বাজার বাগান কেন্দ্রিক কৃষি ব্যবস্থা কাকে বলে? এই কৃষি ব্যবস্থার অবস্থান ও বৈশিষ্ট্য লিখো।

By

বাজার বাগান কেন্দ্রিক কৃষি ব্যবস্থা বা উদ্যান কৃষি : শহরতলিতে বা শহরের উপকন্ঠে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় শাকসবজি, ফুল-ফল, ভেষজ উদ্ভিদ প্রভৃতির চাহিদা মেটানোর উদ্দেশ্যে আধুনিক প্রযুক্তির মাধ্যমে যে কৃষি ব্যবস্থা প্রচলিত তাকে বাজার বাগান কেন্দ্রিক কৃষি ব্যবস্থা বা উদ্যান কৃষি বলে। সাধারণভাবে এই কৃষি ব্যবস্থা হার্টিকালচার নামেও পরিচিত। তবে যুক্ত রাজ্যে মার্কেট গার্ডেন ও আমেরিকা যুক্তরাষ্ট্রে ট্রাক ফার্মিং নামে পরিচিত। 

অবস্থান : পৃথিবীর প্রায় সমস্থ দেশের শহরগুলিতে এই কৃষি ব্যবস্থা প্রচলিত। তবে ইউরোপ ও উত্তর আমেরিকা মহাদেশের দেশগুলিতে অধিক প্রচলিত। এছাড়াও ব্রিটিশ যুক্তরাজ্য, চিলি, স্পেন, রাশিয়া, ফ্রান্স, ইতালি, ইউক্রেন, নেদারল্যান্ড, বেলজিয়া, বাসনিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্র কানাডা প্রভৃতি দেশে এই ব্যবস্থা প্রচলিত হয়েছে। 

বাজার বাগান কেন্দ্রিক কৃষি ব্যবস্থার বৈশিষ্ট্য : বাজার ভিত্তিক উদ্যান কৃষির বৈশিষ্ট্যগুলি নিন্মরূপ আলোচনা করা হল। 

(i) জমির আয়তন : এই কৃষি ব্যবস্থা যেহেতু শহরের উপকন্ঠে গড়ে ওঠে, তাই এই কৃষির জমিগুলির আয়তন ক্ষুদ্র প্রকৃতির হয়ে থাকে। 

(ii) উৎপাদিত ফসল : এই কৃষি ব্যবস্থায় দৈনন্দিন জীবনের চাহিদা মেটানোর বিভিন্ন রকমের ফসল চাষ করা হয়ে থাকে। যেমন – শাকসবজি (ওলেরিকালচার), ফুল (ফ্লোরিকালচার), ফল (পমাম কালচার), ভেষজ উদ্ভিদ (মেডিসিন্যাল প্লান্ট কালচার) প্রভৃতি। 

(iii) কৃষি প্রযুক্তি : যেহেতু ছোট আয়তন জমিতে অধিক চাহিদা পূরণের উদ্দেশ্যে এই কৃষি ব্যবস্থা প্রচলিত হয়েছে, তাই আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে। কমপরিমান জমিতে অধিক ফসল উৎপাদন করা হয়ে থাকে। 

(iv) কৃষি যন্ত্রপাতি ও রাসায়নিক সার : এই কৃষি পদ্ধতিতে আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার, উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক ও কীটনাশক সারের ব্যবহার প্রভৃতি লক্ষ্য করা যায়। 

(iv) দক্ষ শ্রমিক : যেহেতু  এই কৃষি ব্যবস্থায় আধুনিক যন্ত্রপাতির ব্যবহার করা হয়, তাই এই কৃষি পদ্ধতিতে দক্ষ শ্রমিকের প্রয়োজন হয়ে থাকে। 
আরও পড়ুন:  নীল বিপ্লব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।

Leave a Comment