ভূমিকা : ডেভিসের বিংশ শতাব্দীতে ক্ষয়চক্রের উদ্ভাবন করে ভূমিরুপ বিদ্যায় নবদিগন্তের সূচনা করেছেন। তবে তার এই মতবাদে বিভিন্ন দিকে দুর্বলতা বা সমস্যা লক্ষ্য করা যায়। ভূ-বিজ্ঞানী পেঙ্ক, হ্যাক, কৃকমে এর মতো বহু বিজ্ঞানী ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের দুর্বল অংশগুলি সমালোচনা করেছেন।
ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের সমালোচনা : স্বাভাবিক ক্ষয়চক্রের সমালোচনা গুলি নিন্মরূপ আলোচনা করা হল –
(১) পেঙ্কের সমালোচনা : (ক) ডেভিসের মতে, প্রাথমিক ভূমিভাগের উন্থান পর্ব অতি দ্রুত গতিতে সম্পন্ন হয়। কিন্তু পেঙ্ক বলেছেন ভূমির উন্থান ধীর গতিতে হয়ে থাকে।
(খ) ডেভিসের মতে উন্থান পর্ব শেষ হলে ক্ষয়কাজ শুরু হয়। কিন্তু পেঙ্ক বলেন উন্থান ও ক্ষয় কার্য একই সাথে চলতে থাকে।
(গ) ডেভিসের মতে ভূমির উন্থান পর্ব যৌবন পর্যায় শুরুর আগে শেষ হয়। কিন্তু পেঙ্কের মতে ভূমির উন্থান বার্ধক্য পর্যায় পর্যন্ত ঘটে।
(ঘ) ডেভিসের মতে ক্ষয়চক্রে যৌবন, পরিণত ও বার্ধক্য তিনটি পর্যায়ের মধ্য দিয়ে ব্যাখ্যা করেছেন। কিন্তু পেঙ্ক এক্ষেত্রে পাঁচটি পর্যায়ের কথা উল্লেখ করেছেন।
(ঙ) ডেভিসের মতে ভূমিরুপের উচ্চতা হ্রাসে নিন্মক্ষয়ের প্রাধান্য বেশি। পেঙ্কের মতে, পশ্চাৎদেশীয় ক্ষয়ের মাধ্যমে ভূমির উচ্চতা হ্রাস পায়।
(২) ক্রিকমের সমালোচনা : ক্রিকমে তার অসম বিকাশ তত্বের মাধ্যম ডেভিসের ক্ষয়কার্যের সমালোচনা করেছেন। তার মতে ক্ষয়চক্রের মাধ্যমে সমগ্র ভূমিভাগ কখনই যৌবন থেকে পরিণত আবার পরিণত থেকে বার্ধক্য অবস্থায় পরিবর্তন হতে পারে না।
(৩) হ্যাকের সমালোচনা : হ্যাক তার গতিশীল ভারসাম্য তত্বে ডেভিস এর ক্ষয়চক্রকে সমালোচনা করে বলেছেন যে বাস্তবে ক্ষয়চক্রের কোন অস্তিত্ব নেই। অর্থাৎ, এটি একটি কল্পনীয় ধারণা। শুধুমাত্র প্রাকৃতিক শক্তিগুলির কার্যাবলীর মাধ্যমে ভূমিরুপের সময় অবস্থার সৃষ্টি হয়।
উপরিক্ত আলোচনার শেষে বলা যায় যে, ডেভিসের ক্ষয়চক্র ভূ-বিজ্ঞানীদের দ্বারা সমোলচিত হলেও এর গুরুত্ব অপরিসীম। তার বর্ণিত তত্বের ওপর নির্ভর করে পর্বরতি সময়ে বিভিন্ন মতবাদের উদ্ভব ঘটে।