ভারতের উত্তর পশ্চিমাংশে গম চাষের কেন্দ্রীভবনের কারণ কী?

By

উত্তর ভারতে গমচাষের কেন্দ্রীভবনের কারণ : গম ভারতের দ্বিতীয় প্রধান খাদ্য ফসল। উত্তর ও উত্তর পশ্চিম ভারতে গম চাষ কেন্দ্রীভূত। উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও হরিয়ানা এর মধ্যে ভারতের 60 শতাংশ গম চাষ যোগ্য এলাকা রয়েছে, যেখান থেকে দেশের প্রায় 75 শতাংশ গম উৎপাদিত হয়। প্রশ্ন অনুযায়ী উত্তর পশ্চিমাংশে গম চাষের কেন্দ্রীভবনের কারণগুলি নিন্মরূপ আলোচনা করা হল। 

(ক) অনুকূল জলবায়ু : উত্তর ভারতের উপক্রান্তীয় মৌসুমী জলবায়ুতে শীতকালে শুষ্ক ও শীতল আবহাওয়া, মৃদু তাপমাত্রা ও পশ্চিমী ঝঞ্জা এর প্রভাবে স্বল্প বৃষ্টিপাত গম চাষএর জন্য আদর্শ। 

(খ) উর্বর মাটি : সিন্ধু ও গঙ্গা সমভূমির মৃদু অম্লধর্মী উর্বর পলি দোআঁশ ও বেলে দোআঁশ মাটি গম চাষের প্রসারে সহায়ক হয়েছে। 

(গ) আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার : 1960 এর দশকে সবুজ বিপ্লবের প্রভাবে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ সংগঠিত অঞ্চলে জলসেচ, উচ্চফলনশীল বীজ, রাসায়নিক সার, কীটনাশক, পাওয়ার টিলার, হারভেস্টর ইত্যাদি উন্নত যন্ত্রপাতি ও উন্নত প্রযুক্তিবিদ্যার ব্যবহার করে বাণিজ্যিকভাবে গমের উৎপাদন ও উৎপাদনশীলতা খুব দ্রুত বৃদ্ধি করা  সম্ভব হয়েছে। 

(ঘ) সুলভ ও দক্ষ শ্রমিক : পাঞ্জাব ও হরিয়ানা সংলগ্ন অঞ্চলে কৃষিকাজ করার জন্য পর্যাপ্ত পরিমাণে সুলভ ও দক্ষ শ্রমিক পাওয়া যায়। ফলস্বরূপ এই অঞ্চলে শ্রমিকের অভাব লক্ষ্য করা যায় না, যার ফলে উত্তর-পশ্চিম ভারতে গম এর কেন্দ্রীভবন খুব সহজে ঘটেছে। 

(ঙ) সরকারী কর্মসূচী : গম চাষ তথা কৃষি উন্নতির জন্য সরকার দ্বারা গৃহীত কর্মসূচির মাধ্যমে, গমের বাজার এর নির্ধারন, কৃষি ঋণ, বীমা প্রভৃতি সুযোগ সুবিধা প্রদান করা হয় ফলে এই অঞ্চলে গম চষের কেন্দ্রীভবন ঘটেছে। 

উরিক্ত কারণগুলি ছাড়াও , মূলধন, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, জলসেচের প্রসার, সুবৃহৎ জমি প্রভৃতি কারণে উত্তর ও পশ্চিম ভারতে গম চষে উন্নতি ঘটেছে। 
আরও পড়ুন:  আর্টেজীয় কূপ এর গঠন চিত্রসহ আলোচনা কর। | আর্টেজীয় কূপ গঠনের শর্ত গুলি লেখ?

Leave a Comment