বহির্জাত প্রক্রিয়া কাকে বলে। বহির্জাত প্রক্রিয়ার মাধ্যম গুলি কি কি

By

বহির্জাত প্রক্রিয়া: নদী হিমবাহ বায়ু সমুদ্র তরঙ্গ জোয়ার ভাটা প্রকৃতি প্রাকৃতিক শক্তি এর দ্বারা প্রতিনিয়ত ভূপৃষ্ঠ এবং ভূপৃষ্ঠের উপরের বিভিন্ন ভূমিরূপকে ক্ষয় করে পরিবহন ও সঞ্চয় করে পরিবর্তন করে ভূপৃষ্ঠে আবার নতুন করে নানা ধরনের ভূমিরূপ করে ওঠে। আর ভূপৃষ্ঠের বাইরে প্রাকৃতিক শক্তি সমূহের দ্বারা এরকমভাবে ভূমিরূপ এর পরিবর্তন ও ভাস্কর্য সৃষ্টি করে এবং তাদের মধ্যে সমতা এনে একটি সাধারণ তল গঠন করাকেই, বহির্জাত প্রক্রিয়া বলে। 

বহির্জাত প্রক্রিয়ার ইংরেজি ‘Exogenous’ প্রতিশব্দটির উৎপত্তি দুটি গ্রিক শব্দ Exo (বহির্ভাগ) ও Genesis (উৎপত্তি) থেকে এসেছে। 

আরও পড়ুন:  ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের সমালোচনা গুলি আলোচনা করো।

বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য:

বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য গুলি হল –

(ক) এটি ভূপৃষ্ঠের উপরে ক্রিয়াশীল  ভূমিরূপ পরিবর্তনকারী প্রক্রিয়া। 

(খ) বহির্জাত প্রক্রিয়ার প্রাকৃতিক শক্তি গুলি হল জলবায়ুর উপাদান, নদী, বায়ু, হিমবাহ, সমুদ্রস্রোত, জোয়ার – ভাটা প্রভৃতি। এই প্রাকৃতিক শক্তি গুলির দ্বারা বহির্জাত প্রক্রিয়া সংঘটিত হয়ে থাকে। 

(গ) বহির্জাত প্রক্রিয়া একটি ধীর প্রক্রিয়া। 

(ঘ) বহির্জাত প্রক্রিয়া এর মাধ্যমে ভূমিরূপ গঠন হতে অনেক সময় লাগে। 

(ঙ) বহির্জাত প্রক্রিয়ার প্রধান শক্তি উৎস হল সৌরশক্তি। 

(চ) বহির্জাত প্রক্রিয়ায় নগ্নীভবন তথা অবরোহন দ্বারা  ভূমিভাগ নিচু হয় এবং সঞ্চয় তথা আরোহন দ্বারা ভূমিভাগ উচু স্থানে পরিণত হয়। 

আরও পড়ুন:  আর্টেজীয় কূপ এর গঠন চিত্রসহ আলোচনা কর। | আর্টেজীয় কূপ গঠনের শর্ত গুলি লেখ?

(ছ) এই প্রক্রিয়ার মাধ্যমে আদি বা প্রাথমিক ভূমিরূপ এর ওপর নানা ধরনের নতুন নতুন ও ছোট ছোট ভূমিরূপ গঠিত হয়। 

বহির্জাত প্রক্রিয়ার মাধ্যম সমূহ: 

বহির্জিত প্রক্রিয়ার মাধ্যম গুলি দুই ধরনের। যথা:- স্থিতিশীল ও গতিশীল প্রাকৃতিক শক্তি। 

(ক) স্থিতিশীল প্রাকৃতিক শক্তি:- এই প্রাকৃতিক শক্তির মধ্যে যেসব আবহাওয়া ও জলবায়ু উপাদান রয়েছে সেগুলি হল উষ্ণতা, বায়ুর চাপ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা বৃষ্টিপাত, শিশির ইত্যাদি। 

(খ) গতিশীল প্রাকৃতিক শক্তি:- এই প্রাকৃতিক বা গতিশীল প্রাকৃতিক শক্তির মধ্যে যেগুলি রয়েছে সেগুলি হল – নদনদী, বায়ুপ্রবাহ, ভৌমজল, হিমবাহ, সমুদ্রস্রোত ও তরঙ্গ, সুনামি, জোয়ার – ভাটা ইত্যাদি। 

আরও পড়ুন:  প্রস্রবণ এর শ্রেণীবিভাগ করে চিত্র সহ আলোচনা করো।

বহির্জাত ও আন্তর্জাত প্রক্রিয়ার মধ্যে পার্থক্য বা তুলনামূলক আলোচনা:-

বিষয়বহির্জাত প্রক্রিয়াআন্তর্জাত প্রক্রিয়া
প্রকৃতিবহির্জাত প্রক্রিয়া  হল এটি ভূপৃষ্ঠের  মধ্যে সৃষ্ট  ভূমিরূপ  পরিবর্তনকারী  প্রক্রিয়া।আন্তর্জাতক প্রক্রিয়া  হল ভু – অভ্যন্তরে  সৃষ্ট ভূমিরূপ  গঠনকারী প্রক্রিয়া।
উৎপত্তির
কারণ
বহির্জাত প্রক্রিয়া  বিভিন্ন প্রাকৃতিক  শক্তি(যেমন –  জলবায়ুর  উপাদান, নদী, বায়ু, হিমবাহ,  সমুদ্রস্রোত,  জোয়ার-ভাটা  প্রভৃতি)দ্বারা  সংঘটিত হয়।ভু – অভ্যন্তরে  গলিত ও ম্যাগমার, তাপ ও চাপের  পরিবর্তন, রাসায়নিক  বিক্রিয়ার ফলে  অন্তর্জাত প্রক্রিয়া  সংগঠিত হয়।
প্রভাব
বিস্তার
বহির্জাত প্রক্রিয়ার  প্রভাব বিস্তার  সমগ্র বিশ্বে ও  ভূপৃষ্ঠের সর্বত্র।আন্তর্জাত্ত প্রক্রিয়ার  প্রভাব বিস্তার  শুধুমাত্র স্থানীয় ও  আঞ্চলিক স্থান।
গতি ও
সময়
বহির্জাত প্রক্রিয়া  হল একটি ধীর  প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়ার  মাধ্যমে ভূমিরূপ  গঠনে খুব বেশি  সময় লাগে।এটি ধীর বা  আকস্মিক  প্রক্রিয়া।অন্তর্জাত  প্রক্রিয়ায় ভূমিরূপ  গঠনে সময় খুব  কম লাগে।
উদাহারণঅবরোহণ, আরোহণ ও জৈবিক প্রক্রিয়া।অগ্নুৎপাত, ভূমিকম্প প্রভৃতি।

Leave a Comment