প্রাচীন ভারতের আয়ুর্বেদ চর্চা সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখো।

By

প্রশ্ন : প্রাচীন ভারতের আয়ুর্বেদ চর্চা সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখো।

উত্তর : প্রাচীনকাল থেকেই ভারতবর্ষে আয়ুর্বেদ চর্চা প্রচলিত হয়েছে। আয়ুর্বেদশাস্ত্র পাঠ করলে আয়ু সম্পর্কে বিভিন্ন তথ্য জানা যায়। যেমন জীবন স্বল্পায়ু না দীর্ঘায়ু হবে, রোগ মুক্ত জীবন, স্বাস্থ্য কীভাবে বজায় রাখা যায় ইত্যাদি। কথিত আছে, যে প্রজাপতি ব্রহ্মা প্রজা সৃষ্টি করার পূর্বে এক লক্ষ শ্লোক ও এক হাজার অধ্যায়ে ‘ব্রহ্মাসংহিতা’ নামে একটি আয়ুর্বেদ শাস্ত্র রচনা করেছিলেন। পরবর্তীকালে ব্রহ্মা তাঁর সৃষ্ট জীবকুলকে স্বল্পায়ু ও স্বল্পধী দেখে সেই ব্রহ্মসংহিতাকে অষ্টাঙ্গে বিভক্ত করে অষ্টাঙ্গ আয়ুর্বেদ সৃষ্টি করেন। এই শাস্ত্র সম্পর্কে ব্রহ্মার কাছ থেকে বিন্নু, শংকর, সূর্য, দক্ষপ্রজাপতি শিক্ষালাভ করেছিলেন। আবার দক্ষপ্রজাপতির কাছ থেকে অশ্বিনীকুমারদ্বয় এবং তাঁর কাছ থেকে ইন্দ্র শিক্ষা নিয়েছিলেন। এরপর ভরদ্বাজ, তাঁর কাছ থেকে আত্রেয়, আবার আত্রেয় থেকে অগ্নিবেশ, পরাশর, ক্ষারপাণি প্রভৃতি ঋষিগণ শিক্ষা নিয়েছিলেন।

আরও পড়ুন:  মিথ্যাচার কাকে বলা হয়েছে লেখো। | উচ্চ মাধ্যমিক সংস্কৃত | শ্রীমদ্ভাগবদগীতা (চতুর্থ অধ্যায়) থেকে গুরুত্বপূর্ণ বড়ো প্রশ্ন উত্তর

অষ্টাঙ্গ আয়ুর্বেদের আটটি অঙ্গ বা তন্ত্র রয়েছে। তা হল- (১) শল্য, (২) শলাকা, (৩) কায়চিকিৎসা, (৪) ভূতবিদ্যা, (৫) কৌমার ভৃত্য, (৬) অগদ, (৭) রসায়ন এবং (৮) বাজীকরণ।

আয়ুর্বেদশাস্ত্রের কলেবর বিস্তৃত। তাই তন্ত্রকে অবলম্বন করে আটটি সম্প্রদায় গড়ে উঠেছে। –(১) আত্রেয়, (২) ধন্বন্তরি (৩) শালাক্য, (৪) ভূতবিদ্যা, (৫) কৌমার ভৃত্য, (৬) অগদতান্ত্রিক, (৭) রসায়ন তান্ত্রিক ও (৮) বাজীকরণ তান্ত্রিক সম্প্রদায়। আয়ুর্বেদের কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হল- চরকসংহিতা। এটির প্রকৃত রচয়িতা অগ্নিবেশ এটি বহুলাংশে নষ্ট হয়ে গেলে ভগবান শেষনাগ চরকরূপে আবির্ভূত হয়ে অগ্নিবেশ তন্ত্রটিকে সংস্কার করেন। চরকের নামানুসারে গ্রন্থটির নাম হয় চরকসংহিতা। তবে এই গ্রন্থটিও পরবর্তীকালে দৃঢ়বল কর্তৃক সংস্কার করা হয়। তাই চরকসংহিতার রচয়িতা একাধিক। এছাড়াও রয়েছে সুশ্রুতসংহিতা, ভেলসংহিতা, অষ্টাঙ্গসংগ্রহ, অষ্টাঙ্গহৃদয়, রসরত্নসমুচ্চয়, চিকিৎসাসার সংগ্রহ, জীবকতন্ত্র প্রভৃতি।

আরও পড়ুন:  কৌমুদীর চরিত্র বিশ্লেষণ করো। | উচ্চ মাধ্যমিক সংস্কৃত | বাসন্তিকস্বপ্নম নাটক থেকে গুরুত্বপূর্ণ বড়ো প্রশ্ন ও উত্তর

Leave a Comment