জনসংখ্যা পিরামিড বলতে কি বোঝ ? জনসংখ্যা পিরামিড এর শ্রেণীবিভাগ করে আলোচনা করো।

By

জনসংখ্যা পিরামিড : কোন দেশ বা অঞ্চলের জনসাধারণের বয়স অনুসারে নারী-পুরুষের জন্ম
মৃত্যুর মাত্র ও গঠন বিন্যাস যে চিত্রের সাহায্যে প্রকাশ করা হয়, তাকে বয়লিঙ্গ পিরামিড
বা জনসংখ্যা পিরামিড বলে

গুরুত্ব : (i) এর মাধ্যমে জন্মহার ও জনসংখ্যা বৃদ্ধির হার সম্পর্কে জানা যায়

(ii)এর মাধ্যমে দেশের বা অঞ্চলের আর্থসামাজিক পরিস্থিতি সম্পর্কে
ধরণ পাওয়া যায়

জনসংখ্যা পিরামিডের শ্রেণীবিভাগ : প্রকৃতি, আকৃতি, গঠন বিন্যাস প্রভৃতি অনুসারে
জনসংখ্যা পিরামিডকে ৫ ভাগে ভাগ করা যায়
যথা –

(ক) প্রথম শ্রেণীর পিরামিড : যে পিরামিডের জন্মহার ও মৃত্যুহার উভয়ই বেশি হওয়ার
কারণে ভূমিভাগ প্রশস্থ এবং শীর্ষ দেশ সংকীর্ণ হয় তাকে প্রথম শ্রেণীর পিরামিড বলে

আরও পড়ুন:  মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকসমূহ আলোচনা করো। বা মৃত্তিকা সৃষ্টির সক্রিয় ও নিষ্ক্রিয় নিয়ন্ত্রক গুলি আলোচনা করো।

বৈশিষ্ট্য : (i ) এই পিরামিড জনসংখ্যা বিবর্তনের প্রাক শিল্প পর্যায়ে অবস্থিত

(ii) এটি অনুন্নত সামাজিক পরিবেশ নির্দেশ করে

অন্তর্ভুক্ত
দেশ বা অঞ্চল :
নাইজেরিয়া, উগান্ডা, বুরুন্ডি, মালি, ইথিওপিয়া প্রভৃতি।

(খ) দ্বিতীয় শ্রেণীর পিরামিড : চিকিৎসা ব্যবস্থার
উন্নতির জন্য মৃত্যুহার কম ও জন্মহার বেশি হওয়ার কারণে যে পিরামিডের ভূমিভাগ প্রশস্থ
হয় এবং অবতল বা ধনুকাকৃতি বৈশিষ্ট্য সম্পন্ন হয়, তাকে দ্বিতীয় শ্রেণীর পিরামিড বলে।

বৈশিষ্ট্য : (i) এটি জনবিবর্তনের দ্বিতীয় পর্যায়ে অবস্থান করে

(ii)এই পিরামিড যুক্ত অঞ্চলে দ্রুত
জনসংখ্যা বৃদ্ধি লক্ষ্য করা যায়।

আরও পড়ুন:  সমুদ্রতরঙ্গের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলি চিত্রসহ আলোচনা করো।

অন্তর্ভুক্ত দেশ : মেক্সিকো, ব্রাজিল, পাকিস্তান, শ্রীলঙ্কা প্রভৃতি

(গ) তৃতীয়
শ্রেণীর পিরামিড :
জন্ম ও মৃত্যুহার নিয়ন্ত্রিত হওয়ায় অপ্রসস্থ ভূমিভাগ যুক্ত উত্তলাকৃতির
পিরামিডকে তৃতীয় শ্রেণীর পিরামিড বলে
তৃতীয় শ্রেণীর পিরামিডে অন্তর্ভুক্ত দেশগুলির নাম হল – পশ্চিম
ইউরোপের দেশ, আমেরিকা যুক্তরাষ্ট্র, ভারতবর্ষ (২০১১)

বৈশিষ্ট্য
:
(
i)জনসংখ্যা বিবর্তনের তৃতীয় ও চতুর্থ পর্যায়ে অবস্থান করে

(ii) এই পিরামিড যুক্ত অঞ্চলে আর্থ সামাজিক পরিস্থিতির উন্নতি ঘটে

(ঘ) চতুর্থ
শ্রেণীর পিরামিড :
জন্মহার হটাৎ বৃদ্ধির কারণে ভূমিভাগ প্রসস্থ যুক্ত ঘণ্টা ও বেল আকৃতির
যে পিরামিড সৃষ্টি হয় তাকে চতুর্থ শ্রেণীর পিরামিড বলে
এই পিরামিডে অন্তর্ভুক্ত দেশগুলির মধ্যে
উল্লেখযোগ্য হল – যুক্তরাষ্ট্র, কানাডা, প্রভৃতি

আরও পড়ুন:  দক্ষিণ ভারতে কফি চাষের কেন্দ্রীভবনের কারণ আলোচনা করো।

বৈশিষ্ট্য : (i) এই পিরামিডে জনসংখ্যা বৃদ্ধির দ্রুত হওয়ায় জনবিস্ফোরণ লক্ষ্য করা যায়

(ii)আর্থ সামাজিক পরিবেশের উন্নতি ঘটে

(ঙ)
পঞ্চম শ্রেণীর পিরামিড :
মৃত্যুহারের তুলনায় জন্মহার কম হওয়ায় যে পিরামিডের ভূমিভাগ
অপ্রসস্থ ও শীর্ষদেশ সংকীর্ণ হয় তাকে পঞ্চম শ্রেণীর পিরামিড বলে
এই পিরামিডে অন্তর্ভুক্ত দেশগুলির মধ্যে
উল্লেখযোগ্য হল – জাপান, সুইডেন প্রভৃতি

বৈশিষ্ট্য : (i) জনবিবর্তনের শেষ পর্যায়ে এই পিরামিড অবস্থান করে

(ii) এর আকৃতি ন্যাসপাতির মতো দেখতে হয়

Leave a Comment