ছত্রিশগড়ের খনিজ সম্পদের সংক্ষিপ্ত বিবরণ দাও।

By

ছত্রিশগড়ের খনিজ সম্পদ : ছত্রিশগড় ভূতাত্বিক গঠনের কারণে বিভিন্ন খনিজ দ্রব্য ও ব্যবহারিক শিলা দ্বারা
সমৃদ্ধ এবং খনিজ সম্পদ উত্তোলন ও সঞ্চয়ের ক্ষেত্রে ভারতের রাজ্যগুলির মধ্যে
দ্বিতীয় স্থান অধিকার করে
এখানে প্রচুর পরিমাণে কয়লা ও আকরিক লোহা পাওয়া যায়এছাড়াও ডলোমাইট, চুনাপাথর, বক্সাইড
প্রভৃতি যথেষ্ট পরিমাণে এবং সোনা, হীরা, গরনেট প্রভৃতি খনিজ দ্রব্য পাওয়া যায়
ছত্রিশগড়ের খনিজ সম্পদ গুলি সম্পর্কে
নিন্মে আলোচনা করা হল –

(i) আকরিক
লোহা :
আকরিক লোহা উৎপাদনে বর্তমানে এই রাজ্য দ্বিতীয় স্থান অধিকার করেছে
এই রাজ্যে দুর্গ জেলার দাল্লিরাজহারা
এবং বস্তার জেলায় দুর্গম পার্বত্য অঞ্চলে আকরিক লোহা খনি অধিক পরিমাণে লক্ষ্য করা
যায়
এদের মধ্যে উল্লেখযোগ্য
হল – বাইলাডিলা, রায়গড়, সরসুজা প্রভৃতি লৌহ খনি

আরও পড়ুন:  নদীর পুনর্যৌবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির সচিত্র বিবরণ দাও।

(ii) কয়লা
:
কয়লা উত্তোলনে ছত্রিশগড় রাজ্য ২০১৭ – ২০১৮ সালে প্রথম স্থান অধিকার করলেও
বর্তমানে দ্বিতীয় স্থান অধিকার করে
এই রাজ্যের প্রধান কয়লাখনির মধ্যে উল্লেখযোগ্য হল – কোরবা,
সরগুজা, কোরিয়া, তাতাপানি প্রভৃতি

(iii) বক্সাইট : এই রাজ্য বক্সাইট উত্তোলনে চতুর্থ স্থান অধিকার
করে
বিলাসপুরের মৈকাল পর্বত,
সরগুজা, অমরকন্টক ও দুর্গ জেলায় বক্সাইট উত্তোলন হয়

(iv) চুনাপাথর : রাজ্যটি চুনাপাথর উত্তোলনে চতুর্থ স্থান
অধিকার করে থাকে

চুনাপাথর
উত্তোলন যুক্ত এলাকাগুলির মধ্যে রায়গড়, বিলাসপুর, দুর্গ জেলা উল্লেখযোগ্য

উপরিক্ত খনিজ সম্পদ গুলি ছাড়াও, টিন, লোহা, সোনা, হীরা প্রভৃতি সম্পদ উত্তোলন
হয়ে থাকে এই রাজ্যে

আরও পড়ুন:  রেডিমেড পোশাক শিল্প কাকে বলে? ভারতে রেডিমেড পোশাক শিল্পের বন্টন আলোচনা করো।

Leave a Comment