র করে গড়ে ওঠে
এই পর্যায়ে প্রথম ভাগের শহরটি পাইকারী ও খুচরো বাজার রূপে আত্মপ্রকাশ
করে এবং পার্শ্ববর্তী অঞ্চলে পরিষেবা প্রদান করে
ফলে কাজ কর্মের সুযোগ বৃদ্ধি পায়

উদাহরণ : গ্রীসের ইথেন্সের অ্যাক্রোপলিস, মিশরে আলেকজান্ডিয়া

(গ) মহানগর
বা মেট্রোপলিস :
মেট্রোপলিস শব্দটির অর্থ মাদার-সিটি বা মূল নগরী
এই পর্যায়ে বসতিতে 10 লক্ষ্যের বেশি মানুষ
বসবাস করে
সভ্যতার চূড়ান্ত উন্নতি লক্ষ্য
করা যায় এই পর্যায়ে

বিভিন্ন
ধরনের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক কাজ কর্মগুলি পূর্ণতা পায়

আরও পড়ুন:  স্বাভাবিক ক্ষয়চক্র তত্ত্বটি আলোচনা করো।

(ঘ) মহানগর
পুঞ্জ বা মেগালোপলিস :
মামফোর্ড কৃত নগরের বয়সভিত্তিক শ্রেণীবিভাগের বিলুপ্তির প্রথম
পর্যায় হল মেগালোপলিস

মহানগরের
আকার, আয়তন, জনসংখ্যা প্রভৃতির বৃদ্ধির মাধ্যমে নগর বসতির বিস্ফোরিত রূপ হল মেগালোপলিস
এই পর্যায়ে মহানগরের পার্শ্ববর্তী গ্রাম,
শহর বসতিকে শিল্পাঅঞ্চল গ্রাস করতে থাকে
ফলে অঞ্চলের ব্যবসা বাণিজ্যের সর্বাধিক উন্নতি ঘটে

উদাহরণ : যুক্তরাষ্ট্রের বোস্টন, জাপানের টোকিও-ইওকোহামা প্রভৃতি

(ঙ) টাইরানোপলিস
:
পৃথিবীর সমস্থ বসতি যখন উন্নতির চরমপর্যায়ে পৌছায়, তখন তাকে টাইরানোপলিস বলে
এই পর্যায়ে সমস্থ বসতি গুলি নগরের রূপ
ধারণ করে ফলে অর্থনৈতিক শোষণ চরম পর্যায়ে পৌছায়
এর ফলে এলাকাগুলি থেকে মানুষ অন্যত্র
গমন করতে শুরু করে এবং জনশুন্য হতে শুরু করে
যেমন – ব্রিটিশ যুক্তরাজ্য কম সময়ের মধ্যেই
এই পর্যায়ের অন্তর্ভুক্ত হবে

আরও পড়ুন:  বাংলাদেশের পাট শিল্পের সমস্যা ও সম্ভাবনা আলোচনা করো।

(চ) নেক্রোপলিস
:
এই বসতি মৃদ নগরী নামে পরিচিত
গৃহযুদ্ধ, দুর্ভিক্ষ, অর্থনৈতিক মন্দা, সামাজিক অবক্ষয়, মহামারী
প্রভৃতি কারণে নগর বসতির পরিসমাপ্তি এই পর্যায়ে ঘটে
যেমন – মিশরের সিজা, হরপ্পা, মহেনজারো
সভ্যতা প্রভৃতি

Leave a Comment