ভারতে তেল রসায়ন শিল্পের বন্টন আলোচনা করো।

By

ভূমিকা : স্বাধীনতা
লাভের পরবর্তী সময়ে পঞ্চাশের দশকে পশ্চিমবঙ্গের রিষড়াতে সর্বপ্রথম ভারতের তেল রসায়ন
শিল্পের সূচনা হয়।
এর পরবর্তী সময়ে জামনগর, থানে, ভাদোদরা, হলদিয়া প্রভৃতি অঞ্চলে তেল রসায়ন শিল্প
স্থাপিত হয়
এই শিল্পগুলি ১২ টি বৃহৎ
কোম্পানীর দ্বারা মোট ৫ টি অঞ্চলে গড়ে উঠেছে
।ভারতের তেল রসায়ন শিল্পের অবস্থান ও বন্টন
৫ টি অঞ্চলে ভাগ করে আলোচনা করা হল –

(ক)
পশ্চিমা অঞ্চল :
ভারতের পশ্চিমাঅংশ মহারাষ্ট্র ও গুজরাটে সর্বাধিক তেল রসায়ন শিল্পের
বিকাশ ঘটে।
এই অঞ্চলের প্রধান শিল্প কেন্দ্রগুলি হল – ট্রম্বে (১৯৬৬), থানে-বোলপুর(১৯৬৮),
ভাদোদরা (১৯৬৯), হাজিরা ও জামনগর (১৯৭৭), পটল গঙ্গা (১৯৮৪), প্রভৃতি শিল্প কেন্দ্রগুলি
বিভিন্ন কোম্পানীর সহযোগিতায় গড়ে উঠেছে

আরও পড়ুন:  কাস্ট অঞ্চলের ভূমিরূপ সৃষ্টির অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো।

(খ)দক্ষিণা
অঞ্চল :
এই অংশে তামিলনাড়ু ও কর্ণাটক রাজ্যে তুতিকোরিন (১৯৬৯),চেন্নাই (১৯৭০), ম্যাঙ্গালোর
(১৯৯৬), মানালি প্রভৃতি শিল্প কেন্দ্রগুলি গড়ে উঠেছে
এই শিল্প কেন্দ্রগুলিতে রাসায়নিক সাড়,
ফেনল, কিউমেন, কাস্টিক সদা প্রভৃতি তৈরি করা হয়

(গ)
পূর্বা অঞ্চল :
এই অংশে পশ্চিমবঙ্গের হলদিয়া অঞ্চলে হলদিয়া পেট্রোক্যামিকাল লিমিটেড
এবং বিহারের বারাউনিতে
BPCL শিল্প কেন্দ্র গড়ে উঠেছেহলদিয়া শিল্প অঞ্চলের কেন্দ্র করে ৪০০
টি অনুসারী শিল্পের প্রকল্প বর্তমানে নির্মিত হয়েছে

(ঘ)উত্তরা
অঞ্চল :
উত্তরপ্রদেশের আউরাইয়া, হরিয়ানার পাণিপথ, পাঞ্জাবের পায়াল
হল এই অঞ্চলের তেল রাসায়ন
শিল্প কেন্দ্র।
বিভিন্ন অনুকূল প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশের ওপর নির্ভর করে এই তেল-রসায়ন শিল্প
কেন্দ্রগুলি গড়ে উঠেছে

আরও পড়ুন:  স্বাভাবিক ক্ষয়চক্র তত্ত্বটি আলোচনা করো।

(ঙ)
উত্তর-পূর্ব অঞ্চল :
এই অংশে প্রধান তেল রসায়ন শিল্প কেন্দ্র হল বঙ্গাইগাও রিফাইনারিজ
অ্যান্ড পেট্রোক্যামিকাল লিমিটেড।
এই শিল্প কেন্দ্রটি গড়ে ওঠার প্রধান কারণ একাধিক তৈলশোধাগরের
উপজাত দ্রব্য যা থেকে ন্যাপথা, পলিয়েস্টার, অর্থোজাইলিন প্রভৃতি দ্রব্য তৈরি হয়

Leave a Comment