অন্যতম। বাংলাদেশের উৎপাদিত পাট জাত
দ্রব্যের চাহিদা যথেষ্ট পরিমাণে রয়েছে এবং ক্রমাগত সেই চাহিদা বৃদ্ধি পেয়েছে। তার সত্বেও এই শিল্পে বিভিন্ন সমস্যা
লক্ষ্য করা যায়।
সমস্যাগুলি
সম্পর্কে নিন্মরূপ আলোচনা করা হল –
(ক) বিকল্প দ্রব্যের সাথে প্রতিযোগিতা : সিন্থেটিক তন্তু জাত দ্রব্য গুলির সাথে
পাট জাত দ্রব্যের প্রতিযোগিতা বাজারে যথেষ্ট। এক্ষেত্রে পাট জাত দ্রব্যের দাম তুলনামূলক
বেশি হওয়ায় এবং বাংলাদেশে এই দ্রব্য গুলির যথা যথ প্যাকেজিং, ব্র্যান্ডিং এর অভাব থাকায়
পরিবেশ বান্ধব হয়আর সত্বেও এর চাহিদা ক্রমশ হ্রাসমান।
(খ)
গুনগতমান হ্রাস : দৈনন্দিন জনসংখ্যা বৃদ্ধি ও চাহিদা বৃদ্ধির কারণে উৎপাদনের পরিমাণ
বৃদ্ধির লক্ষ্যে ভারত থেকে উচ্চফলনশীল বীজ আমদানি করে। কিন্তু এই পাটের মান অনুন্নত হওয়ায় এর
উজ্জ্বলতা ও স্থায়ীত্ব কম হয়, ফলে দ্রব্যের গুণমান নিন্ম মানের হয়।
(গ)
অর্থের অভাব : পাট শিল্পের প্রয়োজনীয় মুলধনের অভাবের কারণে শ্রমিক অসন্তোষ, অনুন্নত
যন্ত্রপাতির ব্যবহার প্রভৃতি লক্ষ্য করা যায়। যা শিল্পের উৎপাদন ও গুণমান হ্রাস করে।
(ঘ)
অনুন্নত যন্ত্রপাতি : বাংলাদেশের পাট শিল্পের মধ্যে ব্যবহৃত বেশিরভাগ যন্ত্রপাতি পুরোনো
ও অনুন্নত হওয়ার ফলে দীর্ঘ সময়ে কম পরিমাণ দ্রব্য ও নিন্মস্থানের দ্রব্য উৎপাদন হওয়ায়
পণ্য সামগ্রীর দাম বা মূল্য অধিক হয় এবং চাহিদা ক্রমশ হ্রাস পাচ্ছে।
উপরিক্ত সমস্যাগুলি ছাড়াও রাজনৈতিক অস্থিরতা, বৈদেশিক সম্পর্কের অভাব, অন্যান্য
ক্ষেত্রে মূলধন বিনিয়োগ রপ্তানির হ্রাস প্রভৃতি লক্ষ্য করা যায়।
বাংলাদেশের পাট শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা : বাংলাদেশের পাট শিল্পে একাধিক সমস্যা
থাকার সত্বেও এর ভবিষ্যৎ সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল প্রকৃতির। এর কারণগুলি হল –
(ক) পরিবেশ বান্ধব দ্রব্য : পাট ও পাটজাত দ্রব্য পরিবেশ বান্ধব হওয়ায় বর্তমানে
পরিবেশ সুরক্ষা আইন অনুযায়ী এই দ্রব্য সামগ্রীর চাহিদা বিশেষ করে উন্নত দেশগুলিতে বৃদ্ধি
পাচ্ছে ফলে বাংলাদেশের পাটজাত দ্রব্যের চাহিদা ও বাজার বিস্তার লাভ করেছে।
(খ)বহুমুখী
ব্যবহার : বর্তমানে পাট থেকে চিরাচরিত ব্যাগ, বস্থা, থলে সহ বিভিন্ন সৌখিন দ্রব্য,
ঘর সাজানোর জিনিস, ফ্যাশন দ্রব্য প্রভৃতি উৎপাদিত হওয়ায় এই শিল্পের চাহিদা ও বাজার
বৃদ্ধি পাচ্ছে।
(গ)
নদীর পাড় ভাঙ্গন রোধে : বর্তমানে একটি প্রাকৃতিক বিপর্যয় এর মধ্যে নদীর পাড় ভাঙ্গন
অন্যতম। এর ফলে কৃষিজমি সহ অর্থনৈতিক
ক্ষতির সন্মুখীন হতে হয়।
যা জিওটেক
পাঠ দ্বারা তৈরি পাতলা চাদরের ন্যায় দ্রব্য এই প্রাকৃতিক বিপর্যয় রোধে সক্ষম।
(ঘ)বাজারের
বিস্তার : বাংলাদেশের পাট জাত দ্রব্যের উৎপাদন ব্যয় ও মূল্য অন্যান্য প্রস্তুতকারক
দেশগুলোর তুলনায় অনেক কম।
ফলে এই
পণ্য সামগ্রীর বাজার দ্রুত বিস্তীর্ণ হওয়ায় এর ভবিষ্যৎ সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল প্রকৃতির।