বাসন্তিকস্বপ্নম্-এর বিষয়বস্তু সংক্ষেপে লেখো। | উচ্চ মাধ্যমিক সংস্কৃত | বাসন্তিকস্বপ্নম নাটক থেকে গুরুত্বপূর্ণ বড়ো প্রশ্ন উত্তর

By

প্রশ্ন : বাসন্তিকস্বপ্নম্-এর বিষয়বস্তু সংক্ষেপে লেখো।

উত্তর : দক্ষিণ ভারতীয় কবি কৃষ্ণমাচার্য কর্তৃক অনূদিত নাটক ‘বাসন্তিকস্বপ্নম্’ নাট্যাংশটির বিষয়বস্তু হল নিম্নরূপ—

অবন্তীরাজ ইন্দ্রবর্মা তার বাগদত্তা কনকলেখার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সংকল্প করেন। বিয়ের শুভদিন আসতে মাত্র চার দিন বাকি। আগামী অমাবস্যার দিনে তাঁদের  বিয়ে হবে। কনকলেখা জানান যে, স্বপ্ন দেখে চারটে দিন তাঁরা খুব তাড়াতাড়ি কাটিয়ে ফেলবেন। রাজা তখন আশ্বস্ত হয়ে পরিচারক প্রমোদকে নগরের সমস্ত যুব সম্প্রদায়কে ঐ দিন মহোৎসব পালনের জন্য প্রস্তুত করতে বললেন। এই সময়, ইন্দুশর্মা নামে এক বৃদ্ধ নগরবাসী রাজার কাছে অভিযোগ জানাতে আসেন, তাঁর মেয়ে কৌমুদী তাঁর নির্দেশ মানছে না। তিনি চান তাঁর মেয়ে মকরন্দ নামে এক যুবককে বিয়ে করুক, অন্যথায় দেশের আইন অনুসারে কৌমুদীর যা শাস্তি হবে তা কৌমুদীকে দেওয়া হোক।

আরও পড়ুন:  বনগতা গুহা গদ্যাংশের নামকরণের সার্থকতা বিচার করো। | বনগতা গুহা গদ্যাংশের নামকরণ কতটা সার্থক তা বিচার করো বা আলোচনা করো।

রাজাও দেশের আইন অনুসারে ইন্দুশর্মাকে সমর্থন করেন। কৌমুদীকে বলেন, দেশের নিয়মের বিরুদ্ধাচরন করা ঠিক নয়। আর, যুবক মকরন্দ সুদর্শন এবং তার যোগ্যতর বর হতে পারে। রাজা তার অপরাধের শাস্তি কী তাও শোনান। যদি সে বসন্তকে বিয়ে করে তাহলে তাকে মৃত্যুবরণ করতে হবে, না হলে আজীবন অবিবাহিত অবস্থায় কাটাতে হবে। কিন্তু কৌমুদী জানায় যে, সে বসন্তকে ছেড়ে অন্য কারো কথা ভাবতে পারে না। ওর জন্য সে প্রাণও বিসর্জন দেবে। অথবা, যতদিন পর্যন্ত আয়ু থাকবে বিয়ে না করেই থাকবে। এই সিদ্ধান্ত সে রাজাকে জানিয়ে দেয়।

আরও পড়ুন:  আর্যাবর্ত ও স্বর্গের তুলনা যেভাবে ত্রিবিক্রমভট্ট করেছেন তা বর্ণনা করো ।

ইতিমধ্যে নেপথ্যে মৃদঙ্গধ্বনি বেজে ওঠে। কনকলেখা রাজাকে সংগীতশালায় অপেক্ষারত অতিথিদের কথা মনে করিয়ে দেন। রাজা তা মনে করে সেখানে যাওয়ার পূর্বেই অমাবস্যা পর্যন্ত কৌমুগীকে নিজের সিদ্ধান্ত বিষয়ে চিন্তা করতে বলেন ও জানিয়ে দেন যে, যদি কৌমুদী সিদ্ধান্ত পরিবর্তিত না করেন, তাহলে তার মৃত্যুদন্ড নিশ্চিত। এইখানেই নাট্যাংশটি সমাপ্ত হয়।

Leave a Comment