বিভিন্ন প্রকার তটভূমি সম্পর্কে আলোচনা করো।

By

 প্রশ্ন : বিভিন্ন প্রকার তটভূমি সম্পর্কে আলোচনা করো ।
আথবা, তটভূমি কাকে বলে? তটভূমির বিভিন্ন অংশের বিবরণ দাও ?

তটভূমি : মরা কোটাল এর সময় সমুদ্র জলের নিম্নসীমা বিশিষ্ট স্থান থেকে সমুদ্র জলের উচ্চ সীমা বা জোয়ারের উচ্চ জলসীমা পর্যন্ত, যা সমুদ্রবির পাদদেশ অবধি বিস্তারিত।  এই বিস্তারিত অংশটিকে বলা হয় তটভূমি। 

অবস্থান অনুযায়ী তটভূমির চারটি অংশ রয়েছে।  যথা –  (i) পশ্চাৎ তটভূমি, (ii) সম্মুখ তটভূমি, (iii) পুরোদেশীয় তটভূমি, (iv) পশ্চাৎদেশীয় তটভূমিতটভূমির এই চারটি অংশ সম্পর্কে নিচে আলোচনা করা হলো। 

(i) পশ্চাৎ তটভূমি : সমুদ্র জলের উচ্চ সীমা থেকে ভৃগুতট বা খাড়া পাড়ের পাদদেশ পর্যন্ত তটভূমির সবচেয়ে পেছনের যে অংশে ঝটিকা তরঙ্গের জল আসতে পারে সেই অংশটিকে বলা হয় পশ্চাৎ তটভূমি। 

(ii) সম্মুখ তটভূমি : সমুদ্র জলের নিম্ন সীমা অর্থাৎ বাটার সময় কার জল যতদূর পর্যন্ত নেমে যায় সেই নিম্ন সীমা থেকে সমুদ্র জলের উচ্চ সীমা অর্থাৎ জোয়ারের সময় জল যতদূর পর্যন্ত উপরে উঠে সেই উচ্চ সীমা পর্যন্ত বিস্তারিত অংশটি বা তার মধ্যবর্তী অংশটিকে বলা হয় সম্মুখ তটভূমি। 

(iii) পুরোদেশীয় তটভূমি : সমুদ্র জলের নিম্ন সীমা থেকে মহিষোপানের শেষ প্রান্ত পর্যন্ত তটভূমির সবথেকে সামনের যে অংশে সর্বদা জলমগ্ন থাকে তাকে পুরোদেশীয় তটভূমি বলে।  এই অংশটি সর্বদা জলমগ্ন থাকে কখনো উন্মুক্ত হয় না।
Screenshot%202023 04 16%20094107
চিত্র :  তটভূমি অঞ্চল 
আরও পড়ুন:  হিমালয় পার্বত্য অঞ্চলে ভূমিকম্প ও ধস – উচ্চ মাধ্যমিক ভূগোল প্রকল্প

(iv) পশ্চাৎদেশীয় তটভূমি : সম্মুখ তটভূমি ও পুরোদেশীয় তটভূমি এর মধ্যবর্তী যে স্থানে তরঙ্গ ভঙ্গ বা উর্মী ভঙ্গ এর সৃষ্টি হয় তাকে পশ্চাৎদেশীয় তটভূমি  বলে।  তট ভূমির এই অংশটি সম্মুখ তটভূমির সামনে ও পুরোদেশীয় তটভূমির পেছনে অবস্থান করে।


Leave a Comment