জলনির্গম প্রণালী কাকে বলে ? জলনির্গম প্রণালীর বৈশিষ্ট্য গুলি লিখো।

By

জলনির্গম প্রণালী : মূল নদী ও তার উপনদী গুলি ভূমিরুপের গঠন, ভূ-ত্বাত্তিক বৈশিষ্ট্য ও অন্যান্য প্রাকৃতিক কারণের দ্বারা প্রবাহিত বিশেষ জ্যামিতিক আকার গঠন করে, তাকে জলনির্গম প্রণালী বলে। 

জলনির্গম প্রণালীর বৈশিষ্ট্য সমূহ : জলনির্গম প্রণালীর বৈশিষ্ট্য গুলি সম্পর্কে নিন্মে আলোচনা করা হল। 

(ক) জ্যামেতিক নকশা : জলনির্গম প্রণালীর অন্যতম বৈশিষ্ট্য হল প্রধান নদী ও উপনদীগুলি যুক্ত হয়ে বিশেষ জ্যামেটিক আকার ধারণ করা। যেমন – আয়তকার, জাফরিরুপী প্রভৃতি। 

(খ) সামগ্রিক রূপ : কোন আবহবিকার এর মধ্যে মূল নদী, উপনদী, প্র-উপনদী, শাখা নদী, প্র-শাখানদী পরস্পর সংযুক্ত হয়ে একটি নির্দিষ্ট আকার ধারণ করে থাকে। 

(গ) নদীর দৈর্ঘ্য ও কৌণিকমান : জলনির্গম প্রণালীতে নদীর দৈর্ঘ্য এবং মূল নদীর সাথে উপনদীর মিলিত স্থানের কৌণিক মানের ওপর এর আকৃতি নির্ভরশীল। 

(ঘ) স্থায়ী প্রকৃতির আকৃতি : কোনরকম প্রাকৃতিক বিপর্যয় ছাড়া জলনির্গম প্রণালীর আকৃতির কোনরূপ পরিবর্তন হয় না। 

(ঙ) শিলাগঠন ও অভ্যন্তরীণ গঠনের সাথে সম্পর্ক : জলনির্গম প্রণালী ভূমির গঠন এবং ভূমির আভ্যন্তরীণ গঠনের দ্বারা প্রভাবিত হয় তবে এর বিপরীত অবস্থাতেও জলনির্গম প্রণালী গড়ে ওঠে। 
আরও পড়ুন:  বিশ্বব্যাপী জনসংখ্যা বন্টনের ওপর পরিব্রাজনের প্রভাব আলোচনা করো।

Leave a Comment