জাপানে কাঁচামালের অভাব থাকার সত্বেও লৌহ ইস্পাত শিল্পে উন্নতি লাভ করেছে কেন ?

By

কাঁচামালের অভাব থাকার সত্বেও জাপানে লৌহ ইস্পাত শিল্প উন্নতি লাভের কারণ : লৌহ ইস্পাত শিল্পে জাপান পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকার করে। জাপানে লৌহ ইস্পাত শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় কাঁচামালের প্রাচুর্য না থাকলেও লৌহ ইস্পাত শিল্পে উন্নতির প্রধান কারণ হল –

(ক) দ্বীপরাষ্ট্র : দ্বীপরাষ্ট্র হওয়ায় জাপান জলপথের মাধ্যমে পৃথিবীর অন্যান্য দেশের সাথে সহজেই যুক্ত হতে পারে। আর এদেশের উপকূল অঞ্চল ভগ্ন প্রকৃতির হওয়ায় কৃত্তিম প্রতাশ্রয় যুক্ত বন্দর সহজেই গড়ে উঠেছে। ফলস্বরূপ কাঁচামালের রপ্তানির ক্ষেত্রে কোন অসুবিধা হয় না। 

(খ) আমদানি কৃত কাঁচামাল : জাপানের লৌহ ইস্পাত শিল্প সম্পূর্ণ ভাবে আমদানি কৃত কাঁচামালের ওপর নির্ভর করে গড়ে উঠেছে। লৌহ ইস্পাত শিল্পে প্রয়োজনীয় কাঁচামাল যেমন – আকরিক লোহা, ম্যাঙ্গানিজ, ডলোমাইট প্রভৃতি ভারত, চীন, কোরিয়া, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশ থেকে আমদানি করায় কাঁচামালের অভাব হয় না। 

(গ) উন্নত প্রযুক্তিবিদ্যা : পৃথিবীর উন্নত প্রযুক্তিবিদ্যা ও কারিগরি বিদ্যার ব্যবহৃত করার মধ্যে অন্যতম দেশ হল জাপান। এর ফলে আধুনিক প্রযুক্তির ব্যবহার লৌহ ইস্পাত শিল্পের উন্নতির অন্যতম কারণ। 

(ঙ) স্ক্র্যাপ লোহা : ব্যাবহার করা লোহার অবশিষ্ট অংশকে বলা হয় স্ক্র্যাপ লোহা। যা ভারত, অস্ট্রেলিয়া থেকে প্রচুর পরিমাণে জাপান আমদানি করে লৌহ ইস্পাত শিল্পে কাঁচামাল হিসাবে ব্যবহার করে। 

উপরিক্ত কারণ গুলি ছাড়াও, বন্দরের অবস্থান, মুলধনের প্রাচুর্য, দক্ষ শ্রমিক, উন্নত যোগাযোগ ব্যবস্থা প্রভৃতির ওপর নির্ভর করে জাপানের টোকিও, ইয়োকোহামা, কোবে প্রভৃতি অঞ্চলে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র গড়ে উঠেছে এবং লৌহ ইস্পাত শিল্পে উন্নতি লাভ করেছে। 
আরও পড়ুন:  পৃথিবীর জনসংখ্যা বন্টন আলোচনা করো।

Leave a Comment