পৃথিবীর জনসংখ্যা বন্টন আলোচনা করো।

By

পৃথিবীর জনসংখ্যা বন্টন : পৃথিবীতে মানুষের আবির্ভাবের পরবর্তী মুহূর্ত থেকে বর্তমান সময়কাল পর্যন্ত পৃথিবীর
জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে বিভিন্ন কারণে
যেমন – চিকিৎশায় উন্নতি, জীবনযাত্রার
মান উন্নতি, পরিষেবার উন্নতি প্রভৃতি কারণে জনসংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে
পৃথিবীর 7 টি মহাদেশের মধ্যে 6 টি মহাদেশের
মধ্যে মানুষের বসবাস থাকলেও
1 টি মহাদেশ ভৌগলিক কারণের জন্য জনবসতিহীননিচে পৃথিবীর জনসংখ্যা বন্টন সম্পর্কে
নিন্মে আলোচনা করা হল

(ক)
এশিয়া মহাদেশ :
2010 সালের সমীক্ষা অনুযায়ী এশিয়া মহাদেশের মোট জনসংখ্যার প্রায় 405
কোটি, যা পৃথিবীর 60 শতাংশ মানুষের বসবাস
এই মহাদেশের অন্তর্গত চীন (133.7 কোটি), ভারত (121.01 কোটি),
ইন্দোনেশিয়া (23.8 কোটি), পাকিস্তান (17.3 কোটি), জাপান (12.7 কোটি) উল্লেখযোগ্য দেশ
এছাড়াও ফিলিপাইনস, ভিয়েতনাম, ইজরায়েল,
তুরস্ক প্রভৃতি দেশে উল্লেখযোগ্য জনসংখ্যা বন্টন লক্ষ্য করা যায়

আরও পড়ুন:  স্বাভাবিক ক্ষয়চক্র ও শুষ্কতার ক্ষয়চক্রের মধ্যে পার্থক্য লিখো।

(খ)
আফ্রিকা মহাদেশ :
আফ্রিকা মহাদেশে মোট জনসংখ্যার পরিমাণ 103.30 কোটি যা পৃথিবীর মোট
জনসংখ্যার 14.5 শতাংশ

এই মহাদেশে
অন্তর্ভুক্ত ইথিওপিয়া (8.3 কোটি), মিশর (8.2 কোটি), কঙ্গো প্রজাতন্ত্র (6.7 কোটি),
এছাড়াও তানজানিয়া, সুদান, দক্ষিণ আফ্রিকা প্রভৃতি দেশে উল্লেখযোগ্য জনসংখ্যার বসবাস
লক্ষ্য করা যায়

(গ)
ইউরোপ মহাদেশে :
এই মহাদেশের মোট জনসংখ্যা 73.23 কোটি, যা পৃথিবীর মোট জনসংখ্যার 10.61
শতাংশ
এই মহাদেশের অন্তর্ভুক্ত
জার্মানি এর মতো দেশে প্রায় 5 কোটির বেশি জনসংখ্যা লক্ষ্য করা যায়

(ঘ)
উত্তর আমেরিকা :
এই মহাদেশের মোট জনসংখ্যা 54.46 কোটি বসবাস করে, যা পৃথিবীর মোট জনসংখ্যার
8 শতাংশ
এই মহাদেশের মেক্সিকো, সেন্ট
লরেন্স আবহবিকা, ক্যালিফোর্নিয়ার উপত্যকা, লস অ্যাঞ্জেলস প্রভৃতি স্থানে জনসংখ্যা বন্টন
লক্ষ্য করা যায়

আরও পড়ুন:  পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ আলোচনা করো।

(ঙ)
দক্ষিণ আমেরিকা :
এই মহাদেশের মোট জনসংখ্যা 39.58 কোটি যা পৃথিবীর মোট জনসংখ্যার মাত্র
6 শতাংশ
এই মহাদেশের মধ্যে অন্তর্ভুক্ত
আমাজন আবহবিকা, আটকামা মরুভূমি, প্যাটাগোনিয়া প্রভৃতি অঞ্চলে সামান্য পরিমাণ জনসংখ্যা
লক্ষ্য করা যায়

(চ) ওশিয়ানিয়া : এই মহাদেশের মোট জনসংখ্যা 3.58 কোটিএখানকার অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নিউগিয়ানা অঞ্চলে
জনসংখ্যা বন্টন লক্ষ্য করা যায়

Leave a Comment