প্রশ্ন : বাসন্তিকস্বপ্নম্-নাট্যাংশের চরিত্রগুলির পরিচয় দাও ।
উত্তর : নাট্যকার কৃষ্ণমাচার্য অনুবাদকৃত নাটক ‘বাসন্তিকস্বপ্নম্’-এর নাট্যাংশে যে চরিত্রগুলির পরিচয় পাওয়া যায় তার মধ্যে রয়েছে রাজা ইন্দ্রবর্মা, ভাবী রানি কনকলেখা, রাজার পরিচারক প্রমোদ, তরুনী-কৌমুদী, তার পিতা ইন্দুশর্মা আর পরোক্ষভাবে রয়েছে কৌমুদীর প্রেমিক বসন্তের কথা ।
প্রথমে বৈবস্বত নগরের রাজা ইন্দ্রবর্মার কথা বলা যাক। তিনি রাজা। তাঁর প্রথম ও প্রধান কর্তব্য প্রজানুরঞ্জন করা। সেদিকে থেকে তিনি কর্তব্য পরায়ণ। তাই নিজের ভাবী পত্নী কনকলেখার সঙ্গে বিবাহ সম্পর্কে উদ্বিগ্ন থাকলেও দর্শন প্রার্থী ইন্দুশমাকে প্রাধান্য দিয়ে মনোযোগ সহকারে তাঁর কথা শুনেছেন। এছাড়াও তিনি একজন প্রেমিক পুরুষ, উৎসব প্রিয়, সমব্যথী, ধৈর্য্যশীল মানুষ পাশাপাশি রাজধর্ম পালনেও তিনি ছিলেন নিষ্ঠাবান। তাই কৌমুদী দেশাচার অতিক্রম করলে রাজা প্রেমিক হৃদয় হলেও আবেগকে বশীভূত করে দেশের নিয়মানুযায়ী শাস্তি বিধান করেছেন। রাজা ইন্দ্রবর্মা বয়স্ক মানুষদের সম্মান প্রদানে খুবই যত্নশীল এক মানুষ। রাজা হয়েও ইন্দুশমাকে নমস্কার জানিয়েছেন। তিনি অন্যের মতকেও প্রাধান্য দেন।
নাটকে কৌমুদীর চরিত্রটি খুবই আকর্ষনীয়। কৌমুদী নির্ভীক এক তরুনী। রাজা যখন তাকে জানালেন, বাবার কথা অমান্য করার অপরাধ, হয় মৃত্যু অথবা সারাজীবন অবিবাহিত অবস্থায় থাকা। এই কথা শুনেও সে বলে, তার মৃত্যু বরণে কোনো ভয় নেই। এছাড়া কৌমুদী স্পষ্ট বক্তা তবে মিষ্টভাষী আর পিতার কথা শুধু পাত্র নির্বাচনের ক্ষেত্রে কৌমুদী অসন্মত হয়েছে, অন্য কোনো কথা সে অমান্য করেনি। কৌমুদী বুদ্ধিমতী এবং প্রকৃত একজন ভালোবাসর প্রতি মর্যাদাদানকারী নারী।
কৌমুদী পিতা ইন্দুশর্মা একজন আদর্শ পিতা। কন্যাকে নিজের মতো করে ভালবাসার বাঁধনে বেঁধে রাখতে চান। যোগ্যপাত্রের সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ করতে চান। কন্যার মঙ্গলকামনাই তাঁর একমাত্র লক্ষ্য। তবে ইন্দুশর্মা সমাজে ন্যায় প্রতিষ্ঠা বা অন্যায় যদি কেউ করে তার যথাযোগ্য শাস্তি প্রদানে রাজধর্ম বজায় থাকুক এটাও তিনি চান।
পাশাপাশি গৌন চরিত্র ভাবী রানি কনকলেখা কর্তব্য বিষয়ে সদা সচেতন একজন যোগ্য প্রেমিকা ও বুদ্ধিমতী মহিলা। তাই আবেগতাড়িত ভাবি স্বামীর বিহ্বল অবস্থা দেখে নিজেকে সংযত করেছেন এবং রাজাকে বিচলিত হওয়া থেকে নিবারিত করেছেন নানাভাবে আশ্বাস দিয়ে।
রাজার অনুচর প্রমোদ কর্তব্যপরায়ন। নাটকে বসন্ত অনুপস্থিত থাকলেও তার প্রেমিকমনের পরিচয় পাওয়া যায়। কারণ তার জন্য কৌমুদী রাজার দেওয়া শাস্তি অকুণ্ঠ চিত্তে মাথায় তুলে নিতে প্রস্তুত।