বিজ্ঞানী পলম্যান এর ত্রিকোশ মডেলটি চিত্রসহ আলোচনা করো | ত্রিকোশীয় সংবহন মডেল ( Tricullular Circulation Model )

By

বিজ্ঞানী পলম্যানের ত্রিকোশ মডেল : ত্রিকোশীয় সংবহন মডেলটির প্রবক্তা হলেন বিজ্ঞানী পলম্যান। ১৯৫১ সালে বায়ু সঞ্চালনের ওপর নির্ভর এই মডেলটি তিনি উপস্থাপন করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আবহ সংক্রান্ত সঠিক ও নির্ভুল তথ্য থেকে বিশ্লেষিত অংশগুলির ধারণা এর মাধ্যমে এই মোডেলটি উপস্থাপন করা হয়। আধুনিক জলবায়ু বিজ্ঞানীদের মতে বিশ্বব্যাপী নিয়ত বায়ুর প্রবাহের কারণে বিভিন্ন ধরনের কোশের সৃষ্টি লক্ষ্য করা যায়। 

ত্রিকোশীয় মডেলের শ্রেণীবিভাগ : পৃথিবীতে মোট ৭ টি স্থায়ী বায়ুচাপ বলয় অবস্থিত। এর মধ্যে ৪ টি উচ্চচাপ ও ৩ টি নিন্মচাপ বলয় রয়েছে। আর এই চাপবলয় গুলির পার্থক্যের জন্য পৃথিবীতে যাবতীয় বায়ু প্রবাহের সৃষ্টি হয়। পৃথিবীতে মোট ৩ টি বায়ু সঞ্চালন কক্ষ লক্ষ্য করা যায়। 

(ক) হ্যাডলি কোশ : ১৭৩৫ সালে আবহ বিজ্ঞানী হ্যাডলি এই কোশটি আবিষ্কার করেন। বায়ুর এই সঞ্চালন কোশটি নিরক্ষীয় অঞ্চল থেকে উভয় গোলার্ধে ৩০ ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত বিস্তরিত। 

উৎপত্তি : নিরক্ষীয় অঞ্চলের উষ্ণ ও হালকা বায়ু ঊর্ধ্বমুখী হয়ে শীতল বায়ুর সংস্পর্শে এসে শীতল ও ভারী হয় এবং ক্রান্তীয় অঞ্চলের দিকে বিক্ষিপ্ত হয়। নিরক্ষীয় অঞ্চলের বিক্ষিপ্ত উর্ধমুখী বায়ু দুই ক্রান্তীয় অঞ্চলের মধ্যে নিন্মগামী হয় এবং ক্রান্তীয় অঞ্চল থেকে শীতল ও ভারী বায়ু ভূ-পৃষ্টের সমান্তরালে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। ফল স্বরূপ হ্যাডলি কোষের সৃষ্টি হয়। 

(খ) ফেরেল কোশ : ১৯৫৯ সালে বিখ্যাত আবহ বিজ্ঞানী ফেরেল এই কোশ্টি আবিষ্কার করেন। উভয় গোলার্ধে ৩০ থেকে ৬০ ডিগ্রি অক্ষরেখার মধ্যে ফেরেল কোশ্টি বিস্তরিত। 

উৎপত্তি : মেরু প্রদেশীয় নিন্মচাপ বলয়ের ঊর্ধ্বমুখী বায়ু ক্রান্তীয় অঞ্চলের দিকে বিক্ষিপ্ত হয়ে নিন্মগামী হয়। পুনরায় ভূ-পৃষ্ট বরাবর উভয় ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে মেরু প্রদেশীয় নিন্মচাপ বলয়ের দিকে বায়ু প্রবাহিত হয়। এর ফলে ফেরেল কোশ্টির উৎপত্তি ঘটে। 

(গ) মেরু কোশ : উভয় গোলার্ধে ৬০ থেকে ৯০ ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত বিস্তরিত এর মেরু কোশ্টি। 

উৎপত্তি : উত্তর মেরু প্রদেশীয় নিন্মচাপ বলয় থেকে ঊর্ধ্বগামী বায়ু বিক্ষিপ্ত হয়ে সুমেরুর দিকে নিন্মগামী হয় এবং দক্ষিণ মেরু বৃত্ত প্রদেশীয় নিন্মচাপ অঞ্চলের ঊর্ধ্বগামী বায়ু বিক্ষিপ্ত হয়ে কুমেরু অঞ্চলের দিকে নিন্মগামী হয়। মেরু অঞ্চল থেকে শীতল ও ভারী বায়ু উভয় বৃত্তপ্রদেশীয় অঞ্চলের দিকে ভূ-পৃষ্টের সমান্তরালে প্রবাহিত হয়ে মেরু কোষের সৃষ্টি করে। 
আরও পড়ুন:  ব্যাপক কৃষি বা বাণিজ্যিক কৃষি রপ্তানি নির্ভর হওয়ার কারণ আলোচনা করো।

Leave a Comment